৫ বছর পর আপনি নিজেকে কোথায় দেখছেন চাকরির সাক্ষাৎকারে উত্তরটি কিভাবে দিবেন ?
এটা খুব কমন একটা প্রশ্ন। প্রায়ই এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়। এর উত্তর কেমন হতে পারে, সে বিষয়ে বিভিন্ন বই-পত্রে পরামর্শ থাকে। মানুষ সেইসব পরামর্শ পড়ে, গদবাঁধা উত্তর দেয়। যারা সেটুকুও জানে না , তারা আবোল তাবোল বলে।
পাচ বছর পরে, আমি নিজেকে আপনার মতন বড় পজিশনে দেখতে চাই। আপনার সহযোগীতা পেলে, হয়তো পাচ বছরের আগেই হয়ে যাবে। ততদিনে আপনিও আরো অনেক বড় পজিশনে পৌঁছে যাবেন
উপরের এই উত্তরের ভিতরে, ইন্টারভিউ নেওয়া ব্যক্তি, অর্থাৎ বসের জন্য কয়েকটি তথ্য দিয়েছেন
বসকে আপনি বড় মনে করেন, তার মতন হতে চান।
তাকে আহবান করলেন, তিনি যেন আপনাকে তার মতন বানায়। এক কথায় তার শিষ্য হতে চাইলেন।
৫ বছরের আগেই তার মতন বড় হবেন। এর কৃতিত্ব আপনার ও বস দুজনেরই হবে।
বসের ভয় নেই। আপনি বসের স্থান দখল করবেন না। বস নিজেও আরো বড় হবেন।
এভাবে স্বল্প কথায়, বস কে প্রশংসা করলেন, তার অনুগত হলেন, নিজের ও তার উভয়ের উন্নতি কামনা করলেন। আপনি জোর করে তাকে গুরু বানালেন, নিজে তার শিষ্য হলেন। এবার গুরু তার শিষ্যকে সুযোগ না দিয়ে কি পারে?
কারো কাছ থেকে কোন কিছু পাবার সবচেয়ে বড় উপায় হলো - আপনি সম্পূর্ণ নিশ্চিত, সেই ব্যক্তি জিনিসটি আপনাকে দিবে। চাকুরীর ইন্টারভিউতে আপনার ভাবভঙ্গি যদি এমন হয় - চাকুরী পাব, নাকি পাবো না। তাহলে চাকুরী না পাবার সম্ভাবনা বেশী। আপনার ভাবভঙ্গি যদি এমন হয় - আমি চাকুরী পাবো। তাহলে আপনার চাকুরী পাবার সম্ভাবনা বেশী।
মনে রাখবেন, বেশী জানি, বেশী বুঝি, এমন ভাব করা যাবে না। কোন অবস্থাতেই, বসের চেয়ে বেশী বোঝা যাবে না।