skip
Thursday , June 1 2023

Professors Faculty Based Govt + Private Bank Job Solution 2021

আমাদের ওয়েবসাইট থেকে প্রফেসর সিরিজের সকল বই খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন । এই ওয়েবসাইটে প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি চাকরির পরীক্ষা প্রশ্ন ও সমাধান সম্প্রীতি ব্যাংক পরীক্ষার প্রশ্ন ও সমাধান এছাড়াও সম্প্রতি সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান সংক্রান্ত সকল বইয়ের পিডিএফ নিয়মিত প্রকাশ করা হয় । এগুলো আমরা সাধারণত গুগল ড্রাইভে সরবরাহ করে এবং উক্ত লিংক আপনাদের সাথে শেয়ার করি । যাতে করে খুব সহজে এবং খুব দ্রুত ডাউনলোড করা সম্ভব হয় আমাদের ওয়েবসাইটে সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক বইয়ের পিডিএফ পাবেন । শুধু একটু সময় নিয়ে সম্পূর্ণ ওয়েবসাইটটি ঘুরে দেখুন অথবা ওয়েবসাইটের নিজস্ব সার্চ বক্স আছে সেখানে চার্জ করুন আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন ।

যেহেতু ২০০৯ সাল থেকে আমাদের ওয়েবসাইট সক্রিয়ভাবে চালু আছে সেজন্য আমাদের কনটেন্ট কালেকশন তুলনামূলক বেশি পুরাতন থেকে শুরু করে নতুন কনটেন্ট পাবেন যেমন কারেন্ট অ্যাফেয়ার্স আপনি চাইলে পুরাতন নতুন উভয় ধরনের কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন ।

এছাড়াও বর্তমানে আমাদের কনটেন্ট রাইটারগন ব্যাংক জব সলিউশন সহ অন্যান্য যেকোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক বেশ উপযোগী কন্টেন্ট পাবলিশ করে থাকে । চলতি বছরে আমাদের ওয়েবসাইটে নতুন একটি অপশন সংযোজন করা হয় যেখানে আপনি নিজেই আপনার কনটেন্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন । শুধু তাই নয় আপনার এই পাবলিকৃত কনটেন্ট থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন বিস্তারিত দেখুন ।

কিভাবে ডাউনলোড করবেন ?

আমাদের ওয়েবসাইটে যেকোনো ফাইল ডাউনলোড করার জন্য সরাসরি ডাউনলোড অপশন পাবেন । কিছু কিছু ক্ষেত্রে ডাউনলোড বাটনে ক্লিক করার পরে সম্পূর্ণরূপে পাওয়ার জন্য হয়তোবা আপনাকে ৩০ সেকেন্ড সময় দেখাবে নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করবেন ডাউনলোড বাটন আপনার সামনে দৃশ্যমান হবে ‌ তারপর ডাউনলোড নাও লেখাটির উপর ক্লিক করলেই আপনার কাঙ্খিত ফাইলটি ডাউনলোড হয়ে যাবে ।

অনেকেই মনে করতে পারেন এটাতো ২০২৩ সাল এখন ২০২১ সিরিজের বই দিয়ে কি হবে । আপনারা জানেন করোনা কালীন সময়ে সকল প্রকার লেখাপড়া ও পরিক্ষা বন্ধ ছিলো আর করোনা পরবর্তি সময়ে খুব বেশি চাকরির পরীক্ষা হয়নি যাতেকরে শুধু মাত্র ২০২৩ একক ভাবে পাবলিশ হবে । আর যদি পাবলিশ হয় সেটাতেও খুব বেশি পরিমানে ২০২০, ২০২১, ২০২২ সনের প্রশ্ন ও ও সমাধান পাবেন এটাই স্বাভাবিক ।  আমাদের সাইট থেকে এই বইটা ডাউনলোড করে নিবেন এবং এর সাথে আরো একটি বই সংগ্রহ করে নিতে পারেন সেটা হলো

Faculty Based Recent Govt. Bank Job Solution 2017 to 2019

 

এই দুটি বই থাকলে মোটামুটি ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত ব্যাংক চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান পেয়ে যাবেন ।

এবার চলুন কথাবলি ২০২৩ সাল নিয়ে হ্যাঁ চলতি বছরের বই পাবেন খুব শিঘ্রই আমাদের সাইটেই পাবলিশ হবে সেজন্য পর্যাপ্ত পরীক্ষা হতে দিন । চলতি বছরের জুন বা জুলাই নাগাদ এই বছরের একক বই পাবেন হয়তো নিয়মিত আমাদের সাইটে ভিজিট করুন পেয়ে যাবেন ।

 





Download Now !
Click to Download



📢 Why is the download timer given ? “Download Will appear after 30 seconds” Help-1: If You are faching any problem to Download This file please comment below on Blogger Comment Box. We also Provide Media Fire Link. Please Go Forword To Download. Download Now! Just Click on the download button. Please Help Others By Sharing each files. Share To other students. Don’t Forget to Comment on our site because Our all post uploaded according to your valuable comment. Help-2: If You are faching any problem to Download This file please comment below on Blogger Comment Box. We also Provide Media Fire Link. Please Go Forword To Download.

ব্যাংক প্রিলির প্রিপারেশন (নতুনদের জন্য):
প্রথমে এক সেট প্রিভিয়াস এয়ার বই কিনে নিবেন। শুরু থেকে শেষ করবেন। একটা সরকারি ব্যাংক জবের জন্য আর একটা বেসরকারি ব্যাংক জবের জন্য। এই গুলা পড়ার পর আপনার কোথায় ঘাটতি আছে তা আপনি বুঝতে পারবেন। তারপর সেই অনুযায়ী ওই টাইপের আলাদা বই কিনে পড়ে ফেলবেন। যেমন- ম্যাথে দুর্বল হলে আলাদা একটা ম্যাথ বই নিবেন এবং সেটা চ্যাপ্টার অনুযায়ী শেষ করবেন।

প্রিলির জন্য কি কি বই কিনবেন:
১. Govt. Bank job guide (Professors)
২. Private bank job guide (Professors)
৩. Arifurs vocabulary
৪. খাইরুলস basic math
৫. MP3 Bangla and GK and Computer
৬. Masters English
৭. কারেন্ট এফেয়ার্স

প্রথমে বলে রাখি ব্যাংকের এক্সাম বিভিন্ন University এর বিভিন্ন ডিপার্টমেন্ট নেয়। যেমন ঢাকা Universityর Arts faculty, Social Science faculty, Business faculty, Management faculty, IBA and BIBM ও AUST।

এইবার আসল কথায় আসি। প্রথমে কোন ব্যাংকের এক্সাম কোন ডিপার্টমেন্ট নিবে সেটা জানতে হবে। বিভিন্ন Fb গ্রুপ ঘাটলে এই ব্যাপারে জানতে পারবেন। সেই ডিপার্টমেন্ট এর পূর্বের এক্সামের সব প্রশ্ন মুখস্ত করে ফেলবেন, মানে প্র্যাক্টিস করবেন। তারপর আপনি বুঝতে পারবেন কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়। তারপর সেই অনুযায়ী বই থেকে ওই অধ্যায় ভিত্তিক ভালোভাবে পড়ে নিবেন। যেগুলো একদম বুঝেন না তা বাদ দিবেন। সব প্রশ্ন সিরিয়াসলি নিবেন না। প্রিলি পাশ করতে আপনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে না। এতো এতো ওয়েবসাইট ঘেঁটে কোনো লাভ নেই। সব ওয়েবসাইট ঘেঁটে নিজের মাথাকে জটিল করবেন না। চোখ কান খোলা রাখুন আর নিজের উপর বিশ্বাস রাখুন।

যতবেশি পূর্বের প্রশ্ন সলভ করবেন ততবেশি নিজের দুর্বলতা বুঝতে পারবেন। পূর্বের প্রশ্নগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে ওনারা করে থাকে। ওখানেই ওয়েবসাইটের প্রশ্ন পেয়ে যাবেন আর যা পাবেন না বলে মনে হয় তা বাদ দিন। সব প্রশ্ন পারতে হয় না প্রিলির জন্য।

প্রশ্ন সলভ করার সময় কয়েকটা খাতা বানাবেন। যেইগুলো একটু কঠিন মনে হয় কিন্তু বারবার আসে তা আপনি নোট করে রাখবেন।

১. বাংলা খাতা
২. ইংরেজি খাতা
৩. GK খাতা
৪. কম্পিউটার খাতা
কঠিন বিষয়গুলো নোট করবেন এখানে। এক্সামের পূর্বে দেখে যাবেন। অবশ্যই করবেন। অনেক কাজে দিবে।

গ্যাপ দিয়ে পড়াশুনা করবেন না। কোমর বেঁধে পড়তে বসবেন। একটা ইয়ার টার্গেট করেন। নিজের যথাসাধ্য শ্রমটুকু দেন। মনে রাখবেন সবকিছু বৃথা যায় শ্রম যায় না। শ্রম আপনার প্রাপ্য আপনাকে এনে দিবে হোক তা আগে বা পরে। ছোট বড়ো সবার থেকে জানার চেষ্টা করবেন। আমি কিন্তু আমার অনেক জুনিয়রদের নিকট থেকে অনেক কিছু শিখেছি। শিক্ষার জন্য ছোট বড়ো হয় না। রিটেনের জন্য অন্য একদিন লিখবো। হ্যাপি জার্নি।
Courtesy :
কৃষ্ণ ঘোষ
সিনিয়র অফিসার (জনতা ব্যাংক লিমিটেড)

এই ওয়েবসাইটের একজন লেখক হব কিভাবে ?

খুবই সহজ শুধুমাত্র উপরের মেনু অপশন থেকে রেজিস্টার অপশনটি নিয়ে আসুন তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিন এরপর আপনি নিজেই আপনার লিখিত কনটেন্টগুলো এখানে পাবলিশ করতে পারবেন কোন প্রকার অ্যাপ্রুভ প্রয়োজন হবে না । আমাদের ওয়েবসাইটে যা কিছু পাবেন সবকিছু সম্পূর্ণ ফ্রি যেগুলোকে আমরা সাধারণত ওপেন সোর্স বলে থাকি । এছাড়াও আপনি যদি রেজিস্টার মেম্বার হয়ে থাকেন সে ক্ষেত্রে বেশ কিছু সুবিধা পাবেন যেমন লাইফ টাইম জব এক্সাম এলার্ট সম্পূর্ণ ফ্রি নিয়ে আপনার নিজস্ব কনটেন্ট এখানে পাবলিশ করতে পারবেন । চলুন ধরে নিয়ে যাক আপনার নিজস্ব একটি ওয়েবসাইট আছে আপনি আপনার ওয়েবসাইটে নিয়মিত ভিজিটর পাচ্ছেন না সে ক্ষেত্রে আপনি আমাদের ওয়েবসাইটে আপনার কনটেন্ট গুলো পাবলিশ করুন এবং কনটেন্ট এর মধ্যে অথবা যেখানে আপনার সুবিধা মনে হয় সেখানে আপনার ওয়েবসাইটের লিংকটি সংযুক্ত করুন দেখবেন আপনার ওয়েবসাইটের ভিজিট বেড়ে যাবে ।‌‌

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !