১৮ তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি! ভালো করে বিজ্ঞপ্তিটা পড়ে বুঝে তারপর আবেদন করবেন। মনে রাখবেন ১ টা ভুলের কারণে এ সুযোগ হয়তবা আর সারাজীবনেও পাবেন না। ১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে কোন বয়সের কথা উল্লেখ করা নেই। এটাই বিগত সার্কুলার থেকে ১৮ তম সার্কুলার কে পৃথক করেছে। গভীর চিন্তাভাবনা করে ntrca এ কাজটি করেছে। আপনার বয়স যাইহোক; আপনি আবেদন ও পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন, সনদ দিলে সনদও অর্জন করতে পারবেন। তবে গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত বয়সসীমার মধ্যে বয়স না থাকলে চাকুরী হবে না! আবেদন করতে পারবে এইচএসসি পাশও৯ নভেম্বর থেকে আবেদন শুরু ৩০ নভেম্বর পর্যন্ত ।