পোষ্ট ভিউ কাউন্টার একটি সাইটের জন্য অনেক ভূমিকা রাখে । কিন্তু এটি দেখতে যেমন সহজ লাগে এটি সেটআপ করা ঠিক ততটা সহজ না । অনেকেই আছে এই অপশনটি করতে গিয়ে সমস্যাই পরেন । তবে কিছু প্লাগিন আছে যেগুলো ব্যবহার করেও আপনি এটি করতে পারবেন । তবে আপনি পোষ্ট ভিউ আপনার ইচ্ছামত ভাবে দেখাতে পারবেন না । আসুন দেখে নেই কিভাবে আপনি আপনার ইচ্ছামত আপনার সাইটের যেখানে ইচ্ছা দেখাতে পারবেন এমন পোষ্ট ভিউ কাউন্টার কিভাবে সেট করবেন । মাত্র কিছু ধাপে সেট করে নিন Post View Counter -
এবার প্লাগিন এ্যাক্টিভ করার পর সেটিং আপশনে গিয়ে আপনার প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করে নিন ।
এইধাপে আপনার ভিউয়ার টি সেট করতে হবে তাই মনোযোগ দিয়ে দেখুন । ভুল হলে কাজ হবে না ।
Appearance >Theme File Editor
Theme Function >
Theme Function > loop-blog.php
এই পোষ্টের একদম শেষে কোড দেওয়া আছে । কোডটি কপি করে নিয়ে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেই সেই নির্ধারিত স্থানে পেস্ট করে দিয়ে আপডেট ফাইল অর্থাৎ সেভ করুন ।
Theme Function > loop-single.php
এই পোষ্টের একদম শেষে কোড দেওয়া আছে । কোডটি কপি করে নিয়ে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেই সেই নির্ধারিত স্থানে পেস্ট করে দিয়ে আপডেট ফাইল অর্থাৎ সেভ করুন ।
WP-Post View Counter Code:
<i class="fa fa-eye" style="font-size: 15px;color: #0980c8;padding-right: 5px;"></i><span class='the_views'><?php if(function_exists('the_views')) { the_views(); } ?></span>Switch To English