ফাইনাল ভাইভাঃ ফাইনাল ভাইভা তেও তেমন প্রশ্ন করেনা। কথা বলার স্টাইল আর ড্রেস আপ শুধু দেখে(এটা আমার ধারনা)। আমাকে শুধু আমি কি করি আর আমার বাবা কি করে জিজ্ঞেস করে। আর বর্তমান জব সম্পর্কে জেনেছে । মাত্র ২ মিনিটে খেল খতম।
তবে ভালোকরে প্রস্তুতি নিয়ে যেতে হবে । একজনকে কম প্রশ্ন করেছে এর অর্থ আপনাকেউ যে কম করবে তা নয় তাই আপনার প্রস্তুতি ভালো থাকা দরকার ।
তবে একটা বিষয় এর ওপড় বেশি গুরুপ্ত দিতে হবে সেটা আপনার পোশাক । অবশ্যই ফরমাল ড্রেস পরে যাবেন সাথে টাই ও ব্লেজার হলে ভালো হয় । যদি ব্লেজার না থাকে তবে ফরমাল এর সাথে টাই পড়তে পারেন ।
ফাইনাল ভাইভা সম্পূর্ন নির্ভর করে বোর্ড মেম্বার দের উপর। আগে থেকে কেউ আপনাকে বলে দিতে পারবেনা কি কি প্রশ্ন ধরতে পারে। ওখানে যারা থাকবেন তাদের মন-মর্জির উপর নির্ভর করে। তবে আমাদের পূর্ববর্তী ,আমাদের ফেজ এবং গ্রুপে বিভিন্ন বড় ভাই-বোন দের কমেন্ট এনালাইসিস করে বেশ কিছু প্রশ্ন সাজিয়েছি। আশা করি ঘুরেফিরে সবাইকে এগুলাই ধরে।
#নিজের সমন্ধে
#পড়াশুনার ব্যাপার
#পরিবারে সমন্ধে, কে কি করে
# যারা BBA/MBA ছাড়া অন্য ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য, এই সাব্জেক্ট পড়ে ব্যাংক এ কেন?
# ব্যাংকিং সেক্টর কেন চুজ করলেন?
#নিজের সাব্জেক্টের অর্জিত জ্ঞান কিভাবে এই পোস্টে কাজে লাগাবেন?
# ঢাকার বাইরে পোস্টিং দিলে যাবেন ত?
# মেয়েদের ক্ষেত্রে যারা বিবাহিত, কিভাবে জব করে সংসার সামলাবেন।
# ড্রিম জব কি?
# সরকারি ব্যাংকে চান্স পেলে থাকবেন নাকি চলে যাবেন?
# TSO এর ফুল ফর্ম, এই পোস্টের রেস্পন্সিবিলিটিগুলা বলেন
# IFIC সমন্ধে (ফুল ফর্ম, যাত্রাকাল,চেয়ারম্যান,এমডি,ব্রাঞ্চ,সাব-ব্রাঞ্চ ইত্যাদি)
# IFIC এর কমার্শিয়াল বিজ্ঞাপন দেখেছেন?
# আগে যে কোম্পানিতে জব করতেন সে সমন্ধে সংক্ষেপে বলুন।
# বাংলাদেশ ব্যাংক সমন্ধে (কাজ,বর্তমান গভর্নর, অর্থমন্ত্রী)
ঘুরেফিরে দেখলাম এই প্রশ্ন গুলোই সবাই কে করে।প্রশ্ন বাংলায় করলে বাংলাতেই উত্তর দিবেন, আর ইংরেজীতে করলে ইংরেজী।তবে সাধারণত বাংলাতেই করে। অনেকে ঢুকে ৩০-৪০ সেকেন্ডেই বেরিয়ে যেতেও দেখেছি।অনেকের ৪-৫ মিনিট ও লেগেছে। মাঝে মধ্যে আপনার টেম্পার চেক করার জন্য কিছু অকওয়ার্ড কথা বলতে পারে( দেখার জন্য আপনি কিভাবে রিয়েক্ট করেন) ।হাসিমুখে ব্যাপার গুলো কাটাবেন।ভুলেও রাগান্বিত বা নার্ভাস হবেন না। দরকার হলে হাসি দিয়ে চুপ করে থাকবেন।তর্ক করে নিজের বিপদ দেকে আনবেন না।
**দুইটা জিনিস খুব সিরিয়াসলি মেইন্টেন কইরেন , আপনার ড্রেস আপ আর কনফিডেন্স ।
**সিরিয়ালি ডাকবে , HR স্যার সব বলে দিবে কি কি বলতে হবে , কিভাবে বলতে হবে । তাই টেনশনের কিছু নাই । MD স্যার বলতে বললে আপনি বলবেন এই সিকুয়েন্সে
১। নাম
২। একাডেমিক ব্যাকগ্রাউন্ড আর স্টাডি গ্যাপ থাকলে নিজে থেকেই বলবেন
৩। ফ্যামিলি
৪। জব এক্সপেরিয়ান্স যদি থাকে
**তবে কিছু জিনিস মাথায় রাইখেনঃ
১। MD স্যার সিরিয়াস মানুষ , তাই সিরিয়াসনেস দেখে ঘাবড়ানোর কিছু নাই ।
২। উপরে বললাম HR স্যার বলে দিবে কিভাবে বলতে হবে , MD স্যার বলতে বললে আপনি একদম বলে শেষ করে দিবেন এমন সৌভাগ্য সবার হয় না । কারণ MD স্যার মাঝে মাঝে নিজ থেকে প্রশ্ন করবে , প্রশ্ন এইগুলাই কিন্ত উনি স্পেসিফিক পয়েন্ট জানতে চাইলে আপনার মাথায় প্রি-সেট করা সিকুয়েন্সে হয়তো বলতে পারবেন না , তাই ঘাবড়ানোর কিছু নাই । সুন্দর করে বলতে পারলেই হবে ।
৩। তর্কে যাবেন না ।
৪। হাসিখুশি ফেস পজিটিভ ইম্প্রেশন ক্রিয়েট করে ।
৫। সালাম দিয়েন , ধন্যবাদ দিয়েন । মানে নর্মাল কার্টেসি মেইন্টেইন কইরেন
Real Experience:
August 22, 2021
ফাইনাল ভাইভা অভিজ্ঞতাঃ
বাইরে থেকে অনুমতি নিয়ে রুমে ঢুকে স্যারকে আদাব দিলাম, এরপর স্যার বসতে বলার পর বসে তাকে ধন্যবাদ দিলাম। এরপর ল্যাপটপের দিকে তাকিয়ে zoom এ কানেক্টেড থাকা এমডি স্যারকে আদাব দিলাম।
এমডি স্যারঃ আদাব, অঞ্জন সরকার আপনার পড়াশোনা কোন স্টেজে?
আমিঃ স্যার আমি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে EEE তে গ্র্যাজুয়েশন কম্পলিট করেছি।
এমডি স্যারঃ এখন পড়াশোনার স্টেজ কি?
আমিঃ স্যার, এখন পড়াশোনা করছি না, আপাতত চাকরির চেষ্টাতেই আছি।
এমডি স্যারঃ আমাদের এখানকার চাকরি হলো ফুলটাইম চাকরি, আপনি শখ করে এসে চাকরি করবেন আর চলে যাবেন সেটা আমরা হতে দেবো না।
আমিঃ না স্যার, বিষয়টা আসলে এমন না। আমি যদি এখানে চাকরি পাই তাহলে আমার সর্বোচ্চটুকুই দেয়ার চেষ্টা করবো।
এমডি স্যারঃ আচ্ছা, আপনার পোস্টিং চয়েস কি?
আমিঃ স্যার, আমার ফার্স্ট চয়েস রংপুর, সেকেন্ড চয়েস দিনাজপুর …(এইটুকু বলার পর আমাকে থামিয়ে দিলেন)
এমডি স্যারঃ আপনি তো পোস্টিং এর ব্যাপারে flexible তাই আপনার একটা সুযোগ আছে। আপনি এখন আসতে পারেন।
আমিঃ ধন্যবাদ স্যার।
need current affairs pdf
Give the download link of Bank Vocabulary Test Paper
Nice work. 🥰🥰 i need all types of pdf for ific job.please. give at this mail id. I will grateful to you.
debnathVanulal@gmail.com
Onek onek Thanks🥰😚😌