Examinee: 1
আজকের CPT exam এর ডিটেইলস। [09-02-2022]
প্রথমে নিজের ট্রাকিং নাম্বার এবং নাম দিয়ে একটা ফোল্ডার করতে হবে
ex: 12345_Md. X
সেটার ভিতরে আবার দুইটা ফাইল করতে হবে একটা ওয়ার্ড আর একটা এক্সেল এর জন্যে, এই দুইটার ফাইল নেম সেম হবে আগের ফরম্যাট এই।
এক্সঃ 12345_Mr. X.doc
12345_Mr. X.xlsx
এরপর কশ্চেন পেপার দিবে যেখানে ভিজুয়াল ফরম্যাট দেওয়া থাকবে সেটা দেখে দেখে সেরকম করে আপনাকে করতে হবে।
কি কি আসছিলো সেগুলো যতটুকু মনে আছে সেটা ওয়ার্ড এবং এক্সেল এ করে পিক আকারে আপলোড দিলাম।
দেখলে বুঝতে পারবেন
N.B: কিছু মিসিং থাকতে পারে এবং ভ্যালু চেঞ্জ হতে পারে
CPT Experience: 2
🚩Total marks 50 and Time 30 minutes only.
⛔ প্রথম কাজ হলো নিজ নাম এবং ট্র্যাকিং আইডি দিয়ে একটি ফোল্ডার ডেক্সটপে তৈরি করতে হবে। সেটার ভিতর ওয়ার্ড এবং এক্সেল ফাইলও নিজ নাম এবং ট্র্যাকিং আইডি দিয়ে তৈরি করতে হবে। কাজ শুরু করার পর একটু পর পর ctrl+s চেপে সেভ করতে হবে। যদিও আমাদের স্লটে কম্পিউটার সাটডাউনের প্রব্লেম হয় নি। একটি প্রশ্নপত্র দেয়া হবে যার উপর নাম, স্বাক্ষর, ট্রাকিং আইডি এবং তারিখ লিখতে হবে।
⛔ MS Word:
ওয়ার্ডের কন্টেন্ট ডেক্সটপের আলাদা একটা ফোল্ডারে দেয়া ছিলো। সেখানে একটা টেক্সট ফাইল এবং ৭জন বীরশ্রেষ্ঠের ছবি দেয়া ছিলো। মোট ৮টা ইন্সট্রাকশন ছিলো ওয়ার্ডে। প্রথমে আমাদেরকে দেয়া টেক্সট ফাইলটা কপি করে ওয়ার্ডে নিতে হবে। প্লিজ এভয়েড টাইপিং। যতদূর মনে পড়ে কাজগুলো ছিলো নিম্নরূপ:
* ভুল বানান শুদ্ধ করা
* ফন্ট স্টাইল ও সাইজ, এলাইনমেন্ট ঠিক করা
* হেডলাইন নির্দিষ্ট ইন্সট্রাকশন অনুযায়ী পরিবর্তন করতে হবে (bold & style, underline, uppercase)
* হেডার এবং ফুটার এড করা
* ওয়াটার মার্ক এড করা
* প্রশ্নে একটা টেবিল দেয়া ছিলো সেই অনুযায়ী টেবিল তৈরি করে ওয়ার্ড থেকেই কন্টেন্ট কপি করে নিয়ে বসানো। টেবিলে সেল কালার এবং মার্জ করার কাজ ছিলো।
* পেজ মার্জিন এবং গাটার এড করা।
* একটা টেবিল তৈরি করে যে ৭জন বীরশ্রেষ্ঠদের ছবি দেয়া ছিলো সেগুলো এড করতে হয়েছিলো। (পিক সাইজ এডজাস্ট করতে প্রবলেম হয়েছিলো সেলে ফিট হচ্ছিলো না। 😬)
next.....
⛔ MS Excel:
total number of tasks= 3
* ৫জনের ৩টি সবজেক্টের মার্ক্স একটা টেবিলে দেয়া ছিলো। হুবুহু সেই টেবিলের মতো একটি টেবিল তৈরি করতে হবে এক্সেল ফাইলে। এডিট গুলা মাথায় রাখতে হবে। (ফন্ট বল্ড, সেল কালার এবং এলাইননেন্ট)।
* টোটাল মার্ক্স কাউন্ট করতে হবে।
Ex.formula =SUM(B2:E2)
* একটা কলাম/বার চার্ট তৈরি করতে হয়েছিলো এক্সেলের করা সেই ফাইল থেকে ডাটা নিয়ে। চার্টের পিক প্রশ্নে দেয়া ছিলো।
[কাজ শেষ করার পর সময় থাকতে ফাইলগুলো রিওপেন করে দেখবেন।]
🚩টিপস ফর ফাইনাল ভাইবা: (from the examiner)
🤷♀️ আপুদের জন্য- সালওয়ার কামিজ, শাড়ি পরলে ফুল পিন-আপ করে পরতে হবে, চুল সুন্দর সেটাপ করে আসতে হবে। ফরমাল সু পরতে হবে। 🤔 কাপড়ের রঙ যেন হালকা হয়। যারা বোরখা পরেন তারা সলিড কালার পড়বেন। এভয়েড মাল্টিকালার এন্ড প্রিন্টেট কালার।
🤷♂️ ভাইয়াদের জন্য- ফুল ফরমাল, টাই+স্যুটেড-কোটেড হলে ভালো। বেল্ট এবং জুতার কালারে ম্যাচ থাকতে হবে। 🙄 এগেইন কাপড়ের কালার হালকা হতে হবে। যারা দাড়ি রাখেন তারা ট্রিম করে নিবেন যাতে এলোমেলো না লাগে। যারা শেভ করেন তারা ক্লিনশেভ করে নিবেন।
CPT Experience:3
CPT Test
Dec - 19- 2021
ওয়ার্ড
১. স্পেসিং - ১.৩
২.ফ্রন্ট সেট আপ
৩.হেডলাইন বোল্ড এবং আপারস্কেল
৪. টেবিল তৈরি ও মার্জিং
৫. পেজ সেট আপ
৬. জাস্টিফাই এসাইনমেন্ট
৭.৭ জন বীরশ্রেষ্ঠ এর ছবি টেবিল ইনপুট দেয়া
৮.হেডার ও ফুটার
৯.ওয়াটার মার্ক
এক্সেল
১.চার্ট তৈরী ও সেল কালার চেঞ্জ
২.রেজাল্ট শিট তৈরী
৩.ফাংশন ব্যবহার যোগ
৪.প্রশ্নের মত দেয়া চার্ট তৈরি
সময়ঃ ৩০ মিনিট
CPT Experience:4
Cpt exam : 09-02-2022 : 10 am
1) word file create : background text, margin setting, header, footer, put page number, line spacing, table create with name of war heroes, another table with images of war heroes - 30 marks
2) Excel file create : make a table, put given values, find sum with formula, make a graph chart - 20 marks
Time - 30 minutes.
কাজ সহজ, কিন্তু কম সময়ের জন্য চ্যালেঞ্জিং হতে পারে শেষ করা।
সবার জন্য শুভকামনা। সবার জন্য দোয়া রইল।
CPT Experience:5
আজকের CPT exam
প্রশ্ন এসেছে ওয়ার্ড এবং এক্সেল থেকে।
ওয়ার্ড এ একটা কনটেন্ট দেওয়া থাকবে যা কপি পেস্ট করে কাজ করতে হয়েছিল। পেজ ওরিয়েন্টেশন, মার্জিন সেট আপ, ফন্ট সিলেক্ট এবং সাইজিং, বুলেট মার্কিং, বোল্ড, ইটালিক, টেবল তৈরি, স্পেলিং এবং গ্রামার চেকিং...
এক্সেল এ, একটা কনটেন্ট ছিল, যেটা টাইপ করতে হয়েছিল (অবশ্য ছোট)। ফরমুলার সাহায্যে যোগফল বের করা, সে তথ্যের আলোকে কলাম চার্ট দেয়া...
মোটামুটি এগুলোই আসছিলো।
আমাদের পরীক্ষায় পিসি রিস্টার্ট নেয়ার মত ঘঠনা ঘঠেনি। সবকিছু খুব ফ্রেন্ডলি ছিলো। আগামী পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা
রইলো।