skip
Monday , June 5 2023

IFIC Bank TSO Exam Initial VIVA To Final VIVA Full Guideline and Real Experience

IFIC Bank TSO Exam Initial VIVA To Final VIVA Full Guideline

IFIC TSO Initial ViVa Experience 

ইনিশিয়াল ইন্টারভিউ এক্সপেরিয়ান্সঃ
ওয়েট করেছি ৩৪ মিনিট… জয়েন করার পর…
আমিঃ আসসালামু আলাইকুম।
স্যারঃ ওয়ালাইকুম সালাম। How are you?
আমি…….
Sir: What do you do?
আমিঃ…..
Sir: Tell me about yourself.
আমিঃ….
Sir: Why HRM is inportantant?
আমি….
Sir: Which post you applying?
আমি…..
Sir: Tell me about core functions of bank?
আমিঃ…
Sir: Do you know this job description?
আমিঃ…..
Sir: How your subject is related to this job?
আমিঃ…..
স্যারঃ Tell me. Is a leader born or made?
আমিঃ…..
স্যারঃ Why?
আমিঃ… এটার উত্তর দিতে পারিনাই
Major Subject: Accounting and information  systems.
Date: 01.04.2021
Viva Questions:
1.Introduce  Yourself without educational background.
2. What is double entry  system?
3.What is Accrual basis Accounting?
4.What are the difference  between  accrual basis accounting and cash basis accounting?
5. Transaction : Utility bill Tk 500
Atar cash and accrual  basis a Journal  ki hobe?
6.Accrued Utility  expense er Tk  paid kora hole er journal ki hobe?
7. Accrued utility Expenses, Financial statement er kon statement a jabe?
8. Ific bank er product gulo bolun..
9. Ific bank somporke kisu bolun…
10. Management  kno information  systems use kore..
Madam: I have no question further.
Sir: Thank You.

04 March 2021

IFIC Bank TSO Initial Viva Today.
Duration: 2-3 mins
Me: Assalamualaikum, Mam.
Mam: What’s your name?
Me: Replied.
Mam: What post did you apply for?
Me: Replied.
Mam: What would be your key responsibilities as TSO?
Me: Replied.
Mam: আপনি কি বর্তমানে কোন জব করছেন বা আগে করেছেন?
Me: Replied.
Mam: আপনার বি.এসসি. র রেজাল্ট কত সালে হয়েছে?
Me: Replied.
Mam: মাস্টার্স করছেন কোন বিষয়ে?
Me: Replied.
Mam: মাস্টার্স পরীক্ষা কবে হবে?
Me: Replied.
Mam: Thank you Mr. Ashik, you can leave from the meeting.
Me: Thank you,mam. Assalamualaikum.

IFIC TSO Initial ViVa Experience 

04 March 2021

TSO ভাইভা অভিজ্ঞতা –
মন টাই ভেংগে গেল।কেন এমন হলো?
প্রথম ভাইভা এমন তিক্ত অভিজ্ঞতা।
ড্রেসঃ ফরমাল শার্ট
ডিভাইসঃ মোবাইল
মোবাইল স্ট্যান্ডে রাখা ছিল।
হেডফোন ব্যাবহার করছিলাম।
ভাইভার বিবরণ নিচে দিলামঃ
স্যার-১ঃ সাঈদ শুনতে পাচ্ছেন?
আমিঃ আসসালামু আলাইকুম,জ্বি স্যার,শুনতে পাচ্ছি।আপনি শুনতে পাচ্ছেন?
স্যার-১ঃ জ্বি, আচ্ছা সাঈদ আপনি তো বি.এস.সি করছেন, তো এম.এস/এম.বি.এ নিয়ে কি ভাবনা আছে?
আমিঃ স্যার, আসলে এ মুহুর্তে চাকরি টা বেশি জরুরি। পরবর্তীতে MBA করার প্লান আছে।
স্যার-১ঃ আপনার তাহলে Study ব্রেক হয়ে যাবে না?
আমিঃ চুপ
স্যার-১ঃ আচ্ছা আপনি Introduce করেন ইংলিশে আপনাকে।
আমিঃ ******************
*******************
*******************
মাঝপথে থামিয়ে—-
স্যার-১ঃ জনাব সাঈদ, এটা একটা ফরমাল ভাইভা। আপনি কি সেটা জানেন না?
আমিঃ জ্বি স্যার, জানি। তবে স্যার এটা আমার প্রথম ভাইভা আর স্যার আমি ড্রেস কোডের ব্যাপারে জেনেছি শার্ট পড়া যাবে কয়েকজন সিনিয়র ভাইয়া বলছেন।
স্যার-১ঃ (বিরক্তি নিয়ে)আচ্ছা আপনার ভাইভা এখানেই শেষ হলো, স্যার-২ আপনি কিছু জিজ্ঞেস করবেন?
স্যার-২ঃ না, আমার কিছু জিজ্ঞেস করার নেই।
স্যার-১ঃআচ্ছা সাঈদ, আপনাকে ধন্যবাদ, আপনি লেফট করতে পারেন এখন
আমিঃস্যার আপনাদের কেও অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম 😭
এখন আমার প্রশ্ন হলো?
কোন জিনিস টা ফরমালের বাইরে করলাম?
ড্রেস? হেডফোন? নাকি ব্যাকগ্রাউন্ড?
ক্লিন শেভ,চুল ছোট করেই গেছি।
কেন এমন করলেন ওনারা?
আর আমি কি কোনভাবে শর্টলিস্ট হতে পারি?

 

(1) ইনিশিয়াল ভাইবায় করা কমন প্রশ্নঃ

TSO নিয়ে সবচেয়ে বেশি যেসব কোশ্চেন করা হচ্ছে গ্রুপ এ-
তাই ভাবলাম আন্সার দেই-
 Initial viva-
কিছু কমন কোশ্চেন যেগুলা করা হয়-
1) introduction
2) why do u want to start ur career in bank ?
3) If engineering background,  then why you choose banking career ?
4),ঢাকা এর বাইরে পোস্টিং দিলে করবেন কিনা/ কিভাবে ম্যানেজ করবেন পরিবার কে ?
5) Responsibility of TSO
6) Abbreviation of TSO
7) Say something about IFIC bank
8) Effect on banking in these corona virus lockdown
Viva time- 3 to 5 min ম্যাক্সিমাম
 

(2) লিখিত পরীক্ষা সংক্রান্ত আমার জোগার করা নোট গুলোঃ
সবগুলো প্রসেসের মধ্যে লিখিত পরীক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লিখিত পরীক্ষা।এখানে যে যত মার্ক্স তুলতে পারবে তার ফাইনালি সিলেক্ট হওয়ার চান্স ততই বেড়ে যাবে।
পরীক্ষার সময় দেড় ঘন্টা।ওরা যে প্রশ্ন দিবে সেখানেই উত্তর লিখে জমা দিয়ে দিতে হবে। নিজ জেলা তেই নিজ ঠিকানার আসেপাশের ব্রাঞ্চে দেয়ার চেষ্টা করে।এখন প্রশ্নের আসলে সুনির্দিষ্ট প্যাটার্ন নেই। এর আগের সার্কুলারে এক রকম ছিল,এবার পুরাই অন্য রকম ছিল। আমি নিজের পুরানো প্যাটার্ন ফলো করে গিয়ে পুরাই ধরা।কিচ্ছু আসেনাই কিচ্ছুনা।পুরাই থ হয়ে গেছিলাম। তো আমি যেহেতু এবার পরীক্ষা দিয়েছিলাম ,আশা রাখতে পারি এই সার্কুলারে প্যাটার্ন এমন ই থাকবে।
১. ইংরেজী রচনা= ১৫ নম্বর। এখানে খুব কঠিন কোন টপিক দেয়না।সাধারণ যে কোন টপিক দিবে।যেমন আমাদের সময় এসেছিল TSO এই কাজ গুলোর সাথে কিভাবে একমপ্লিশ করব।তার পরের বার এসেছিল করোনা ইস্যু নিয়ে। এমন ই নরমাল টপিক দিবে।আপ্নি কতটুকু গুছিয়ে লিখতে পারেন ,গ্রামাটিকাল মিস্টেক না করে সেটাই দেখবে এখানে।
২. বাংলা রচনা=১০ নম্বর। এখানেই সেইম ।সাধারণ বিষয়।যেমন ইতিহাস সৃষ্টিকারী ৫টি ঘটনা ,প্রিয় খেলা তার সুবিধা-অসুবিধা এই টাইপ এসেছিল।বাংলায় আর কি বলব। ফ্রী হ্যান্ড রাইটিং।ধুমায়া লেখবেন।
৩. অংক=২০ নাম্বার। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।এই অংশে যে ২০/২০ সিকিউরড করতে পারে তার আশা করি অন্যান্য অংশ নিয়ে মাথা না ঘামালেও চলবে। শতকরা,অনুপাত,লাভ-ক্ষতি, পার্টনারশিপ,সেট, মুনাফা-আসল ঘুরেফিরে এই টপিকগুলা থেকে আসে। প্রথমেই এই টপিকগুলা ধরে ধরে সকল সূত্র মুখস্ত করে ফেল্বেন।তারপর বিগত বিভিন্ন সরকারী-বেসরকারী পরীক্ষার লিখিত প্রশ্ন গুলা প্রাক্টিস করবেন। আমার কাছে যদি কমন পাওার টিপস চান ,আমি বলব ২০১৬/১৭/১৮ শুধু সরকারী ব্যাংকের লিখিত পরীক্ষার ম্যাথ প্রাক্টিস করেন বুঝে বুঝে।আশা করি কমন পেলেও পেতে পারেন। দয়া করে মুঘস্ত করবেন না।এতে হীতে বিপরীত হবে। অংক অবশ্যই বুঝে বুঝে করবেন।
৪. বঙ্গানুবাদ =.৫+৫=১০ নাম্বার। বাংলা থেকে ইংরেজী। আবার ইংরেজী থেকে বাংলা।এটা নিয়ে কোন মাথা ব্যাথা দেখানো লাগবেনা।প্রশ্ন মডারেট করে।আপ্নি মোটামুটি ইংরেজী পারলেই পারবেন।
৫. শব্দার্থ = ৫+৫=১০ নাম্বার। ১০টা বাংলা টু ইংরেজী আর ১০টা ইংরেজী টু বাংলা।মডারেট হবে।একদম সহজ ও না আবার কঠিন ও না।
৬. বাক্য গঠন = ১০ নাম্বার। ১০টা শব্ধ থেকে বাক্য গঠন করা লাগবে।
৭. ভুল সংশোধন =১০ নাম্বার।  গ্রামাটিকাল/টেন্সগত ভুল থাকবে।সেগুলা কারেক্ট করে লিখতে হবে। টেন্সের স্ট্রাকচার পারলেই সব পারবেন।
৮. মানসিক দক্ষতা= ১০ নাম্বার। মাত্র ৫টা টিক চিনহে ১০ নামাব্র।নামাব্র তুলার বিশাল সুযোগ। বিগত বিভিন্ন ব্যাংক পরীক্ষার প্রশ্ন সল্ভ করলে, কম পাওয়ার চান্স আছে।
৯. চিঠি=৫ নাম্বার। হতে পারে ব্যাক্তিগত চিঠি বা এলাকা সমস্যা নিয়ে চেয়ারম্যান বরাবর। ফরমেট দেখে দিবেন। কোনটা কিভাবে লিখতে হয়।ফরমেট ঠিক ঠাক্লেই ভাল মার্ক্স পাবেন।
এই হচ্ছে টোটাল ১০০ নাম্বারের পরীক্ষা। দেখতে কম মনে হলেও দেড় ঘ্নটায় শেষ করা অনে ক্কঠিন হয়ে যায়।তাই প্রথম থেকেই তাড়াতাড়ি করে লিখবেন।যেভাবেই হোক ফুল আন্সার করবেন।অংকে বেশি গুরুত্ব দিবেন। এটতে যত এগিয়ে থাকবেন তত বেশি সিলেক্ট হওার চান্স বাড়বে।
[[ বিঃদ্রঃ উপরের যা কিছু বললাম সম্পূর্ণ নিজের ব্যাক্তিগত অভিজ্ঞতার আলোকে বললাম।কমন না পড়লে আমি দায়ী থাকবনা। প্রশ্নের প্যাটার্ন ও পরিবর্তন হতেই পারে। সবার জন্য শুভকামনা ]]  
(3) কম্পিউটার টেস্টের নোটঃ
aptitute computer test
আপু প্রশ্ন দেওয়ার পরে Ms word এর একটা ডেমো ছিল, এরপর নিচে 1,2,3,4 করে ৪ টা প্রশ্ন ছিল প্রতিটির সামনে মার্ক লেখা ছিল ৪,৬,৫,৫ এমন।
১. Word content থেকে ফাইল কপি করে নতুন ফাইলে পেস্ট করুন।
২ পেইজ সেট আপ, সাইজ, ল্যান্ড স্কেপ, পেইজ মার্জিন, ( এগুলো ছিল কিন্তু ফন্ট, ফন্ট সাইজ কিছু ই দেওয়া ছিল না।যতদুর সম্ভব আমার মনে হচ্ছে। )
৩. বানান শুদ্ধিকরন এবং কিছু কিছু শব্দ বোল্ড করার জন্য ইনস্ট্রাক্সন ছিল।
৪. হেডিং টা মিডল এলাইমেন্ট, স্কাইব্লু কালার করা, বোল্ড, আন্ডারলাইন,  আপার সাইজ( সবগুলো ক্যাপিটাল লেটার করা)  এই টাইপের ইন্সট্রাক্সন ছিল।
আপি এগুলো সব ই করেছি, কিন্তু ফন্ট, ফন্ট চেইঞ্জ, স্পেস সেটিং এগুলো কোথাও লেখা ছিল না, আমি করার সময় ও পাই নাই কারণ পিসি বন্ধ হয়েছিল এবং সে কারণে প্রায় ২/৩ মিনিট সময় নষ্ট হয় যে কারণে কোন এক্সট্রা সময় ও দেয় নাই।
আপি খুব ই টেনসন এ আছি, ইন্সট্রাক্সন ছাড়া ছবির মতো কাজগুলো  না করতে পারার জন্য। কোন কি সমস্যা হবে???
আমি ২৫ মিনিট সময় পেয়েছিলাম।
গতকাল পোস্ট দেয়ার পর এত বিপুল পরিমাণে সাড়া পেয়েছি যা কল্পনাতীত। ইনবক্সে মেসেজের রিকোয়েস্টে বারবার মেসেঞ্জার হ্যাং করতেছে( গরীব মোবাইল) । তবে বেশিরভাগ মেসেজ এর কমন প্রশ্ন লিখিত,কম্পিউটার বা ফাইনাল ভাইভায় কিভাবে প্রিপারেশন নিবেন। একি জিনিস বারবার সবাইকে লেখা খুবই কষ্টসাধ্য। তাই ভেবেছি একটা একটা করে পোস্ট দিব। যতটুকু জানি.৮তারিখ থেকেই ২য় ফেজের ফাইনাল ভাইভা শুরু।তাই ভাব্লাম এটা নিয়েই আগে লিখি।
 

