Learn about jaundice symptoms and first aid
জন্ডিসে কী কী ধরনের লক্ষণ দেখা যায় ?
এ বিষয়ে ডা. মো. মাসুদুর রহমান খান বলেন, সাধারণত শরীরে কোনোভাবে যদি জীবাণু যায় সেটায় ভাইরাসজনিত। আমাদের দেশে সাধারণত হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এই দুটি ভাইরাস খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়। আর হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি রক্ত বা শুয়ের মাধ্যমে ছড়ায়।
তিনি বলেন, প্রথমে যে লক্ষণ দেখায় -
- খাবারে অরুচি,
- অতিরিক্ত দূর্বলতা
- চোখ এবং প্রস্রাব হলুদ হওয়া
- একই সাথে কারো কারো ক্ষেত্রে বমি বা বমি বমি ভাব হতে পারে
- এছাড়াও কারো কারোর ক্ষেত্রে মলত্যাগে কিছু পার্থক্য দেখাদেয়।
এগুলো মূলত ভাইরাসজনিত জন্ডিসের লক্ষণ।
আর ভাইরাসের বাহিরে জন্ডিসের লক্ষণগুলো হল-
- শরীর চুলকানি,
- জ্বর,
- আবার কারো কারোর ক্ষেত্রে লিভারে সমস্যা থাকলে সেটা আরও খারাপের দিকে যেতে পারে ।
জন্ডিসের প্রাথমিক চিকিৎসাঃ