Blogger ও Wordpress দুটোই খুব জনপ্রিয় CMS প্লাটফর্ম । ব্লগার গুগোল দ্বারা পরিচালিত এবং সম্পূর্ন ফ্রি। এখানে ওয়েবসাইট তৈরীর জন্য কিছুই প্রয়োজন নেই। এমনকি আপনি যদি ডোমেইন ও না কিনতে চান তাহলে গুগলের সাবডোমেইন দিয়েও পরিপূর্ণ ওয়েবসাইটের সুবিধা পাবেন । অন্যদিকে ওয়ার্ডপ্রেস এ ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে আপনাকে অবশ্যই টপ লেভেল ডোমেইন এবং হোস্টিং ক্রয় করতে হবে ।
Blogger ও Wordpress এর মধ্যে কোনটিতে বেশি সুবিধা পাওয়া যায় ?
যেহেতু Blogger গুগোলের প্রডাক্ট তাই এটি সিকিউরিটির দিক থেকে নিরাপদ । সেইসাথে এটি একদম ফ্রি CMS প্লাটফর্ম । এখানে আপনি বিভিন্ন গ্যাজেট উইজেট ব্যবহার করতে পারবেন । প্রয়োজন অনুসারে Blogger থিমে বা ওয়েবসাইটের যেকোনো স্থানে সকল প্রকার Javascript, CSS, HTML এর ব্যবহার করতে পারবেন । তবে খুব বেশি অ্যাডভান্স কাজগুলো এখান থেকে আশা করা যাবে না । যেহেতু এটি একটি সম্পূর্ণ ফ্রি প্ল্যাটফর্ম তাই এটা দিয়ে কাজ চালানোর মতো টুকটাক ব্যবহার করতে পারবেন । তবে হ্যাঁ, নিউজ ওয়েবসাইট, ব্লগিং, লেখাপড়া সংক্রান্ত ওয়েবসাইট, পিডিএফ ডাউনলোড, এছাড়াও আরও অনেক ধরনের কাজগুলো ব্লগার ওয়েবসাইট দিয়েই করতে পারবেন । তাহলে প্রশ্ন হলো যদি ব্লগার ওয়েবসাইট দিয়ে সবকিছু করা যায় তবে শুধু শুধু টাকা খরচ করে মানুষ কেন ওয়ার্ডপ্রেসে কেন ওয়েবসাইট বানাই । একটু আগে বলেছিলাম ব্লগার একটি ফ্রি প্ল্যাটফর্ম তাই খুব বেশি অ্যাডভান্স ফিচার এখানে পাবেন না । যেমন: মেম্বারশিপ ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম লাগবে । এটি কখনোই ব্লগার দিয়ে করা সম্ভব হবে না । এছাড়াও ওয়ার্ডপ্রেসে অনেক ধরনের প্লাগ ইন পাবেন যেগুলো ব্যবহার করে অনেক জটিল কাজ ও খুব সহজে করে ফেলতে পারবেন কিন্তু ব্লগার সিস্টেমে এ ধরনের প্লাগিনগুলো ব্যবহার করা যায় না । এখানে অধিকাংশ কাজ আপনাকে ম্যানুয়ালি করতে হবে ।
যাদের জন্য Blogger উপযোগী -
- ✅ যারা শুধুমাত্র লেখালেখির কাজ, ফটো শেয়ার, ভিডিও শেয়ার, ও নিজের কনটেন্ট গুলো পাবলিশ করতে চান তারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ।
- ✅ শুধুমাত্র নিউজ, লেখাপড়া সংক্রান্ত ইত্যাদি বিষয়ের উপর লেখালেখি করতে চাইলে ব্যবহার করতে পারেন ।
- ✅ লিখিত বায়োগ্রাফি, জীবনী মূলক বক্তব্য ইত্যাদি বিষয়গুলো নিয়ে লেখালেখি করতে চাইলে ব্যবহার করতে পারেন ।
- ✅ বিভিন্ন ধরনের ফটোগ্রাফ ছবি ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করতে চাইলেও ব্লগার ব্যবহার করতে পারেন ।
যাদের জন্য Wordpress উপযোগী -
- ✅ ই-কমার্স যেকোন সাইটের জন্য ওয়ার্ডপ্রেস খুব ভালোভাবে কাজ করে । তাই যারা ই-কমার্স ওয়েবসাইট তৈরিতে আগ্রহী তারা অবশ্যই ওয়ার্ডপ্রেস ব্যবহার করুন ।
- ✅ যেকোনো ধরনের মেম্বারশিপ ওয়েবসাইট তৈরিতে ওয়ার্ডপ্রেস এর ব্যবহার করতে হবে ।
- ✅ চাকরির নিয়োগ ও আবেদন সংক্রান্ত ওয়েবসাইট তৈরি করতে চাইলে ওয়ার্ডপ্রেসের ব্যবহার করতে হবে ।
- ✅ সোশল কমিউনিটি ও যোগাযোগের মাধ্যম সংক্রান্ত যেকোন ওয়েবসাইট তৈরি করতে চাইলে ওয়ার্ডপ্রেসের ব্যবহার করতে হবে ।
- ✅ সাধারণ জনগণের তথ্য সংগ্রহ ডেটা ওয়েবসাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেস এর ব্যবহার করতে হয় ।
- ✅ যেহেতু ওয়ার্ডপ্রেসে অ্যাডভান্স অনেক ফিচার পাবেন তাই অতিরিক্ত এডভান্স লেভেল থেকে শুরু করে যে কোন এডভান্স ওয়েবসাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন ।
Blogger ও Wordpress নিরাপত্তার দিক থেকে কোনটি ভালো
এটা সম্পূর্ণ নির্ভর করে ওয়েব সাইটের এডমিন এর উপর । তবে ব্লগার যেহেতু গুগোল এর প্রোডাক্ট তাই এখানে ৮০ শতাংশ সিকিউরিটি গুগল আপনাকে দেবে । আপনি শুধুমাত্র আপনার জিমেইল আইডি নিরাপদ রাখতে পারলেই হবে । কিন্তু ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি জায়গায় নিজের সিকিউরিটির বিষয়টা নিজেকেই সামলাতে হবে । যেমন আপনার নিজের পোস্টিং নিজ দায়িত্বে সিকিউরড করা সেই সাথে আপনার ডোমেইন প্যানেলকে নিরাপদ রাখা ।
আমার মতে ভালোর কোন শেষ নেই , কে কোন ধরনের ওয়েবসাইট বানাবে এটার ওপর ভিত্তি করে ব্লগার বা ওয়াডপ্রেস নির্বাচন করা যেতে পারে । তবে যদি শুধুমাত্র লেখালেখি এবং টুকটাক কাজের জন্য ওয়েবসাইট বানাতে চান সেক্ষেত্রে অবশ্যই ব্লগার ব্যবহার করতে পারেন । বর্তমানে অনেক নিউজ ওয়েবসাইট ব্লগার দিয়ে বানানো হচ্ছে এবং এর ওয়েবসাইট গুলো খুব ভালো মানের সার্ভিস দিচ্ছে সেই সাথে এখান থেকে ভাল অঙ্কের অর্থ আয় করা হচ্ছে । শুধুমাত্র ব্লগার ব্যবহার করে । কমেন্টে আপনাদের সাড়া পেলে পরবর্তীতে হোস্টিং নিয়ে পোস্ট করব ভাবছি , কোন সাইট থেকে হোস্টিং কিনলে সবচেয়ে বেশি নিরাপত্তা পাবেন । স্বল্পমূল্যে সবচেয়ে বেস্ট হস্টিং কোন সাইটে পাওয়া যায় ইত্যাদি বিষয়গুলো নিয়ে পোস্ট করা হবে ।
কোন বিষয়গুলো আপনার জানার প্রয়োজন সেটি কমেন্টে জানাতে পারেন আপনার প্রয়োজন অনুসারে সেই আর্টিকেলটি পাবলিশ করা হবে ।