skip
Monday , June 5 2023

How to write an article in proper way

কিভাবে সঠিক উপায়ে একটি নিবন্ধ লিখতে হয়

একটি আদর্শ আর্টিকেল অবশ্যই ১৫০০ থেকে 2000 শব্দের মধ্যে হতে হবে । সাধারণত পর্যাপ্ত ওয়ার্ড না থাকলে গুগোল অ্যাডসেন্স অ্যাড দৃশ্যমান হয় না ।

যেহেতু আপনার ওয়েবসাইট থেকে আপনি অর্থ উপার্জন করবেন তাই আর্টিকেল লেখার পূর্বে আপনাকে অবশ্যই ভাবতে হবে আর্টিকেলটি কিভাবে পরিপাটি সুন্দর ও গ্রহণযোগ্য করে তোলা যায় ।
আর্টিকেলে সহজ ভাষা ব্যবহার করতে হবে
আপনার ইচ্ছা অনুযায়ী বাংলা অথবা ইংরেজিতে আর্টিকেল লিখতে পারেন
বানান ভুল এর বিষয়টা লক্ষ রাখতে হবে
শিরোনামের সাথে মিল রেখে আর্টিকেল লিখতে হবে
সরাসরি কোন ওয়েবসাইট থেকে কপি-পেস্ট করা যাবে না (অ্যাডসেন্স অ্যাপ্রভাল সমস্যা হবে)
সঠিক নিয়ম অনুসারে কিভাবে আর্টিকেল লিখবেন ?
আর্টিকেল এর শুরুতে আপনি কি সম্পর্কে আর্টিকেল লিখছেন এটির একটি মেজর হেডিং শিরোনাম ব্যবহার করুন
এভাবে পর্যায়ক্রমে মাইনুল হেডিং ব্যবহার করবেন
আর্টিকেলটি যাবে সৌন্দর্য ও গ্রহণযোগ্য হয় এর জন্য আর্টিকেল এর মধ্যে ফটো ব্যবহার করতে পারেন তবে সেটা কপিরাইট আইন মেনে (এখানে দেখুন)
আপনার আর্টিকেলটি সহজেই বোঝা যায কারণ আর্টিকেলটি পড়ে কারো বুঝতে সমস্যা হলে সে আপনার সাইট থেকে বের হয়ে যাবে , এক্ষেত্রে আপনি একজন ভিজিটর হারাবেন ।
ধরা যাক আপনি শিরোনামে লিখেছেন
“বাংলাদেশের কিছু ঐতিহাসিক স্থান”
এক্ষেত্রে আপনার উদ্দেশ্য হবে বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো পর্যায়ক্রমে তুলে ধরা
অপ্রাসঙ্গিক কোন কিছু দেওয়া যাবে না
ভুল তথ্য প্রদান করা থেকে বিরত থাকুন, আর্টিকেলে ভুল তথ্য থাকলে এবং আপনার ভিজিটর পড়ার সময় ভুলতে বুঝতে পারলে পরবর্তীতে সে কখনো ই আপনার সাইটে ফিরে আসবেনা ।
আর্টিকেলটি সুন্দর করে তুলতে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে পারেন যেমন:
প্রয়োজন অনুসারে পয়েন্ট ব্যবহার করতে পারেন
টেবিল ব্যবহার করতে পারেন
প্রয়োজনীয় লাইনে ফন্ট কালার পরিবর্তন করতে পারেন
কোন ভাষায় আর্টিকেল লিখলে বেশি ভালো হয় ?
অবশ্যই ইংরেজি ভাষা হলে ভালো হয় কারণ এটি আন্তর্জাতিক ভাষা, এক্ষেত্রে যে কোন দেশে মানুষ আপনার আর্টিকেলটি সহজেই পড়তে পারবে । বাংলায় লেখা আর্টিকেল শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক বা বাংলা ভাষা জানেন এমন মানুষের মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে ।
চাইলে বাংলাতে আর্টিকেল লিখতে পারেন এক্ষেত্রে অ্যাডসেন্স কোন ঝামেলা করবে না ,
প্রয়োজন অনুসারে আর্টিকেল মধ্যে লিংক ব্যবহার করলে ভাল হয় এতে আপনি আরেকটু সময় পেয়ে যাবেন আপনার ভিজিটর কে ধরে রাখার জন্য ।
আর্টিকেল এর শুরুতে অ্যাডসেন্স অ্যাড ব্যবহার করবেন না এতে ভিজিটররা শুরুতে বিরক্ত হয়ে যাবে । একটি আর্টিকেল একাধিকবার অ্যাড ব্যবহার করবেন না ।
আর্টিকেল গুরুত্বপূর্ণ কোন লিংক দিয়ে থাকলে ঠিক এর এর অ্যাড ব্যবহার করতে পারেন এক্ষেত্রে এডে ক্লিক পরার সম্ভবনা বেড়ে যাবে ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !