৩০. দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী?
উত্তর: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
৩১. দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্ধোধন করা হয় কবে?
উত্তর: ২ সেপ্টেম্বর ২০২৩।
৩২. বাংলাদেশের ইসি'র সর্বশেষ নিবন্ধনকৃত রাজনৈতিক দল কয়টি ও কী কী?
উত্তর: দুটি। নাম: বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (BNM) ও বাংলাদেশ সুপ্রিম
পার্টি (BSP)।
৩৩. বর্তমানে বাংলাদেশে ইসি'র নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
উত্তর: ৪৪টি।
৩৪. বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের নতুন নাম কী?
উত্তর: সাইবার নিরাপত্তা আইন।
৩৫. বাংলাদেশের ১৭তম বা সর্বশেষ জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত পণ্যের নাম কী? উত্তর: নাটোরের কাঁচাগোল্লা।
৩৬. নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার মূল কারিগরের নাম কী?
উত্তর: মধুসূদন পাল।
৩৭. বাংলাদেশের বৃহত্তম সৌর বিদ্যুৎকেন্দ্রের নাম কী?
উত্তর: ভিস্তা সোলার লিমিটেড।
৩৮. জনতা ব্যাংক লিমিটেডের নতুন নাম কী?
উত্তর: জনতা ব্যাংক পিএলসি।
সর্বজনীন পেনশন ব্যবস্থা
১. বাংলাদেশে কত তারিখে সর্বজনীন পেনশন ব্যবস্থা করে উদ্ধোধন করা হয়?
উত্তর: ১৭ আগষ্ট 2023।
২. সর্বজনীন পেনশন ব্যবস্থায় কয়টা স্কীম?
উত্তর: ৪টি (প্রগতি, সুরক্ষা, সমতা এবং প্রবাস)
৩. প্রবাসীদের জন্য চালুকৃত পেনশন স্কীমের নাম কী? উত্তর: প্রবাস পেনশন স্কীম।
আর্ন্তজাতিক
১. সম্প্রতি ইসরায়েলে হামাস পরিচালিত অভিযানের নাম কী? উত্তর: অপারেশন আল-আকসা ফ্লাড।
সূর্যে গবেষণার জন্য পাঠানো ভারতের মহাকাশযানের নাম কী? উত্তর: আদিত্য এল-১
৩. 'গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার' এর তথ্যানুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয়
নেতা কে?
উত্তর: নরেন্দ্র মোদি।
৪. জি-২০ এর সর্বশেষ সদস্য কে?
উত্তর: আফ্রিকান ইউনিয়ন (২১তম সদস্য)
৫. জি-২০ এর ২০২৩ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর:নয়া দিল্লী, ভারত।
৬. জি-২০এর ২০২৪ সালের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: রিউও জেনেরিও, ব্রাজিল।
৭. ইউনেস্কো ঘোষিত ভারতের বিশ্ব ঐতিত্যের স্বীকৃতিপ্রাপ্ত সর্বশেষ প্রতিষ্ঠানের নাম কী? উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন
৮. মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের নাম কী ?
উত্তর: মোহামেদ মুইঞ্জু।
৯. আর এস-৮ সারামাত কোন দেশের ক্ষেপণাস্ত্র?
উত্তর: রাশিয়া।
১০. ইসরাইলে আঘাত হানতে সক্ষম ইরানের উম্মোচনকৃত নতুন ড্রোনের নাম কী? উত্তর: মোহাজের ১০।
১১. ১৫ তম BRICS কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা।
১২. চাঁদের বুকে অবতরণের সময় ধ্বংসপ্রাপ্ত রাশিয়ার মহাকাশযানের নাম কী?
উত্তর: লুনা ২৫।
১৩. বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা-২০২৩ অনুযায়ী তৈরি পোশাক রপ্তনিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
১৪. বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা-২০২৩ অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ২য়।
১৫. বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা-২০২৩ অনুযায়ী রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন (আমদানিতে যুক্তরাষ্ট্র)
১৬. থাইল্যান্ডের নির্বাচিত নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: স্লেথা থাভিসিন।
Posts