skip
Friday , June 2 2023

HSC finance first paper math permanent solution and crack

HSC EXAM – 2018
অর্থায়ন ১ম পত্র
যারা একটু কম পারেন তাদের জন্য এবং যারা ভালো পারেন তারা এগুলো করতে পারলে আরো ভালো হবে ।
প্রথমে বলে রাখি অংক জাতীয় সকল বিষয় অবিকল কমন আসে না তাই এই বিষয়টি করবেন একটু কৌশলের সাথে । আপনার সব অধ্যায় করা লাগবে এমন নয় যে অধ্যায়টি করবেন ভালো করে বুঝে করবেন ।
যাতে যেকোনো ভাবে দিলেই আপনি পারবেন । আমার ছাত্রদের আমি যেভাবে করিয়েছি সেগুলো আপনার সুবিধার্থে দেখে নিন।
একটা কথা বলে রাখি Finance এর অংক বেশ কিছু ভাবে করা যেতে পারে তাই কখনো নিয়ম বদলাতে যাবেন না আপনার স্যার যেভাবে করিয়েছে ঐভাবে নিয়মিত চর্চা করুন এবং আপনি সারা বছর যেভাবে যে নিয়মে করেছেন ঠিক exam এর সময় ঐভাবেই করবেন ।
জেনে রাখা ভালো অর্থায়ন পরিক্ষার সময় অংক করতে গিয়ে কি কি সমস্যা হয় –
১. অংকের ছক বা নিয়ম ভুলে যাওয়া ( আপনার বোঝর অভাব)
২. সুত্র মনে না পরা ( চর্চার অভাব)

অর্থায়ন পরিক্ষায় এই কাজটি কখনোই করবেন না –
অংকটি একবার পড়েই করতে শুরু করে দিবেন না । ভালো করে পরবেন ।-
মনে রাখবেন অর্থায়ন বিষয়ের অংক করতে সময় কম লাগে ।
আপনি পারলে দেখবেন একটি অংক কত দ্রুত হয় আর না পারলে সারাদিনেও হবে না ।
তাই প্রথমে ভালো করে পড়ে নিন এবং ঐ অংকে কি কি আছে ভালো করে দেখে নিন ।
এবং নিশ্চিত হয়ে নিবেন আপনার সূত্রে ঠিক ঐ একই উপাদান আছে ।

অর্থায়ন বিষয়ে কিভাবে ভালো ফলেফল করবো ?এবং ৮০% মার্ক পাবো ?
> এগুলো তাদের জন্য সম্ভব যারা সারা বছর ধরে অংক চর্চা করেছেন । যারা চর্চা করেননি৭ তাদের জন্য একটু কষ্টকর কিন্তু অসম্ভব না । তারাও একটু চেষ্টা করলে হতেই পারে ।
প্রাথমিক সাজেশন : বিগত বছরের বোর্ডের অংক করবেন ২০১৫, ২০১৬ এবং ২০১৭ তে কিভাবে এসেছিলো দেখবেন । কমন পাবার আশাই থাকবেন না নিয়োম শিখুন ।
টেস্ট পেপার : যাদের আছে তারা ঢাকার সকল কলেজ গুলো করবেন । এছারাও সৃজনশীল প্রশ্ন : (ক, খ) তে লিখিত প্রশ্ন থাকতে পারে তাই ঐগুলো ভালো করে পরবেন।
টিক : বোর্ডে র ও টেস্ট পেপার এর টিকের সমাধান নিজে নিজে করুন ( পারবেন )
যারা  একদম দুর্বল বা একটু কম পারেন তারা এখানে দেখুন
continue reading…

More HSC Related:

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !