১. চাঁদের বুকে সফলভাবে অবতরণকৃত ভারতীয় মহাকাশযানের নাম কী?
উত্তর: চন্দ্রযান ৩।
২. চন্দ্রযান কত তারিখে চাঁদের বুকে অবতরণ কবে?
উত্তর: ২৩ আগষ্ট ২০২৩।
৩. ভারতের চন্দ্রযান-৩ চাঁদের কোন মেরুতে অবতরণ করে? উত্তর: দক্ষিণ মেরুতে।
৪. কততম দেশ হিসেবে ভারতের মহাকশযান চাঁদের মাটি স্পর্শ করে? উত্তর: চতুর্থ (রাশিয়া, আমেরিকা, চীনের পর)।
ক্রীড়াঙ্গন বিশ্বকাপ ক্রিকেট ২০২৩
১. বিশ্বকাপ ক্রিকেটে ২০২৩ আয়োজক দেশ? উত্তর: ভারত (অংশগ্রহণকারী দেশের সংখ্যা-১০)।
২. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর লোগোর নাম কী?
উত্তর: নভরাসা।
৩. বিশ্বকাপ ক্রিকেট- ২০২৩ এর মাসকট এর নাম?
উত্তর: ছেলে মাসকট 'টঙ্ক' মেয়ে মাসকট 'রেজ' ৪. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর অফিসিয়াল থিমসং কী? উত্তর: দিল জশন বোলে।
৫. বিশ্বকাপ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিক কে? উত্তর: এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)।
৬. বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতা দলের নাম কী?
উত্তর: পাকিস্থান ৩৪৪ রান (বিপক্ষ শ্রীলংকা)
৭. প্রথম বাংলাদেশি হিসেবে ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশের কোন অ্যাম্পায়ার?
উত্তর: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
৮. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে? উত্তর: আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
৯. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচ কত তারিখে অনুষ্ঠিত হবে? উত্তর: ১৯ নভেম্বর ২০২৩।
১. বাংলাদেশকে বিশ্বকাপ ক্রিকেটে নেতৃত্বদানকারী অধিনায়কের নাম কী?
উত্তর: সাকিব আল হাসান।
২. আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস কোন দলের? উত্তর: নেপাল ৩২৪ রান (মঙ্গোলিয়ার বিপক্ষে)।
৩. আর্ন্তজাতিক টি২০ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন কে? উত্তর: দীপেন্দ্র সিং (৯ বলে)।
৪. আর্ন্তজাতিক টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক কে? উত্তর: কুশাল মাল্লা (৩৪ বলে)।
৫. ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কোন খেলোয়াড়? উত্তর: সুনীল নারাইন।
৬. ইউএস ওপেন ২০২৩-এ পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? উত্তর: নোভাক জোকোভিচ।
৭. ইউএস ওপেন ২০২৩-এ নারী এককে চ্যাম্পিয়ন কে? উত্তর: কোকো গফ।
৮. ১৯তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তর: চীনে।
নারী বিশ্বকাপ ফুটবল-২০২৩
১. ফিফা নারী বিশ্বকাপ-২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে।
২. ২০২৩ সালের নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তর: স্পেন (ইংল্যান্ডকে হারিয়ে)।
৩. ফিফা নারী বিশ্বকাপ-২০২৩ এ গোল্ডেন বল লাভ করে কোন খেলোয়াড়? উত্তর: আইভানা বোনমাতি (স্পেন)।
এশিয়া কাপ ক্রিকেট- ২০২৩
১. এশিয়া কাপ ক্রিকেট আয়োজক দেশের নাম কী?
উত্তর: পাকিস্থান এবং শ্রীলংকা।
২. এশিয়া কাপে সর্বপ্রথম অংশগ্রহণকারী দেশের নাম কী?
উত্তর: নেপাল।
৩. ১৬তম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর: ভারত (শ্রীলংকাকে ১০ উইকেটে হারিয়ে)।