 -কালেক্টেড
(4)ফাইনাল ভাইবার নোটঃ
Instructions dibe
Name – Study – Exp if any – Family member
Ei sequence e totally Bangla te bolte hbe, ar kichu na.
ফাইনাল ভাইভা
ফাইনাল ভাইভা সম্পূর্ন নির্ভর করে বোর্ড মেম্বার দের উপর। আগে থেকে কেউ আপনাকে বলে দিতে পারবেনা কি কি প্রশ্ন ধরতে পারে। ওখানে যারা থাকবেন তাদের মন-মর্জির উপর নির্ভর করে। তবে আমাদের পূর্ববর্তী ,আমাদের ফেজ এবং গ্রুপে বিভিন্ন বড় ভাই-বোন দের কমেন্ট এনালাইসিস করে বেশ কিছু প্রশ্ন সাজিয়েছি। আশা করি ঘুরেফিরে সবাইকে এগুলাই ধরে।
# নিজের সমন্ধে
# পড়াশুনার ব্যাপার
# পরিবারে সমন্ধে, কে কি করে
# যারা BBA/MBA ছাড়া অন্য ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য, এই সাব্জেক্ট পড়ে ব্যাংক এ কেন ?
# ব্যাংকিং সেক্টর কেন চুজ করলেন ?
#নিজের সাব্জেক্টের অর্জিত জ্ঞান কিভাবে এই পোস্টে কাজে লাগাবেন ?
# ঢাকার বাইরে পোস্টিং দিলে যাবেন ত?
# মেয়েদের ক্ষেত্রে যারা বিবাহিত, কিভাবে জব করে সংসার সামলাবেন।
# ড্রিম জব কি ?
# সরকারি ব্যাংকে চান্স পেলে থাকবেন নাকি চলে যাবেন ?
# TSO এর ফুল ফর্ম, এই পোস্টের রেস্পন্সিবিলিটিগুলা বলেন
# IFIC সমন্ধে (ফুল ফর্ম, যাত্রাকাল,চেয়ারম্যান,এমডি,ব্রাঞ্চ,সাব-ব্রাঞ্চ ইত্যাদি)
# IFIC এর কমার্শিয়াল বিজ্ঞাপন দেখেছেন ?
# আগে যে কোম্পানিতে জব করতেন সে সমন্ধে সংক্ষেপে বলুন।
# বাংলাদেশ ব্যাংক সমন্ধে (কাজ,বর্তমান গভর্নর, অর্থমন্ত্রী)
ঘুরেফিরে দেখলাম এই প্রশ্ন গুলোই সবাই কে করে।এছাড়া অন্য কারো অন্য অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাবেন।পোস্টে এড করে দিব। প্রশ্ন বাংলায় করলে বাংলাতেই উত্তর দিবেন, আর ইংরেজীতে করলে ইংরেজী।তবে সাধারণত বাংলাতেই করে। অনেকে ঢুকে ৩০-৪০ সেকেন্ডেই বেরিয়ে যেতেও দেখেছি।অনেকের ৪-৫ মিনিট ও লেগেছে। মাঝে মধ্যে আপনার টেম্পার চেক করার জন্য কিছু অকওয়ার্ড কথা বলতে পারে( দেখার জন্য আপনি কিভাবে রিয়েক্ট করেন) ।হাসিমুখে ব্যাপার গুলো কাটাবেন।ভুলেও রাগান্বিত বা নার্ভাস হবেন না। দরকার হলে হাসি দিয়ে চুপ করে থাকবেন।তর্ক করে নিজের বিপদ দেকে আনবেন না।
[[ বিঃদ্রঃ উপরের যা কিছু বললাম সম্পূর্ণ নিজের ব্যাক্তিগত অভিজ্ঞতার আলোকে বললাম।কমন না পড়লে আমি দায়ী থাকবনা।আর দয়া করে জিজ্ঞাসা করবেন না , কোন প্রশ্নের উত্তর কিভাবে দিবেন।এটা একেক জনের উত্তর একেক রকম হবে।এটাই স্বাভাবিক। সবার জন্য শুভকামনা ]]
Final viva te finance niye Kno questions e krbena.only introduce urself hobe banglate.r currently ki krcn Kno job e achen nki or mba krecen nki aysob e ask krbe.khub e simple. jokes apart never mind
CV er professional format Internet a available oi onujaye banay felen CV lage updated cv
A sober clr saree, salwar kameez, half tied hair, watch, semi hill shoes, or covered toe flat, good and  sober   lipstick clr, walking or siting straight with a smile and lots of confidence.
একটা সিভি, এসএসসির মার্কশিটের ফটোকপি (এটাস্টেড না হলেও অসুবিধা নাই),  ফাইনাল ভাইভার জন্য সিলেক্ট হলে একটা ফর্ম পাঠাবে সেটা প্রিন্ট করে হাতে ফিলাপ করা, আর ওরা যে মেইল করবে সেটার প্রিন্ট আউট। এই তো..
1. Updated CV and make sure parmanent address is given in it and also sign in every page of CV along with date.
2. SSC mark sheet photocopy
3. Pre-Final interview form.
4. Printout of the email that will be send you as an invitation for Final viva
1. You have to attend final viva in head office through online.
2. I presume it won’t have any effect if your father is a retired govt. employee. My father is also retired and I mentioned it in the form and also in final viva, still got selected and so did few. Not an issue at all.
3. Say what you mentioned when you applied for the position.
4. From my experience, you just need to introduce yourself which includes education, detailed of family and spouse (if any) , experience (if any), residence, that’s it. Takes 2-3 minutes max. A staff will brief you about what to say and how before the viva. And it’s better to be honest and straight while answering.
5. It’s better to be formal and neat in final viva, your attitude, approach, dress code matter a lot. Hence, get prepared in that way.
6. There’s space for signature and date in the form if you notice carefully.
7. Use any format of CV you have used for corporate purpose. Mine was 2 page. And yes you have to give signature in every page of your CV before submitting it.
Hope it helps. Good luck!
আপাতত আমি এখানেই ক্যারিয়ার সেটাপ করতে চাই, আর যদি গভে হয় তো আগে হোক দেন দেখা যাবে
লাস্ট ফাইনাল ভাইভা থেকে ইন্সট্রাকশান দিয়ে দেয়া হচ্ছে যে রুমে ঢুকেই স্যার কে সালাম দিয়ে তারপর নিজের স্কুল কলেজ ভার্সিটি ফ্যামেলি সম্পর্কে বলতে হবে।। এর চেয়ে এক্সট্রা কিছুই জিজ্ঞেস করবেনা। আয়নার সামনে প্রচুর প্র‍্যাক্টিস করুন। কনফিডেন্টলি এবং শুদ্ধ উচ্চারণে কথা বলা ঠিক করুন। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রপার গেটাপে যাওয়া। স্যুট,টাই,শু,সকস যেন একদম অফিশিয়াল হয়। কোন এক্সেসরিজ যদি ইউজ করেন যেমন ঘড়ি,চশমা একদম যেন মানানসই হয়। চুল দাড়ির ব্যাপারেও খেয়াল রাখবেন
As Engineer why I am in banking, the answer will be:
If you have work experience, you can say that while working on the technical issues, you were also exposed to the business aspect like client meetings/calls for requirements gathering, business analysis, research etc. This got you interested in understanding the customer and to figure out ways to address a business need/problem. If possible, cite relevant examples, events, meetings to corroborate your story. All this should point out to your interest in marketing as a way to understand a customer’s requirements and sales as a planned way of actually reaching out to the customer. Finally say that now you want to take a focused approach to understand the nuances of this field which you want to make a career in.
If you are fresh out of college, maybe you can talk about some of the projects/internships that you did and then tie it to the same point as above.
In case you are looking at sales and marketing in the same field as your engineering background (it was in my case), you can talk about how your technology background will make you better understand the customer and propose better solutions to their requirements. This actually happened in my case as I was able to connect better with my customers because of my very relevant background. Also, I could understand and answer nearly all of their queries upfront, rather than say ‘I’ll have to talk to my tech team for that before I revert’. It always helped me score a lot of brownie points.
Whatever you do, just don’t make the mistake of saying that you didn’t like technology and hence moving to Marketing and Sales. It sounds like taking Commerce or Humanities in class 11th because you didn’t like Maths/Science. Show respect for your previous education/work and then say how it became a vehicle for you to explore and understand the very basics of marketing and sales. In case you are well versed with technology sales and marketing, you can add that too to your answer.
Remember, more than a perfect answer, it is your conviction in what you are saying that will win over the interviewer. (Of course the answer has to be on the right track too).
Good luck for your interview!
Edit 1: I have answered the question assuming the move from software engineering to sales and marketing. But it is equally applicable to someone from a different stream, with a few changes.
(1) Discipline পছন্দ
(২) সালারী ভাল
(৩) তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করা যায়
ফাইনাল ভাইবা ড্রেস কোড মেয়েদের জন্যে বিশেষতঃ
সামনেই আইএফআইসির ফাইনাল ভাইভা। ভাইভাতে ড্রেসআপ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ছেলেদের ড্রেসকোড নিয়ে বিভিন্ন জায়গায় ইনস্ট্রাকশন পাওয়া গেলেও, মেয়েদেরটা নিয়ে ততটা পাওয়া যায় না। তাই আমি আমার কয়েকটা ব‍্যাংক ভাইভার অভিজ্ঞতা থেকে মেয়েদের পোশাকের ব‍্যাপারে কিছু বলবো। আশা করি মেয়েরা বেনিফিটেড হবেন

✓ ভাইভাতে শাড়ি অথবা সালোয়ার কামিজ যেকোনোটা পরা যায়। আপনি যেটাতে কমফোরটেবল, সেটাই পরবেন।
✓  যেটাই পরেন না কেন, সেটা যেন ফরমাল লুকের হয়। ব্রাইট কালার, অনেক এমব্রয়ডারি, জরি চুমকি বা গ্লিটারের কাজ, রকমারি কাটের পোশাক এভয়েড করবেন। এগুলো হয়তো কোনো পার্টিতে পরলে ভালো লাগে, কিন্তু ভাইভাতে সাদাসিধে পোশাকই বেশি মানানসই।
✓ গাঢ় কালারের, রুচিশীল ডিজাইনের, বড় বড় প্রিন্ট বা চোখে লাগে এমন ডিজাইন ছাড়া পোশাক বাছাই করবেন।
✓ শাড়ির ক্ষেত্রে সুতি, তাঁত, জামদানি, বুটিকের শাড়ি পরলে বেশি ভালো হয়।
✓ যারা স্কার্ফ পরেন, তারা শাড়ি বা সালোয়ার কামিজের সাথে স্কার্ফ পরতে পারেন। এক কালারের, এমব্রয়ডারি ও জরির কাজ ছাড়া স্কার্ফ পরবেন। ক্রিংকেল হিজাব বা জর্জেটের হিজাব এক্ষেত্রে বেস্ট অপশন।
✓ যারা আমার মত বোরকা পরেন, তারা অবশ্যই বোরকা পরেও ভাইভা দিতে পারবেন। গাঢ়, এক কালারের, স্ট্রেইট কাটের বোরকা পরবেন। গাউন টাইপের বা রাউন্ড কাটের বোরকা এভয়েড করবেন।
✓ হাই হিল না পরে স্লিপার বা অল্প হিলের সু বা ব‍্যালেরিনা পরবেন। দুই ফিতাওয়ালা জুতা না পরাই ভালো।
✓ চুল ছেড়ে না রেখে বেঁধে রাখলে আপনারই সুবিধা হবে। পুরোপুরি বেঁধে না রাখতে চাইলে হাফ চুল ক্লিপ দিয়ে আটকে রাখতে পারেন।
✓ ঘড়ি পরার চেষ্টা করবেন। দেখতে ভালো লাগে। অন‍্যান‍্য এক্সসেসরিজ নিজের ইচ্ছেমত পরতে পারেন। তবে তা হবে সিম্পল এন্ড সাটল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !