যারা ওয়াডপ্রেস প্ল্যাটফর্ম এর সাথে সংযুক্ত আছেন শুধুমাত্র তারাই জানেন ওয়ার্ডপ্রেসে প্লাগিন ব্যবহার কতটা জরুরি কারণ এখানে আপনার ওজন অনুসারে কর্ম সম্পাদনের জন্য বিভিন্ন প্রকার প্লাগিন ব্যবহার করতে হয় । তাই বেশ কয়েকটি প্রয়োজনীয় প্লাগিন নিয়ে আজকের এই পোষ্ট ।
AccessPress Anonymous Post
আপনার ওয়েবসাইটের মেম্বার যদি তাদের নিজের ইচ্ছামত পোস্ট করতে চাইবে আর্টিকেল লিখে চাই সে ক্ষেত্রে এটি বেশ কার্যকরী । এই প্লাগিনটি ব্যবহারের মাধ্যমে অন্যদের দ্বারা লিখিত কনটেন্টগুলো আপনার ওয়েব সাইটে সাবমিট করাতে পারবেন ।
Classic Editor
ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্সন আপডেট হওয়ায় নতুন একটি এডিটর সংযুক্ত করা হয়েছে সেটি হলো ব্লক এডিটর । যারা ওয়াডপ্রেস এর নতুন ব্যবহারকারী তাদের জন্য ব্লক এডিটর ব্যবহার করা একটু কঠিন হতে পারে তাই তারা পুনরায় আগের ক্লাসিক এডিটরে ফিরে যেতে পারবেন ।
Classic Widgets
এই প্লাগিনটি ব্যবহারের মাধ্যমে পূর্বে ওয়াডপ্রেস উইজেট যে প্রক্রিয়ায় ম্যানেজ করা হতো ঠিক করবে প্রক্রিয়াগুলোর মতোই ম্যানেজ করতে পারবেন । মূলত যারা নতুন ব্যবহারকারী তাদের জন্য এই প্লাগিনটি কাজকে আরও সহজ করে দেবে । কিন্তু আপনি যখন ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে করতে পুরাতন হয়ে যাবেন সে ক্ষেত্রে এই প্লাগইনটি না হলে সমস্যা হবে না ।
Elementor
এটি একটি দুর্দান্ত প্লাগিন । এটা ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের যেকোনো পেজ স্টাইল পরিবর্তন করতে পারবেন । শুধুমাত্র drag-and-drop পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার ওয়েব পেজ আরো সুন্দর করে তুলতে পারবেন । এলিমেন্টর ব্যবহার করে খুব সহজে এবং খুব দ্রুত যেকোনো পেজ নতুন করে সাজিয়ে তোলা সম্ভব ।
UpdraftPlus - Backup/Restore
প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেস ব্যবহার করছেন এবং আপনার দীর্ঘ পরিশ্রমে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করছেন । পূর্ণাঙ্গ একটু ব্যাক সাইট তৈরি করতে অনেক সময় লেগে যেতে পারে কিন্তু ওয়েবসাইট ক্রাশ বা নষ্ট হতে স্বল্প সময়ই যথেষ্ট । তাই নিজের দীর্ঘ সময় এবং দীর্ঘ শ্রম দিয়ে তৈরি ওয়েবসাইটটি রক্ষার দায়িত্ব আপনার নিজেরই । এই প্লাগিনটি দ্বারা আপনার ওয়েবসাইটের পূর্ণাঙ্গ একটি ব্যাকআপ মেয়ে রাখতে পারবেন যাতে করে ভবিষ্যতে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের কোন প্রকার ক্ষতি হলে সেটা রিস্টোর করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন ।
WP Blog Post Layouts
WP Magazine Modules Lite
WP-Members

Related Posts