Which habit can cause dislike of others ?
আমাদের বেশ কিছু অভ্যাস আমাদের প্রিয় মানুষকে দূরে ঠেলে দেয় । আজ বলে দেবো আপানার কোন অভ্যাসগুলো অন্যের অপছন্দের কারণ হতে পারে । এই অভ্যাসগুলো যদি আপনার না থাকে তাহলে খুব ভালো আর যদি থেকে থাকে তবে যত দ্রুত সম্বভ এগুলো ত্যাগ করে ফেলুন ।
- কারো প্রশংসা করতে গিয়ে, অন্যের নিন্দায় মুখর হয়ে উঠার অভ্যাস,
- নিজের ঢাক, নিজে পেটানোর অভ্যাস,
- নিজের বাড়ীর ময়লা, রাস্তায় ফেলে দেয়া বা অন্যের বাড়ীর সামনে ফেলে দেয়ার অভ্যাস।
- কোনো কিছুর ব্যাপারে, না জেনে, না বুঝে, মন্তব্য করার অভ্যাস,
- পাঁচ জন বসে একসাথে করতে থাকা কথা বার্তার মাঝখানে, হঠাৎ করেই, একজন, আরেকজনের কানে, কানে, ফিসফিস করার অভ্যাস,
- নিজের দু:খ, কষ্ট কে অতিরঞ্জিত করে বর্ণনা করে অন্যের সহানুভূতি আদায় করার অভ্যাস,
- অন্যের চুড়ান্ত ব্যস্ততা বুঝে ও, তাঁকে বিরক্ত করার অভ্যাস,
- কারো বাড়ীতে খেতে বসে, "এটা খাইনা, ওটা বারন, ওটা সরিয়ে নিন, এটা উঠিয়ে রাখুন", বলার অভ্যাস"
- বাড়ীতে অতিথি এলে, তাঁর সামনে বাচ্চা কে দিয়ে জোর করে গান, রাইমস এসব বলার জন্য বাধ্য করার অভ্যাস।
- বেকার ছেলে, মেয়েকে,"কী চাকরীর চেষ্টা করতেছো তো ?" জিজ্ঞেস করার অভ্যাস।
- অন্যের বক্তব্য শোনার মতো ধৈর্য না রাখার অভ্যাস,
- দোকানে গিয়ে জিনিষপত্র দেখে, দাম দর করে,"ঠিক আছে, পরে নিমু" বইল্যা চলে আসার অভ্যাস।
- কুতর্ক করার অভ্যাস,
- কথা দিয়ে, কথা না রাখার অভ্যাস,
- অন্যের ব্যক্তিগত বিষয় সম্পর্কে অতিরিক্ত কৌতূহল প্রকাশের অভ্যাস,
- কুশব্দ, কুকথা বলার অভ্যাস,
- ফোন করে, অপর দিক থেকে চিনতে না পারলে, পরিচয় প্রকাশ না করে, চেনানোর পরীক্ষায় ফেলে দেয়ার অভ্যাস,
- ভিখারী কে ভিক্ষা না দিয়ে, জ্ঞান দেয়ার অভ্যাস।