৪. অর্থনীতিকে কত সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়?
উত্তর: ১৯৬৯ সালে।
৫. বর্তমানে কয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়? উত্তর: ৬টি।
৬. শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি?
উত্তর: নোবেল কমিটি অব দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট।
৭. পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি? উত্তর: রয়েল সুইডশ একাডেমি অব সাইন্সেস।
৮. সাহেত্যে নোবেল পুরস্কার ঘোষাণা করে কোন কমিটি?
উত্তর: সুইডিশ একাডেমি।
৯. নোবেল পুরস্কারের অর্থমূল্য কত?
উত্তর: ১ কোটি সুইডিশ ক্রোনার।
১০. শান্তিতে সর্বাধিক তিন বার নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা?
উত্তর: রেড ক্রস।