41Th BCS Preliminary Question
BCS Preliminary Analysis Book
Professors Job Solution New Edition
৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার বাংলা অংশের সমাধান
১। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস
= চোখের বালি
২। জেল জীবন কেন্দ্রিক উপন্যাস
= গঙ্গা
৩। ডিঙি টেনে বের করতে হবে । কোন ধরনের ব্যাকের উদাহরণ
= ভাববাচ্য
৪। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত
= সমরেশ মজুমদার
৫। পরানের গহীন ভিতর –কাব্যের রচয়িতা
= সৈয়দ শামসুল হক
৬। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা
= স্মৃতিস্তম্ভ
৭। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো – এ বাক্য কোন ধরনের
=নির্দেশাত্মক
৮। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নমই
= বাক্যতত্ত্ব
৯। কোন বানানটি শুদ্ধ
= মনঃকষ্ট
১০। প্রচুর+ য= প্রাচুর্য কোন প্রত্যয়
= তদ্ধিত
১১। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রুপ
= ফলা
১২। পাচলিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল
= দাশরথি
১৩। চারণকবি হিসেবে বিখ্যাত কে ?
= মুকুন্দদাস
১৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ’নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র
= চারুলতা
১৫। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ
= শশব্যস্ত
১৬। অপিনিহিতির উদাহরণ কোনটি
= আজি> আইজ
১৭। কুসীদজীবী বলতে বোঝায়
= সুদখোর
১৮। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি
= আলুনি
১৯। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
= রামচন্দ্র বিদ্যাবাগীশ
২০। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান
= সৈয়দ শামসুল হক
২১। সব কিছু নষ্টদের অধিকারে যাবে- গ্রন্থটির রচয়িতা কে ?
= হুমায়ুন আজাদ
২২। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক
= কী চাহ হে শঙ্কচিল
২৩। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি ?
= নাঢ়াই – শওকত আলী
২৪। কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে বৃটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে । কোন বইটি বাজেয়াপ্ত হয় ?
= বিশেষ বাঁশি
২৫। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা ১৯৭২ সালে প্রকাশিত হয় । উপন্যাসটির নাম কী ?
= ১৯৭১
২৬।সোমেত্ত শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে
= সমর্থ
২৭। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে ?
= অক্ষর
২৮। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন
= ক্লিনটন বি সিলি
২৯। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন – এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ হবে
= বাবা ছেলেকে বললেন, ‘’তুমি দীর্ঘজীবী হও’’ ।
৩০। চর্যাপদের টীকাকারের নাম কী ?
= মুনিদত্ত
৩১। কোন বানানটি শুদ্ধ ?
= স্বত্ব
৩২। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস
= চিলেকোটার সিপাই ।
৩৩। জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে
= শ্রীচৈতন্যদেব
৩৪। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়
= কুষ্ঠিয়া জেলা র কুমার খালী
৩৫। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপচার্য পদত্যাগ করেছিলেন ?
= বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে