skip
Tuesday , May 30 2023

IFIC Bank TSO Initial VIVA 2022

IFIC Bank TSO Initial VIVA Attend – 01

ইনিশিয়াল ভাইবা-০২.০২.২২
১। ব্যাংকের কাজ কি?
২। বিস্কুট ফ্যাক্টরিতে ব্যাংকের কাজ কি?
৩। আইএফআইসি ব্যংক সম্পর্কে কি জানেন?
৪। আইএফআইসি ব্যংকের প্রোডাক্ট কি কি?
৫। আপনি কি দেশের যে কোন জায়গায় জব করতে পারবেন?
-প্রথম প্রশ্নে আমি TSO’র রেসপন্সিবিলিটি বলে ফেলছিলাম পরে স্যার বললেন আপনি তো TSO’র রেসপন্সিবিলিটি বলছেন।
-দ্বিতীয় প্রশ্নে স্যার বললেন, ওকে আমি আপনাকে ১টা উদাহরণ দেই, বিস্কুট ফ্যাক্টরিতে ব্যাংকের কাজ কি?
আমার এক কথায় উত্তর ছিলো বিস্কুট ফ্যাক্টরিকে ফিনানশিয়াল সাপোর্ট দেয়া ব্যাংকের কাজ।
-তৃতীয় পশ্নের উত্তর খুব ভালো ভাবেই দিয়েছি।
-চতুর্থ প্রশ্নের উওর
*IFIC আমার একাউন্ট,
*IFIC কারেন্ট একাউন্ট
*IFIC সেভিংস একাউন্ট
*FDR
*Credit Card
–পঞ্চম প্রশ্নের উওর ছিলো – Yes
সর্বশেষ আমাকে আমার দাড়ি নিয়ে বললেন( আমি আমার অনার্স লাইফ থেকে চাপ দাড়ি রাখি)। দাড়ি সহ এটা আমার  ফর্মাল লোক কিনা জানতে চাইলেন? স্যার বললেন দাড়ি হয় বড় না হলে আমাদের মতো ক্লিন শেভ ব্যাংক প্রেফার করে 😊 BTW It’s up to you বলে স্যার হাসলেন 😊
*স্যার বাংলায় প্রশ্ন করলেও আমি ইংরেজিতে উত্তর দেয়ার চেষ্টা করেছি।
**অভিজ্ঞ ভাইদের মতামত চাচ্ছি, আমার এই শর্ট এন্সার এবং  ২ মিনিটের ইন্টারভিউতে রিটেনের জন্য ডাক পাওয়ার চান্স কতটুকু?
*** ইনিশিয়াল ভাইবার কদিন পর রিটেনের জন্য মেইল আসে?
ধন্যবাদ ❤️

IFIC Bank TSO Initial VIVA Attend – 02

ইনিশিয়াল ভাইবা অভিজ্ঞতাঃ
বোর্ড ৫
সিরিয়াল ৫
সময়ঃ ২৬ এপ্রিল, সকাল ১০.৩০-১২.৩০ টা পর্যন্ত।
প্রায় ৩৫-৪০ মিনিট অপেক্ষার পর,
জয়েন
আমিঃ আসসালামু আলাইকুম স্যার।
স্যার (ভিডিও অন করতে বলে) জিজ্ঞেস করলেন
*বাণিজ্যিক ব্যাংকের কাজ কি?
-উত্তর দিয়েছি।
*আপনি কি এখন কিছু করছেন?
-উত্তর দিয়েছি।
স্যারঃ আপনার সাবজেক্ট তো ❝ফিন্যান্স এন্ড ব্যাংকিং❞ তাহলে এই
*ফিন্যান্স এবং ব্যাংকিংয়ের মধ্যে সম্পর্ক কি?
-উত্তর দিয়েছি।
তারপর স্যার বললেন “ঠিক আছে ম্যা’ম প্রশ্ন করেন।”
ম্যামঃ (নাম ধরে) ব্যাংক রেট কি?
-উত্তর দিয়েছি।
ম্যামঃ কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি?
-উত্তর দিয়েছি।
ম্যামঃ আপনি কি কোন জব করছেন?
-উত্তর দিয়েছি।
(আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট সবারই জানা। ২০১৭ সালের পরীক্ষার ফলাফল ২০১৯ এর নভেম্বরে পেয়েছি। ২০২০ প্যানডেমিকের কারণে চাকরি  পরীক্ষাগুলো তেমন একটা হয়নি।)
ম্যামঃ ঠিক আছে আপনি লিভ নিতে পারেন।
আমিঃ ধন্যবাদ এবং সালাম দিয়ে লিভ নিলাম।

IFIC Bank TSO Initial VIVA Attend – 03

এই মাত্র initial viva দিলাম, কিছুটা nervous ছিলাম।
ভাইভা বোর্ডে একজন ম্যাম আর একজন স্যার ছিলেন।
আমাকে অ্যাড করার পর প্রথমেই ম্যামকে দেখলাম। আমি সালাম দিলাম।
১ম প্রশ্ন: মঞ্জুর – ই – এলাহী নাদিম, আপনি কেমন আছেন?
– একটু হাসি মুখে উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছি। আপনি ভালো আছেন?
উত্তর দিয়ে ২য় প্রশ্ন: জ্বি আপনি কোথায় আছেন? কুমিল্লায়.? আমি দেখতে পাচ্ছি আপনি MSc appeared দিয়েছেন।
– জ্বি ম্যাম আমি কুমিল্লায় আছি, রিসেন্টলি পরীক্ষা শেষ হয়েছে।
৩য় প্রশ্ন: আপনার ফ্যামিলিতে কে কে আছেন?
– উত্তর দিলাম
৪র্থ প্রশ্ন: আপনার বাবা কি করেন?
– বললাম।
৫ম প্রশ্ন: (আব্বুর জব ঢাকায়) তাই উনি জানতে চেয়েছেন, আপনি কুমিল্লায় পরিবারের সাথেই থাকেন?
– বললাম
৬ষষ্ঠ প্রশ্ন: আচ্ছা আপনি তো Mathematics এ পড়েছেন ব্যাংকে কেন আসতে চান?
– বললাম
৭ম প্রশ্ন: সরকারি জব পেলে কি ব্যাংক ছেড়ে দিবেন? মানে আপনার যদি BCS এ জব হয়ে যায় তাহলে কি চলে যাবেন?
– অনেস্টলি বলেছি।
৮ম প্রশ্ন: আপনি যে পদে আবেদন করেছেন একটু বলেন?
– বললাম।
তারপর তিনি বললেন আচ্ছা ঠিকাছে, আরেকজন স্যার কে ডেকে বললেন, স্যার আপনার কোনো প্রশ্ন থাকলে করুন।
প্রশ্ন ১: (আমার নেট ঠিকই ছিল, ওনার নেট প্রব্লেম করতেছিল তাই আবার জিজ্ঞেস করলাম) উনি আবার বললেন, আচ্ছা আপনি জানেন এইযে আপনার এই পদে বা ব্যাংকে কাজ করতে হলে কি কি দরকার হয়?? ( একটু কষ্ট হয়েছে বুঝতে)
– তারপর ২-৩ টা skill এর কথা বলেছি। তারপর উনি আমকে থামিয়ে দিয়ে বললেন আচ্ছা ঠিকাছে। ভালো থাকবেন।
আমিও সালাম দিয়েছিলাম, কিন্তু এর আগেই Disconnect করে দিয়েছেন।
এইতো, এটুকুই। পুরোটা বাংলায় ই ছিলো। শুধু শেষে ওই স্যার এসে english এ জিজ্ঞেস করেছেন।
আর আমার ড্রেস সম্পূর্ণ ফরমাল ছিলো। ক্লিন শেভ, স্যুট, ছোট চুল। মুখে কিছুটা হাসি হাসি ভাব রেখছি।
অভিজ্ঞ ভাইয়া, আপু, যারা আছেন একটু বলবেন কি, সিলেক্ট হবার সম্ভাবনা কতটুকু?
ধন্যবাদ।

IFIC Bank TSO Initial VIVA Attend – 04

 

ইনিশিয়াল ভাইবা অভিজ্ঞতাঃ-
1. Name, serial number?
2.Tell me about yourself excluding your academic background.
৩. কোথাউ কাজ করছেন?
৪. ব্যাংকের কাজ কি?
5. Define Bank and non banking activities.
6. What is the meaning of IFIC?
7. IFIC ব্যাংকের চেয়ারম্যানের নাম কি?
(আমি একজন বড় মাপের গাঁধা, আমি চেয়ারম্যানের নাম ভুল বলেছি)
এই যাত্রায় আমার সমাপ্তি এখানেই ইনিশিয়াল ভাইবাতেই।
ধন্যবাদ গ্রুপ মেম্বারদেরকে। বিশেষভাবে আমি কৃতজ্ঞ গ্রুপের মেম্বার মোসা. শাফি ইয়ারফাত জেবিনের প্রতি।

 

IFIC Bank TSO Initial VIVA Attend – 5

Initial Viva Experience:
Board: 4
স্যাঃ আপনার সিরিয়াল কত?
স্যাঃ তো সবুজ বিশ্বাস রসায়নে মাস্টার্স করেছেন, ব্যাংক কে আপনি কিভাবে সাহায্য করবেন?
স্যাঃ আপনি এখন কি করেন?
স্যাঃ আপনার বাবা কি করেন?
স্যাঃ অন্য কোন সরকারি চাকরীর চেষ্টা করছেন কি?
ম্যামঃ আচ্ছা আপনি তাহলে আসেন।
কি দরকার এই ডেকে নিয়ে যাওয়ার, আর কিই বা দেখলো, কিভাবেই বা রিটেনের জন্য সিলেক্ট করবে?
এত প্রশ্নের কোন উত্তর পাচ্ছিনা।
দেখি কি করে।

IFIC Bank TSO Initial VIVA Attend – 6

2022 IFIC BANK -এর TSO- post এর initial viva অভিজ্ঞতাঃ-
ভাইভা শুরু হওয়ার পর শুধুমাএ ১ জন স্যারই ছিলেন।
আমিঃ- আসসালামুয়ালাইকুম স্যার
স্যারঃ- জি মাজেদ সাহেব আপনি কেমন আছেন…
আমিঃ- ans.
স্যারঃ- আপনি Engineering পড়েছেন X private university থেকে।  আপনার পিতা কী জব করেন?
আমিঃ ans.
স্যারঃ why choose banking?
আমিঃ may i answer this question in bangla?( বাংলায় আমি ভেবে রাখসিলাম ans করবো তাই permission নিই)
স্যারঃ- yeah, sure,  definitely u can..
আমিঃ- ans.
স্যারঃ কোন পোস্টের জন্য apply?
আমিঃ TSO
স্যারঃ full form.?
আমিঃ- ans.
স্যারঃ- ঠিক আছে ধন্যবাদ ।।
উলেখ্য, viva টি ২-৩ মিনিটের মধ্যেই শেষ হয়।(দুপুর ৩ টা থেকে শুরু হয়,আনুমানিক আমি ৩ টা -২০ এ সুযোগ পাই, ৩ টা ২২-২৩ এর দিকেই শেষ হয়ে যায় ) এবং স্যার অত্যন্ত  positivity+ easyness নিয়ে আমার সাথে viva এর শুরু থেকে শেষ পযন্ত ছিলো, এবং যা আমার ঐ সময়টাতে questions গুলির ans দিতে খুব easy+ comfortable feel করায়।
***এখন আমার কিছু ভয় করতেছে সিলেকশন হবে কী হবে না, কারণ খুব কম সময় নিয়েছে ভাইভাটি,  আর যদিও হয় রিটেনের জন্য সিলেকশনটা,  তাহলে সেটা কতদিনের মধ্যে জানানো হয়****kindly জানাবেন।।
ধন্যবাদ।।

IFIC Bank TSO Initial VIVA Attend – 7

২ ঘণ্টা অপেক্ষা করার পর হঠাৎ কানেক্ট হলো!
ইনিশিয়াল ভাইবা 2022
প্রশ্নপর্বঃ
1.Introduce yourself
2.Which job sector do you choose?(Ans-Bank sector)
3.Why choose you banking sector? As a statistics student,, you need to go research sector.. But why bank?
4. আপনি যেকোনো ধরনের চ্যালেঞ্জ নিতে পারবেন?
৫. পরিসংখ্যানকে আপনি ব্যাংকে কিভাবে কাজে লাগাবেন?
৬. What is Dummy variable?
7. Where it is used??
8.Which post do you apply?
9. What are the function of this post?

IFIC Bank TSO Initial VIVA Attend – 8

Initial Interview Experience
Viva date : 2022
Duration : 2-3 minutes
Sir: Tell me about yourself.
Me: Answered
Sir: আপনি তো আপনার ট্রাকেই আছেন। আমরা দেখতে পাচ্ছি আপনি Research এর সাথে জড়িত এবং আপনার লেখাও ছাপানো হচ্ছে। তাহলে কেনো ব্যাংকে আসতে চান?
Me: Answered.
Sir: আপনার তো মাস্টার্স রানিং। তাহলে কিভাবে সব মেনেজ করবেন?
Me: Answered
Sir: Madam আপনার কি কোনো প্রশ্ন আছে ম্যাম?
Medam: ম্যাম বললেন না।
Sir: Okay Akash Saheb. Thanks for Your Journey.
Me: Thank you Sir.

IFIC Bank TSO Initial VIVA Attend – 9

Initial viva experience
Post: MT
Subject: Accounting and Information Systems
Board: 2
1. নাম, বাবা কি করেন
2. কবে পাশ করেছি, এখন কি করি
3. Principles of accounting
4. Golden rule of accounting
5. Is Owner’s equity asset or liability ??
TSO এর ভাইবা বাংলায় হলেও MT এরটা ইংরেজিতে হয়। So be conscious !!

IFIC Bank TSO Initial VIVA Attend – 10

Initial viva 2022
Time: 7-8 mins approximately
Serial : 28 ( board 2)
Start Time: 12:05 pm
২ জন নিয়েছিলেন
বাংলা ইংরেজী সংমিশ্রণে নিয়েছে। বাংলায় জিজ্ঞাসা করলে বাংলায় আন্সার দিয়েছি ইংরেজীতে জিজ্ঞাসা করলে ইংরেজীতে।
১. নিজের সম্পর্কে বলুন ( ইংরেজিতে জিজ্ঞাসা)
২. আপনি ত ইঞ্জিনিয়ার। আপনি কিভাবে ব্যাংকিং সেক্টরে কাজ করবেন?( ইংরেজীতে)
এই কুয়েশ্চন এ আন্সার দিসিলাম আইটি নিয়ে কাজ করব। বাট উনারা বললেন পোস্ট ত আইটির না, তারপর পোস্ট এর নাম জিজ্ঞাসা করলেন এবং সেটা বললাম। এই কুয়েশ্চন এর আন্সারে ডিসকোলিফাই হয়েছি সম্ভবত।
৩. আপনার এচিভমেন্ট কি?
৪. ১০০ মিটার দৌড়ে বাংলাদেশের রেকর্ড কার?
পারিনাই🤦‍♀️
৫. দৌড়ে পৃথিবীতে সবচেয়ে রেকর্ড কার বেশি?
পারিনাই🤦‍♀️
শেষ

IFIC Bank TSO Initial VIVA Attend – 11

Viva duration 10/15mnts
Purota Bangla  te viva clo. sudu myself ta English ask korce tai ans English boleci.
Sir: kotha thke porechen.Department & University.
Me : ans.
Sir: kon post r jnno appy koresen.& full meaning.
Me: ans.
Sir Tso r responsibilities.
Me: ans.
Sir: chairman sir er nam jiggas korlo
Me: ans
sir: cashflow management ki?
me: ans
sir: IFIC bank ki ki doroner A/c ase? details bolen?
me: ans
r akta qus jiggas korce oita mone nai akhon ..net pblm thakr karone bujte pare nai tai
jehetu ami DBBL call center a job kore salary bisoy . ask korce ami ans koreci.ami kothai thake tao ask korce.famly te ke ke ase ask korece
eita gula chilo aj ker viva te qus chilo…

Next

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !