নাটোর / NATO সদস্য দেশসমূহ:
বর্তমানে ন্যাটো সদস্য সংখ্যা ২৮। ১২টি দেশের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হলেও বর্তমানে এর সংখ্যা দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। তুরস্কের মতো দেশও ন্যাটোর পূর্ণ সদস্য হতে উদগ্রীব। ইউরোপীয় বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, নরওয়ে সহ ইউরোপর বাইরের উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডা মিলে প্রথম ন্যাটো গঠন করে এবং চুক্তি সই করে। যদিও গ্রিস ও তুরস্কও ১৯৫২ সালে এই ট্রিটিতে সই করে সদস্যপদ লাভ করে। ১৯৮২ সালে ন্যাটোর সাথে যুক্ত হয় স্পেন। এরপর ১৯৯১ সালে ভেঙ্গে পড়লে এর প্রাক্তন সদস্য যারা ওয়ারর্শ পাক্টের অন্তর্ভুক্ত ছিল তারাও ন্যাটোতে যোগ দিতে শুরু করে। প্রথমেই ১৯৯৯ সালে এগিয়ে আসে পোলান্ড, হাঙ্গেরি ও চেক রিপাবলিক। ২০০৪ সালে যোগ দেয় আরো কয়েকটি দেশ। তন্মধ্যে ছিল বুলগেরিয়া, এস্তনিয়া,লটেভিয়া,রোমানিয়া,স্লোভাকিয়া ও স্লোভানিয়ার মতো সদ্য স্বাধীনতালাভকারী দেশ সমূহ। ২০০৯ সালে যুক্ত হয় ক্রোয়েশিয়া ও আলবেনিয়া। আর ২০১৭ সালে সর্বশেষ সদস্য হিসেবে যুক্ত হয় মন্টিনেগ্রো। খুব সম্প্রতি ফ্রান্সও আবার ন্যাটোতে ফিরে আসে।
আরো একটু ভালো করে দেখে নিন ন্যাটোর প্রতিষ্ঠাতা দেশ ও সদস্য দেশঃ
প্রতিষ্ঠাতা দেশ (১২টি দেশ)
- বেলজিয়াম
- কানাডা
- ডেনমার্ক
- ফ্রান্স
- আইসল্যান্ড
- ইটালি
- লুক্সেমবার্গ
- নেদারল্যান্ড
- নরওয়ে
- পর্তুগাল
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র
সদস্য দেশ
ন্যাটো সদস্য দেশ | রাজধানী | যোগদান করেছেন | জনসংখ্যা |
লাটভিয়া | রিগা | 29-মার্চ-2004 | 18,62,687 |
লিথুয়ানিয়া | ভিলনিয়াস | 29-মার্চ-2004 | 27,11,566 |
লুক্সেমবার্গ | লুক্সেমবার্গ | 24-আগস্ট-1949 | ৬,৩৯,৫৮৯ |
মন্টিনিগ্রো | পডগোরিকা | 5-জুন-2017 | ৬,০৭,৪১৪ |
নেদারল্যান্ডস | আমস্টারডাম | 24-আগস্ট-1949 | 1,73,37,403 |
উত্তর মেসিডোনিয়া | স্কোপজে | 27-মার্চ-2020 | 2,128,262 |
নরওয়ে | অসলো | 24-আগস্ট-1949 | 55,09,591 |
পোল্যান্ড | ওয়ারশ | 12-মার্চ-1999 | ৩,৮১,৮৫,৯১৩ |
পর্তুগাল | লিসবন | 24-আগস্ট-1949 | 1,02,63,850 |
রোমানিয়া | বুখারেস্ট | 29-মার্চ-2004 | 2,12,30,362 |
স্লোভাকিয়া | ব্রাতিস্লাভা | 29-মার্চ-2004 | 54,36,066 |
আলবেনিয়া | তিরানা | 1-এপ্রিল-2009 | 30,88,385 |
বেলজিয়াম | ব্রাসেলস | 24-আগস্ট-1949 | 1,17,78,842 |
বুলগেরিয়া | সোফিয়া | 29-মার্চ-2004 | 69,19,180 |
কানাডা | অটোয়া | 24-আগস্ট-1949 | ৩,৭৯,৪৩,২৩১ |
ক্রোয়েশিয়া | জাগ্রেব | 1-এপ্রিল-2009 | ৪২,০৮,৯৭৩ |
স্লোভেনিয়া | লুব্লজানা | 29-মার্চ-2004 | 21,02,106 |
স্পেন | মাদ্রিদ | 30-মে-1982 | 4,72,60,584 |
তুরস্ক | আঙ্কারা | 18-ফেব্রুয়ারি-1952 | ৮,২৪,৮২,৩৮৩ |
যুক্তরাজ্য | লন্ডন | 24-আগস্ট-1949 | 6,70,81,000 |
যুক্তরাষ্ট্র | ওয়াশিংটন ডিসি | 24-আগস্ট-1949 | ৩৩,৪৯,৯৮,৩৯৮ |
চেকিয়া | প্রাগ | 12-মার্চ-1999 | 1,07,02,596 |
ডেনমার্ক | কোপেনহেগেন | 24-আগস্ট-1949 | 58,94,687 |
এস্তোনিয়া | তালিন | 29-মার্চ-2004 | 12,20,042 |
ফ্রান্স | প্যারিস | 24-আগস্ট-1949 | 6,80,84,217 |
জার্মানি | বার্লিন | 8-মে-1955 | ৭,৯৯,০৩,৪৮১ |
গ্রীস | এথেন্স | 18-ফেব্রুয়ারি-1952 | 1,05,69,703 |
হাঙ্গেরি | বুদাপেস্ট | 12-মার্চ-1999 | 97,28,337 |
আইসল্যান্ড | রেইকজাভিক | 24-আগস্ট-1949 | ৩,৫৪,২৩৪ |
ইতালি | রোম | 24-আগস্ট-1949 | 6,23,90,364 |
সময়ের সাথে সাথে ন্যাটোর সদস্য দেশসমূহ বাড়তে পারে !
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্ব ছিল সন্দেহ, অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতার যুগ। দেশে-দেশে, মহাদেশে-মহাদেশে শুরু হয় ক্ষমতার লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় দুই পরাশক্তির বিশ্বব্যাপী আধিপত্য। একদিকে পুঁজিবাদী যুক্তরাষ্ট্র আর অন্যদিকে সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়া। যুক্তরাষ্ট্র যে কোন মূল্যে প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়নকে থামাতে বদ্ধ পরিকর ছিল। আর তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অধীনে গড়ে উঠে ন্যাটো ( নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন) যার মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে ইউরোপের নিরাপত্তা বাস্তবায়ন করা। কোল্ড ওয়ারের স্ট্রাটেজির অন্যতম লক্ষ্যবস্তু ছিল ন্যাটো । ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হলেও সংগঠনটি এখনো তার আধিপত্য বজায় রেখেছে। ব্রাসেলসে এর সদরদপ্তর অবস্থিত। যদিও সাম্প্রতিক সময়ে ট্রাম্প ক্ষমতায় আসার পর কিছুটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে জোটটি।