skip
Wednesday , May 31 2023

‎IFIC Bank TSO Exam – Written Test Details

Full Guideline Of  ‎IFIC Bank TSO (Transaction Service Officer) Written Test

চাকরির পরীক্ষায় কি ধরনের প্রশ্ন করা হবে তা অনেকাংশে এইচ আর এর ওপর নির্ভর করে, বিগত পরীক্ষার অভিজ্ঞতা থেকে কিছু প্রাথমিক ধারণা নিতে পারেন । বিভিন্ন সময়ে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের অভিজ্ঞতা গুলোই শুধু আপনাদের মাঝে শেয়ার করা হলোঃ

‎IFIC Bank TSO Exam – Written Test Details

ব্যাংক অথোরিটি চাইলে তদের প্রশ্ন প্যাট্রার্ন যেকোনো সময় পরিবর্তন করতে পারে তাই আপনি অনলাইনে যেগুলো দেখছেন এখান থেকে একটা ধারনা নিতে হবে । এগুলো পূর্বের অভিজ্ঞতা, সাধারনত এরকম হয়ে আসছে ।
Candidate’s Experience: 01
সময়ঃ ৯০ মিঃ
নেগেটিভ মার্কিং নেই

০১.বাগধারা এবং ফ্রেস এন্ড ইডিয়মস  – ১০
০২.সাধারন জ্ঞান- ২০ ( শুধুমাত্র প্রশ্ন থাকবে উত্তর করতে হবে,  অপশন থাকবে না )
০৩.২টা ম্যাথ- ২০
০৪.এনালাইটিক্যাল এবিলিটি- ৫/১০
০৫.শুন্য স্থান পূরন (প্রিপজিসন, ফ্রেস)- ৫

০৬.লেটার / এপ্লিকেশন – ৫
০৭.ভাবসম্প্রসারন-৫
০৮.ইংরেজি রচনা (Eassy)- ১৫
০৯.বাংলা টু ইংরেজি বা ইংরেজি টু বাংলা- ১০
১০.এছারা অনেক সময় সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন দেয়া হয় ।

 

Candidate’s Experience: 02

বাংলাঃ বাগধারা, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন ইত্যাদি বিষয়গুলো বিগত চাকরির প্রশ্ন থেকে পড়বেন পাশাপাশি নিজে সাজেশন করে নিয়ে পড়বেন ।

সাধারন জ্ঞানঃ পূর্বের ৩ – ৪ মাসের কারেন্ট এফেয়ার্স দেখতে পারেন সেই সাথে একদম সম্প্রতি বিষয়গুলো ভালো করে পড়ে যেতে হবে ।

গনিতঃ এটা অনেকেই জেনে থাকবেন গনিতের কোন সাজেশন হয়না  তবে সুদ, কাজ ও সময়, স্রোত, অংশিদারী ব্যাবসা, ক্রয় বিক্রয় অনুপাত বেশি ভালো করে করতে হবে ।
বেসিক অংক দেওয়া হয় তাই একটু চর্চা করলেই পারবেন ।

এনালাইটিক্যাল এবিলিটিঃ এনালাইটিক্যাল এর ক্ষেত্রে আগে ভাল করে প্রশ্ন পড়ুন। বুঝে তার পরে উত্তর দিন। বিগত চাকরির প্রশ্ন দেখবেন পাশাপাশি নিজে সাজেশন করে নিয়ে পড়বেন ।

এছাড়া লেটার / এপ্লিকেশন, ভাবসম্প্রসারন, ইংরেজি রচনা, অনুবাদ অনেকটা লিখিত বলা যেতে পা্রে এগুলো মোটামুটি অনেকেই পারে । তাই বাগধারা এবং ফ্রেস এন্ড ইডিয়মস , সাধারন জ্ঞান, অংক, এনালাইটিক্যাল এবিলিটি, শুন্য স্থান পূরন এগুলো ভালো করতে পারলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন ।

 

Candidate’s Experience:03

1)English:
preposition, phrase & idioms, article এই টপিক গুলো ভালো করে পড়বেন । এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন কমন পাবেন ।
Reference book: English For Competitive Exam

2) Focus Writing:
Covid-19,
Mujib Year,
What’s the role of bank to prevent covid-19
Reference Book:
Recently Based Bank Written Solution (2017-2020)

3) Math:
profit-loss,
percentage,
partnership,
interest,
ratio-proportion
এই অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি আসে । ভালো করে করুন ।

4) Bangla:
ভাব-সম্প্রসারণ,
বাগধারা,
এক কথায় প্রকাশ

5) General Knowledge:
Ific bank সম্পর্কে সম্পুর্ন জানতে হবে
ific এর abbreviation,
current affrs,
budget,
international price.

6) IQ:
prism defense services গাইড পড়তে পারেন

7) letter or application.format
ভালো করে দেখে যেতে হবে ১৫ নম্বর কমন পাবেন ।

 

Candidate’s Experience:04

Math:
1. 20 workers can dig a canal in 17 days, working daily 8 hours. How many hours 34 workers need to work daily to complete within 8 days ?

2. A salesman sales 5 Marbels for 1 taka and incurred 12% loss. If he wants to make 10% profit how many marbels he should sell for 1 Taka ?

বাগধারা —5
১. কংস মামা
২. আঠারো মাসে বছর
৩. গলগ্রহ
৪. কুবেরের ধন
৫. কাজের কাজী

ভাবসম্প্রসারণ—5
গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।

Essay : Floods of Bangladesh.—10

Phrase and Idioms—-10
1. Apple of eye
2. Call of duty
3. Beat about the bush
4. Zip your lip
5. A rotten apple

Preposition — 5
1. We went ____ the end of the road.
2. The telephone kept ____ ringing.
3. We travelled 72km ____ 2 hours.
4. The child has been missing ___ yesterday.
5. carry diye ekta chilo mone nai.

Application : write to your principal for improving the hygenic…. —5/10

অনুবাদ—-5
বাসার ছাদে বাগান একটি নতুন ধারনা নয়…..

Math: —20

1. Mr X credited 15% of his salary in current bank account and spent 30% of the remaining for groceries. If he has 2380/- cash in his hand, what is his total salary?
2. In a school 1/12 students were absent and 1/5 of the present student went for a field trip. If the number of the students staying at school is 704, what is the total number of students?

Analytical ———– 5/10

GK. –20
1. Kamal Lohani was….
2. The capital of Lebanon is….
3. President of which country declared to withdraw from WHO…..
4. Which country from middle east has launched for Mars..
5. Haya Sophia Mosque is in which country…
6. The name of the queen of England…
7. The vaccinist from England who invented vaccine of covid-19….
8. Ammonium Nitrate is used for….
9. Ustad Alauddin Khan born in Brahmanbaria was…..
10. PPE stands for…..
11. The accused of Bangabandhu Murder recently was hanged…..
12. Tesla is known for…
13. GPS stands for…
14. Wimbledon is related to…
15. Currency of Malaysia…
16. The play Merchant of Venice is written by…
17. Profit that is given to customer is called….
18. Fahim Saleh was the co-founder of….

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !