Shared By – Imran Mahmud
১৪ ফেব্রুয়ারিতে আবেদন করি আর ইনিশিয়াল ভাইবাতে ডাক পায় ১৮ এপ্রিল । ইনিশিয়াল ভাইবা জুমে এটেন্ড করি।
যারা আবেদন করেন তবু শর্টলিস্ট হোন না বা ইনিশিয়াল ভাইবাতে ডাক পান না। তাদের বলছি – আপনারা এপ্লাই করার সময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এ্যাড করতে পারেন। সেই সাথে কম্পিউটার স্কিল গুলো সুন্দর মতো এ্যাড করবেন। রেজাল্টের পাশাপাশি এগুলো আপনাকে ভাইবাতে ডাক পেতে অনেক সাহায্য করবে আশা করি।
ইনিশিয়াল ভাইবাতে যা প্রশ্ন করেছিলোঃ
*** একাডেমিক কোয়ালিফিকেশন বাদে আপনার পরিচয় দিন।
*** মাস্টার্স করা নিয়ে কোন ভাবনা আছে ? (আবেদনের সময় মাস্টার্স কমপ্লিট হইসিলো নাহ,ভাগ্যক্রমে ভাইবার দিন সকালে আমি মাস্টারের রেজাল্ট পাই এবং জানিয়ে দিই।)
*** কোন পোস্টে আবেদন করেছেন ?
*** পোস্টের রেসপন্সিবিলিটি গুলো বলুন ?
*** জব হলে দেশের যেকোন জায়গা যাবেন কিনা ?
(দেশের যেকোনো জায়গা পোস্টিং হলে জব করবেন কিনা জিজ্ঞেস করলে ধরে নিতে পারেন রিটেনের কল পাবেন।)
রিটেনঃ
পূর্ণমানঃ ১০০ সময়ঃ ৯০ মিনিট
যদিও এখন রিটেন ঢাকাতে হচ্ছে। আমি রিটেন এলাকার ব্রাঞ্চে(কুষ্টিয়া) দিয়েছিলাম। ঈদের কারণে রিটেন একটু দেরীতে হয় (১৪ মে)।
রিটেনের জন্য ৬০+ মার্কস সেইফ ধরা যায় (কমবেশি হতে পারে)। রিটেন আহামরি কঠিন কিছু আসে না, যা আসে সব বেসিক থেকে। বেসিক ভালো হলে রিটেন এমনি ভালো হবে। রিটেন ভালো করার মূলমন্ত্র বলতে পারেন টাইম ম্যানেজমেন্ট। সময়ের সবকিছু লিখতে পারলে আপনার পরবর্তী ধাপে কোয়ালিফাইড হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তাই বলবো কমন না পড়লেও সবকিছু লিখে আসবেন।
রিটেনে যা আসেঃ
১.বাংলা ফোকাস রাইটিং – ১৫ নম্বর।
(কমন পাবেন নাহ, ফ্রী হ্যান্ড রাইটিং ভালো হলে ভালো করতে পারবেন)
২.ইংরেজি ফোকাস রাইটিং-১০ নম্বর। (বাংলা ফোকাসের অনুরূপ)
৩. বাংলা টু ইংলিশ অনুবাদ – ৫ নম্বর। ( কমন পাবেন না, চর্চা করলে পারবেন)
৪.ইংলিশ টু বাংলা অনুবাদ – ৫ নম্বর।
( বাংলা অনুবাদের মতো)
৫. ২ টা ম্যাথ – ২০ নম্বর ।
(খুব বেশি কঠিন আসেনা, তবে একটু ট্রিকি থাকে। এক্ষেত্রে ক্লাস ৬,৭,৮ এর ম্যাথ করলেই হবে। সুদ-কষা, কাজ দিন,ঐকিক নিয়ম,অনুপাত,নৌকাও স্রোত, শতকরা,লাভ -ক্ষতি এই টাইপের আসে। )
৬. B-E শব্দার্থ থাকে ১০ টা – ৫ নম্বর।
( আমার সময় আসছিলোঃ মূল্যবোধ, মৌসুমি বায়ু, প্রাকৃতিক দুর্যোগ)
৭.E- B শব্দার্থ ১০ টা – ৫ নম্বর।
(আমার সময় আসছিলোঃ Manifesto, Conservative আর মনে নাই)
৮.Identify Tense ৫ টা – ৫ নম্বর
(এটা মাল্টিপল কোশ্চেন, একটা Sentence থাকবে সেটা কোন Tense দাগাতে হবে)।
৯. Right Forms Of verb ৫ টা – ৫ নম্বর।
(একদমই বেসিক জিনিসগুলো আসে)
১০. Sentence Making ১০টা -১০ নম্বর।
( সহজ কিছু শব্দ থাকে সেগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরী করতে হবে। Children, Freedom, Popular)
11.Analytical Ability ৫ টা -১০ নম্বর।
(কঠিন কিছু আসে না,যেমন ৪ টা ছবি দেওয়া থাকলো কোনটা ব্যতিক্রম)
12. Letter ( Formal/ Informal) – ৫ নম্বর।
( আমার সময় আসছিলোঃ তোমার ডেইলি রুটিন জানিয়ে বন্ধু কে পত্র লিখো। নরমালি লেটারের ফরমেট টাই আসল।)
কম্পিউটার টেস্টঃ
পূর্ণমানঃ ৫০ সময়ঃ ৩০ মিনিট
কম্পিউটার টেস্ট দিই ২৯ মে। একদম বেসিক থেকে প্রশ্ন করা হয়৷ নিচে যে টপিকস গুলো বললাম সেগুলো এক এক ইউটিউবে সার্চ করে প্র্যাক্টিস করতে পারেন। আশা করি উপকৃত হবেন।
Excel : ৫ টা ছাত্রের আইডি আর বিভিন্ন বিষয়ের নম্বর দেওয়া থাকবে। সেগুলো এক্সেলে ইনপুট করে Sum Average Rank বের করতে হবে। এবং প্রশ্ন উল্লেখিত চার্টের মতো করতে হবে। (কখনো পাই চার্ট, কখনো কলাম চার্ট। প্রশ্নে যেমন দেওয়া থাকবে তেমন করতে হবে।)
Word: কম্পিউটারে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেটা কপি করে Word এ পেস্ট করতে হবে। প্রশ্নে উল্লেখিত কমান্ড অনুযায়ী Header, Footer, Alignment, Margin,Hyperlink, Watermark,Smart art, guttar,Bold, Underline, Bullet Etc করতে হবে।
সেই সাথে কম্পিউটারে আগে থেকে ৪ জন ব্যাক্তির নামসহ ছবি দেওয়া থাকবে।
সেখান থেকে ছবি নিয়ে Word এ একটা টেবিল একে নামসহ এ্যাড করে দিতে হবে।
এখানে Excel এর জন্য ২০ নম্বর ও Word এর জন্য ৩০ নম্বর বরাদ্দ থাকবে।
Excel এর কাজটা তুলনামূলক সহজ এবং কম সময়ের।তাই সাজেস্ট করবো Excel 7-8 মিনিটের মধ্যে শেষ করে বাকিসময় টুকু Word এ দেন। Word এ ছোট ছোট অনেক কাজ থাকে।
ভয় পাওয়ার কিছু নেই, একদমই বেসিক জিনিস আসে। টপিকস ধরে ধরে ইউটিউব থেকে শিখে নিতে পারবেন।
***কম্পিউটারে ৩০+ মার্কস পেলে আপনি ফাইনাল ভাইবার কল পাবেন আশা করি। অনেকে এর কম নাম্বার পেয়েও ফাইনাল ভাইবা দিয়েছে। ***
ফাইনাল ভাইবাঃ
ফাইনাল ভাইবা টা দিই ২২ জুন। আর ফাইনালি সিলেক্টেডের মেইল পাই ২৮ জুন।
আমাদের ১৩০+ জনকে মেইল করেছিলো ভাইবার জন্য । আমাদের কনফার্ম করেছে ১২০+। মানে ধরেই নিতে পারেন আপনার ড্রেসকোড ঠিক থাকলে আর ভাগ্য সহায় থাকলে ফাইনাল ভাইবা থেকে বাদ পড়ার চান্স ৫% এরও কম। (ব্যাক্তিগত মতামত)
অনেকে বলে ফাইনাল ভাইবা মানে মোটামুটি জব কনফার্ম।
ফাইনাল ভাইবা নিয়ে ভয়ের কিছু নাই। ১-২ মিনিটের ভাইবা হয়। নরমালি নাম ঠিকানা জিজ্ঞেস করেন MD স্যার।
আমার ভাইবাঃ
আমিঃ আসসালামু আলাইকুম।
MD Sir: সালামের উত্তর দিয়ে বসতে বললেন, সাথে বললেন “ইমরান “?
আমিঃ জ্বী স্যার।
MD Sir: হোমটাউন ঝিনাইদহ।
আমিঃ জ্বী স্যার, শৈলকূপা ঝিনাইদহ।
Md Sir : আচ্ছা যাও।।
সালাম দিয়ে বের হয়ে আসলাম। পুরো কথোপকথন ১০ সেকেন্ডের মত হইসিলো। তাই ভয়ের কিছু নাই। কনফিডেন্ট থাকবেন আর ড্রেসকোডটা অবশ্যই মেনে যাবেন।
ভুল ত্রুটি ক্ষমা করবেন। যেকোনো কনফিউশানে নক করতে পারেন, সাধ্যমতো চেষ্টা করবো। শুভকামনা সবার জন্য ।