Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !

IFIC Bank TSO Writen Question And Mark Distribution


IFIC Bank TSO Writen Question

EXAM Date: 12/05/2023
Time: 1 Hours 30 Min
Total marks: 100
1.Bangla Focus Writting (15): TSO তে কেন জয়েন করতে চান
2.English Focus Writting      
(10): IFIC recruitment process
3.B2E Translation (5): গিজার পিরামিড
4.E2B Translation (5): Bangabandhu Tunnel
5.B2E Word Meaning (5)
6.E2B Word Meaning (5)
7.Identify Tense (5)
8.Right Forms of verb (5)
9.Analytical ability (10)
10.Sentence Making (10)
11.Math 1ta Math (10):  
২০% সাইকোলজিস্ট ৬০% বায়োলজিস্ট আর ১২ জন ইকোনমিস্ট।  এদের মধ্যে  ২০ জন চশমা পড়ে। চশমা পড়ে না কত পার্সেন্ট।
+ 5ta math mcq (2*5=10)
12.Letter  (5): সংবাদপত্রে প্রকাশ "Misuse Of Park in Dhaka"

IFIC Bank TSO Writen Question

EXAM Date: 12/08/2023
Time: 1 Hours 30 Min
Total marks: 100
1.Bangla Focus Writting (15): মানুষের সাথে মিশতে পারার গুণাবলিকে আপনি কিভাবে দেখেন? ব্যাংকিং এ এর পাশাপাশি আর কি গুণ থাকা প্রয়োজন?
2.English Focus Writting      
(10): Why do you join as TSO?
3.B2E Translation (5): ফরাসি প্রবাদ "মে ডে মে ডে "
4.E2B Translation (5): Dengue Prevention BTI medicine
5.B2E Word Meaning (5)
6.E2B Word Meaning (5)
7.Identify Tense (5)
8.Right Forms of verb (5)
9.Analytical ability (10)
10.Sentence Making (10)
11.Math 1ta Math (10):  
শেয়ার সংক্রান্ত শতকরার একটা ম্যাথ
+ 5ta math mcq (2*5=10)
12.Letter  (5): সংবাদপত্রে প্রকাশ "Proper care of old monument in Dhaka"

Additional Links:




IFIC Bank TSO Writen Question

EXAM Date: February 2023
Time: 1 Hours 30 Min
Total marks: 100
১. তোমার প্রিয় অনুকরণীয় ব্যাক্তিত্ব সম্পর্কে একটি প্রবন্ধ লেখ।
২. বাংলা টু ইংরেজি ১০ টা শব্দার্থ
৩. English To Bengali Translation (কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে এলিভেটেড রোড নিয়া একটা অনুচ্ছেদ ছিল)
৪. Aptitude Test 4 টা ছিল
৫. ম্যাথ ২ টা ছিল ১০*১০
[ 1.The marked price of a product is X. The discount rate of the marked price is 20% for general customers. Again 10% discount for staff. If a staff buy this product which amount he have to pay for that products? Show in terms of X.
2. Shayla works 8 hours on Monday, Wednesday and Friday. She works 6 hours on another day. And she doesn't work on Saturday and Sunday. If she got 10800 Tk last week. Which amount she got for per hour in the last week.]
৬. Write three strengths and weakness of yourself. And explain how those affects on your future endeavors. How will you overcome your weakness?
৭. বাংলা থেকে ইংরেজি অনুবাদ আসছে ( অ্যালিস নামের একটা ছেলে ছিল তাকে একজন লেখক একটা বই গিফট করেছিল এই রিলেটেড)

৮. ১০ টা ইংরেজি শব্দ দিয়েছিলো যেগুলা দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছিল।
৯. ইংরেজি টু বাংলা শব্দার্থ
১০. Tense Correction ছিল ৫টা
১১.Right form of verbs ছিল ৫ টা
১২. Write a letter to your elder brother to share your excitement about to earn National debate championship.
[ প্রশ্নটা এরকম ছিল,, হবহু উল্লেখ করতে পারিনি হয়তো,,, যেহেতু প্রশ্ন তারা নিয়ে গেছিলো সবকিছু মনে নাই]

IFIC Bank TSO Writen Question

APTITUDE TEST:
1) CHEF : RESTAURANT ANS: TEACHER : SCHOOL
2) PETER IS IN THE EAST OF TOM AND TOM IS IN THE NORTH OF JOHN. MIKE IS IN THE SOUTH OF JOHN THEN IN WHICH DIRECTION OF PETER IS MIKE. ANS: SOUTH-WEST
3) ARRANGE THE WORDS GIVEN BELOW IN A MEANINGFUL SEQUENCE.
1.COTTON 2.PLANT 3.YARN 4.CLOTH 5.SHIRT
ANS: 2,1,3,4,5
4) WHAT ARE THE MISSING NUMBERS IN THIS SERIES, 15, 20, 24, 15, 28, 32 15, _, _, 15?​
ANS: 36,40
5) MARATHON IS TO RACE AS HIBERNATION IS TO:
ANS: SLEEP

Math Q:
1.A large tub is filled with 920 liters of gacolin and 1,800 liters of water. If `40%` of the water evaporates, what percent of the remaining liquid is water? Ans:54%
2.(ইংরেজিটা মনে নাই) একজন বিক্রেতা ২৫% লসে একটি টেবিল বিক্রয় করে ৩৭৫০ টাকায়। তাহলে ২০% লাভে করতে হলে টেবিলের বিক্রয়মূল্য কত হবে? Ans: 6000 tk

IFIC Bank TSO Previous Writen Exam Question

1) বাংলা রচনা - প্রিয় ব্যাক্তি
2) English essay - write about your 3 strengths and weaknesses.
3) ইংরেজী থেকে বাংলা অনুবাদ ( kishoreganj haor road project)
4) বাংলা থেকে ইংরেজী অনুবাদ (Alice in wonderland)
5) শব্দার্থ - voyage, raft, skeleton etc.
6) শব্দার্থ - সংকীর্ন, মুদ্রাস্ফীতি, সংকুচিত হওয়া ইত্যাদি
7) Tense (fill in the blanks and mcq)
😎 Analytical question ( 16,33,65,131,261,?) এরকম
9) math :
a) working 8 hours in 3 days and 6 hours in 2 days, a girl earns 10800 tk/week. What is her hourly salary?
b) cost price of a product is x tk. After 20% discount, the staffs of the shop gets additional 10% discount on the discounted price of the product. If a staff buys the product, what will be the cost of the product in terms of x?
সহজই ছিলো বলা যায়। সবার জন্য শুভকামনা।

Suggested Link:

Khairul's Advanced Math New Edition Book Download

About IFIC Bank TSO Writen Test - Candidate Talk

IFIC ব্যাংক এর লিখিত পরীক্ষা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন, তাই যথাসম্ভব এক্সপেরিয়েন্স শেয়ার করার চেস্টা করলাম-
সবগুলো প্রসেসের মধ্যে লিখিত পরীক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লিখিত পরীক্ষা।এখানে যে যত মার্ক্স তুলতে পারবে তার ফাইনালি সিলেক্ট হওয়ার চান্স ততই বেড়ে যাবে।
পরীক্ষার সময় দেড় ঘন্টা।ওরা যে প্রশ্ন দিবে সেখানেই উত্তর লিখে জমা দিয়ে দিতে হবে। নিজ জেলা তেই নিজ ঠিকানার আসেপাশের ব্রাঞ্চে দেয়ার চেষ্টা করে।এখন প্রশ্নের আসলে সুনির্দিষ্ট প্যাটার্ন নেই। এর আগের সার্কুলারে এক রকম ছিল,এবার পুরাই অন্য রকম ছিল। আমি নিজের পুরানো প্যাটার্ন ফলো করে গিয়ে পুরাই ধরা।কিচ্ছু আসেনাই কিচ্ছুনা।পুরাই থ হয়ে গেছিলাম। তো আমি যেহেতু এবার পরীক্ষা দিয়েছিলাম ,আশা রাখতে পারি এই সার্কুলারে প্যাটার্ন এমন ই থাকবে।
১. ইংরেজী রচনা= ১৫ নম্বর। এখানে খুব কঠিন কোন টপিক দেয়না।সাধারণ যে কোন টপিক দিবে।যেমন আমাদের সময় এসেছিল TSO এই কাজ গুলোর সাথে কিভাবে একমপ্লিশ করব।তার পরের বার এসেছিল করোনা ইস্যু নিয়ে। এমন ই নরমাল টপিক দিবে।আপ্নি কতটুকু গুছিয়ে লিখতে পারেন ,গ্রামাটিকাল মিস্টেক না করে সেটাই দেখবে এখানে।
২. বাংলা রচনা=১০ নম্বর। এখানেই সেইম ।সাধারণ বিষয়।যেমন ইতিহাস সৃষ্টিকারী ৫টি ঘটনা ,প্রিয় খেলা তার সুবিধা-অসুবিধা এই টাইপ এসেছিল।বাংলায় আর কি বলব। ফ্রী হ্যান্ড রাইটিং।ধুমায়া লেখবেন।
৩. অংক=২০ নাম্বার। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।এই অংশে যে ২০/২০ সিকিউরড করতে পারে তার আশা করি অন্যান্য অংশ নিয়ে মাথা না ঘামালেও চলবে। শতকরা,অনুপাত,লাভ-ক্ষতি, পার্টনারশিপ,সেট, মুনাফা-আসল ঘুরেফিরে এই টপিকগুলা থেকে আসে। প্রথমেই এই টপিকগুলা ধরে ধরে সকল সূত্র মুখস্ত করে ফেল্বেন।তারপর বিগত বিভিন্ন সরকারী-বেসরকারী পরীক্ষার লিখিত প্রশ্ন গুলা প্রাক্টিস করবেন। আমার কাছে যদি কমন পাওার টিপস চান ,আমি বলব ২০১৬/১৭/১৮ শুধু সরকারী ব্যাংকের লিখিত পরীক্ষার ম্যাথ প্রাক্টিস করেন বুঝে বুঝে।আশা করি কমন পেলেও পেতে পারেন। দয়া করে মুঘস্ত করবেন না।এতে হীতে বিপরীত হবে। অংক অবশ্যই বুঝে বুঝে করবেন।

৪. বঙ্গানুবাদ =.৫+৫=১০ নাম্বার। বাংলা থেকে ইংরেজী। আবার ইংরেজী থেকে বাংলা।এটা নিয়ে কোন মাথা ব্যাথা দেখানো লাগবেনা।প্রশ্ন মডারেট করে।আপ্নি মোটামুটি ইংরেজী পারলেই পারবেন।
৫. শব্দার্থ = ৫+৫=১০ নাম্বার। ১০টা বাংলা টু ইংরেজী আর ১০টা ইংরেজী টু বাংলা।মডারেট হবে।একদম সহজ ও না আবার কঠিন ও না।
৬. বাক্য গঠন = ১০ নাম্বার। ১০টা শব্ধ থেকে বাক্য গঠন করা লাগবে।
৭. ভুল সংশোধন =১০ নাম্বার।  গ্রামাটিকাল/টেন্সগত ভুল থাকবে।সেগুলা কারেক্ট করে লিখতে হবে। টেন্সের স্ট্রাকচার পারলেই সব পারবেন।
৮. মানসিক দক্ষতা= ১০ নাম্বার। মাত্র ৫টা টিক চিনহে ১০ নামাব্র।নামাব্র তুলার বিশাল সুযোগ। বিগত বিভিন্ন ব্যাংক পরীক্ষার প্রশ্ন সল্ভ করলে, কম পাওয়ার চান্স আছে।
৯. চিঠি=৫ নাম্বার। হতে পারে ব্যাক্তিগত চিঠি বা এলাকা সমস্যা নিয়ে চেয়ারম্যান বরাবর। ফরমেট দেখে দিবেন। কোনটা কিভাবে লিখতে হয়।ফরমেট ঠিক ঠাক্লেই ভাল মার্ক্স পাবেন।
এই হচ্ছে টোটাল ১০০ নাম্বারের পরীক্ষা। দেখতে কম মনে হলেও দেড় ঘ্নটায় শেষ করা একটু কস্টকর হয়ে যায়।তাই প্রথম থেকেই তাড়াতাড়ি করে লিখবেন।যেভাবেই হোক ফুল আন্সার করবেন।অংকে বেশি গুরুত্ব দিবেন। এটতে যত এগিয়ে থাকবেন তত বেশি সিলেক্ট হওার চান্স বাড়বে।
[[ বিঃদ্রঃ উপরের যা কিছু বললাম সম্পূর্ণ নিজের ব্যাক্তিগত অভিজ্ঞতার আলোকে বললাম।কমন না পড়লে আমি দায়ী থাকবনা। প্রশ্নের প্যাটার্ন ও পরিবর্তন হতেই পারে। সবার জন্য শুভকামনা ] 

See More IFIC Bank TSO Previous Writen Question - 2022 & 2021

IFIC Bank TSO Written Test Exam - January 2022 

IFIC Bank TSO Exam Previous Written Test Question - November 2021



IFIC Bank TSO Exam Previous Written Test Question - September 2021

IFIC Bank TSO Exam Previous Written Test Question - June 2021

IFIC Bnak TSO Previous Written Question - March 2021 and Mark Distribution

IFIC Bnak TSO Previous Written Question -2020

Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.