অংশীদারী হিসাব এর উপাদানসমূহ –
১. লাভ-লোকসান বণ্টন হিসাব
২. অংশীদারদের মূলধন হিসাব
৩. চলতি হিসাব (শুধুমাত্র স্থিতিশীল পদ্ধতিতে প্রযোজ্য)
লাভ-লোকসান বণ্টন হিসাব : যে হিসাবের মাধ্যমে অংশীদারগণ ব্যবসায়ের নীট মুনাফা হতে বণ্টনযোগ্য মুনাফা বা ক্ষতি চুক্তি অনুযায়ী বণ্টন করে নেয়, তাকে লাভ-লোকসান বণ্টন হিসাব বলে। ব্যবসায়ের লাভ-লোকসান হিসাব প্রস্তুত করার পর লাভ-লোকসান বণ্টন হিসাব প্রস্তুত করা হয়।
অংশীদারদের মূলধন হিসাব : যে হিসাবের মাধ্যমে ব্যবসায়ের অংশীদারগণের মূলধনের জের জানা যায়, তাকে অংশীদারদের মূলধন হিসাব বলে। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে ব্যবসায় অংশীদারদের মধ্যে সংঘটিত যাবতীয় লেনদেনসমূহ এ হিসাবে হিসাবভুক্ত করা হয়।
চলতি হিসাব : স্থিতিশীল বা স্থির মূলধন পদ্ধতিতে মূলধন ব্যতীত ব্যবসায় ও অংশীদারদের মধ্যে বাকি সকল সমন্বয়সমূহ এ হিসাবে লিপিবদ্ধ করা হয়।
এই বিষয়ে ফলাফল ভালো করতে হলে এই অধ্যায় গুলো ভালো করে শিক্ষতে হবে –
হিসাববিজ্ঞান ২য় পত্র
২। অব্যবসায়ি প্রতিষ্ঠানের হিসাব
i. কারবারি/ ব্যবসাহিক হিসাব (উদ্বির্তপত্র)
+ প্রারম্ভিক মূলধন নির্ণয়
+ আয়- ব্যায় হিসাব
+ উদ্বির্তপত্র
ii. পেশাদারির হিসাব
+ মোট চাঁদার পরিমান নির্ণয়
+ প্রাপ্তি ও প্রদান হিসাব
+ আয়- ব্যায় হিসাব
+ উদ্বির্তপত্র
৩। অংশীদারি হিসাব
+ লাভ – লোকসান আবণ্টন হিসাব
+ অংশীদাদের মূলধন হিসাব
৪। নগদ প্রবাহ বিবরণী
+ নগদ প্রবাহ বিবরণী
৫। অনুপাত বিশ্লেষণ
৬। উৎপাদন ব্যায়
৭। মজুদ পন্য হিসাবরক্ষণ
+ LIFO
+ FIFO
+ Average
৮। ব্যায় ও ব্যায়ের শ্রেনী বিভাগ
৯। বেতন ও মজুরি
+ বেতন ও মজুরি বিবরণী
More HSC Related:
- HSC Accounting 2nd Paper ( অধ্যায়ঃ আর্থিক বিবরণী বিশ্লেষণ, ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান পরিচিতি )
- HSC Finance first paper অধ্যায়ঃ ঝুঁকি ও আয়ের হার (Risk Free Rate Of Return) – Jhuki O Ayer har Sohoj Somadhan
- HSC Accounting 1st Paper ( রেওয়ামিল সহজ সমাধান ) Reowamil – Trial Balance
- HSC Finance Math Formula For All Chapter – Test Paper Format
- HSC Accounting 1st & 2nd Paper important formula
- HSC Finance first paper – muldhon bay – Simply Solution Of Cost of capital | ফাইনাঞ্চ ১ম পত্র – অধ্যায় : মূলধন ব্যায় ( সহজ সমাধান )
- HSC Accounting 2nd Paper – Ongshidari hisab – Partnership Account
- HSC Result 2019 | HSC Result 2019 Simply Search your result
- HSC হিসাববিজ্ঞান – অধ্যায় : ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান পরিচিতি | সহজ সমাধান ও সৃজনশীল অংক
- HSC Accounting – VAT Calculation
- HSC Accounting – দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ ( সহজ সমাধান )
- HSC Accounting 2nd paper easy technique of Cash Flow Statement
- HSC Accounting 1st Paper Solution – Chapter – 08 – Tangible and Intangible assets | Full Solution In One Math | Shortcut Basis And Advance Solution Of Full Chapter
- HSC Finance Math Formulla For All Chapter
- HSC Accounting 2nd paper – Ongshedari hisab ( chapter – partnership )
- HSC Finance first paper ( Lesson – Dirghomeyadi Orthaion )
- HSC Accounting 2nd paper easy technique of salary statement
- HSC finance first paper math permanent solution and crack