IFIC Bank TSO Initial VIVA Experience – 01
Board-3
Initial viva
11.00-1.0 pm
গ্রুপ থেকে ও ফ্রেন্ডসদের কাছ থেকে জেনেছিলাম ভাইভা শুরু হওয়ার ৩০ মিনিট / ১০ মিনিট আগে ই- মেইলে লিংক আসবে। সেভাবেই প্রস্তুতি নিয়ে বসে ছিলাম, কিন্তু ১১.২০ বেজে গেলেও তখনও লিংক আসে নাই, খুব টেনশন কাজ করছিল মাথায়। তারপরে লিংক দিছে ১১.৩৫ য়ে। আমার কল আসে ১২.২০ য়ে, বোর্ডে দুইজন ছিল। কিন্তু বিপত্তি বাধে জুমে অডিও কানেক্ট করা নিয়ে, উনারা বারবার হেডফোনে হাত দিয়ে বলছিলেন আপনার কথা কিছুই শুনতে পাই না। কিছুসময় এভাবে থাকার পর ডিসকানেক্ট হয়ে যায়। হতাশ হয়ে পড়ি তখন, এত প্রিপারেশন নিয়েও যদি ভাইভাটি না দিতে পারি, আর গ্রুপে বেশ কয়েকটা পোষ্টে দেখছি একবার ডিসকানেক্ট হয়ে গেলে পুনরায় আর সুযোগ পাওয়া যায় না। তবুও বসে ছিলাম, ১২.৫৯ মিনিটে আবার কানেক্ট হয় এবং অবশেষে ভাইভা টা দিতে পারি।
Question:
1. Introduce yourself & family
2.Amr subject er sathe post er relation ki
3.4P
নতুন যারা ভাইভা দিবেন তাদের উর্দশ্যে বলবো i troduce your self টা ভালভাবে বলার চেষ্টা করবেন, মুলত এইটার উপর ভাইভায় ফোকাস থাকে বেশি।
IFIC Bank TSO Initial VIVA Experience – 02
IFIC BANK -এর TSO- post এর initial viva অভিজ্ঞতাঃ-
ভাইভা শুরু হওয়ার পর শুধুমাএ ১ জন স্যারই ছিলেন।
আমিঃ- আসসালামুয়ালাইকুম স্যার
স্যারঃ- জি মাজেদ সাহেব আপনি কেমন আছেন…
আমিঃ- ans.
স্যারঃ- আপনি Engineering পড়েছেন X private university থেকে। আপনার পিতা কী জব করেন?
আমিঃ ans.
স্যারঃ why choose banking?
আমিঃ may i answer this question in bangla?( বাংলায় আমি ভেবে রাখসিলাম ans করবো তাই permission নিই)
স্যারঃ- yeah, sure, definitely u can..
আমিঃ- ans.
স্যারঃ কোন পোস্টের জন্য apply?
আমিঃ TSO
স্যারঃ full form.?
আমিঃ- ans.
স্যারঃ- ঠিক আছে ধন্যবাদ ।।
উলেখ্য, viva টি ২-৩ মিনিটের মধ্যেই শেষ হয়।(দুপুর ৩ টা থেকে শুরু হয়,আনুমানিক আমি ৩ টা -২০ এ সুযোগ পাই, ৩ টা ২২-২৩ এর দিকেই শেষ হয়ে যায় ) এবং স্যার অত্যন্ত positivity+ easyness নিয়ে আমার সাথে viva এর শুরু থেকে শেষ পযন্ত ছিলো, এবং যা আমার ঐ সময়টাতে questions গুলির ans দিতে খুব easy+ comfortable feel করায়।
***এখন আমার কিছু ভয় করতেছে সিলেকশন হবে কী হবে না, কারণ খুব কম সময় নিয়েছে ভাইভাটি, আর যদিও হয় রিটেনের জন্য সিলেকশনটা, তাহলে সেটা কতদিনের মধ্যে জানানো হয়****kindly জানাবেন।।
ধন্যবাদ।
IFIC Bank TSO Initial VIVA Experience – 03
আজকে ইনিশিয়াল ভাইভা অভিজ্ঞতা
আমিঃ সালাম দিলাম
স্যারঃসালামের জবাব দিলেন।
স্যারঃ Introduce your self.
আমিঃ বললাম, মাঝখানে থামিয়ে দিয়ে, আপনি এখন কোথায় থাকেন??
আমিঃ বললাম,
স্যারঃ বাংলাদেশের যেকোনো জায়গায় পোস্টিং হলে করবো কিনা??
আমিঃ বললাম, জি স্যার, তার পর পাশের স্যারকে বললেন উনার কিছু জিজ্ঞেস করার আছে কিনা, স্যার না বললেন,
স্যারঃ ধন্যবাদ আপনি লিভ নিতে পারেন।
আমিঃ ধন্যবাদ স্যার, সালাম দিয়ে লিভ নিলাম।
অভিজ্ঞত ভাইয়া-আপুরা, লিখত পরিক্ষায় ডাক পাওয়ার সম্ভাবনা আছে কি???
IFIC Bank TSO Initial VIVA Experience – 04
Initial Viva
Board – 2
3 Interviewer
Interview experience
1. Greetings
2. Some Questions related to banking
★ What do you mean by bank
★ What are the functions of Central Bank
★ What kinds of roles a banker play
★ Could you say two kinds of activities that are not compromised for every banker, Mention & explain?
3. Some family background questions
And
Thanks Mr. Pabel, you can leave now.
Overall, It was a better experience…
IFIC Bank TSO Initial VIVA Experience – 05
ইনিশিয়াল ভাইভা:-
দুপুর ১টা
বোর্ড-২
১.ইনট্রোডিউস ইওরসেলফ
২.বর্তমানে যেখানে কাজ করছেন, সেখানে রেসপন্সিবিলিটি কি?
৩.কত স্যালারি উইথড্র করছেন?
৪.বর্তমান কোম্পানি ছেড়ে কেন ব্যাংকে আসতে চাচ্ছেন?
৫.পুরো সার্কুলারটা পড়ে দেখেছেন?
৬.আপনি কোন পোস্টের জন্য এপ্লাই করেছেন?
৭.এই পোস্টের রেসপন্সিবিলিটি কি?