HomeIFIC Bank TSO Exam Previous QuestionIFIC Bank Transaction Service Officer – Full Preparation – Guideline And Previous Year Question Solution │IFIC Bank TSO Exam Question
IFIC Bank Transaction Service Officer – Full Preparation – Guideline And Previous Year Question Solution │IFIC Bank TSO Exam Question
by – Admin LearnValy Org
কি কি ধরনের প্রশ্ন করা হয় TSO – Transaction Service Officer পদটির জন্য ?
প্রথমেই বলে নেই প্রশ্ন বেশি কঠিন হয় না যারা একাধিক ব্যাংকে পরিক্ষা দিয়েছেন তাদের জন্য বেশি সমস্যা হবে না, কিন্তু যারা নতুন তাদের একটু পড়তে হবে ।
Bangla
English
Math
General Knowledge
Ict question
Analytical Ability ও IFIC bank সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে ।
নিয়োগ প্রক্রিয়াঃ এখানে সর্বমোট ৪টি পরিক্ষা হবে ।
১. ইনিসিয়াল ভাইভা
২. লিখিত
৩. কম্পিউটার টেস্ট
৪. ফাইনাল ভাইভা
একটু বিস্তারিত দেখে নিনঃ
১. ইনিসিয়াল ভাইভাঃ এই ভাইভা তে তেমন কিছু জিজ্ঞেস করে না। তবে টাই, ব্লেজার বা স্যুট, জুতা এবং বেল্ট এর কালার মোটামুটি ফরমাল এটায়ার গুলাই দেখা হয়। (যদিও আমাকে ব্যাংকিং এর সাথে ফিন্যান্স এর সম্পর্ক জিজ্ঞেস করেছিল আমার সাব্জেক্ট ফিনান্স এন্ড ব্যাংকিং বলে)
২. লিখিতঃ লিখিত তে ২ টা ম্যাথ, ফ্রি হ্যান্ড রাইটিং(এসে), ট্রান্সলেশন ইত্যাদি আসে।
৩. কম্পিউটার টেস্টঃ কম্পিউটার টেস্টে ওয়ার্ডের কিছু কাজ যেমন লেখা মোডিফাই, সাইজ, ডিজাইন, টাইপিং স্পেসিফিক ফরমেটে এবং ফন্টে, হেডার এন্ড ফুটার, টেক্সট বক্স এগুলা আসে। এক্সেল এর কয়েক্টা কাজ করতে বলা হয় (সাধারনত স্যালারী শিট এর কিছু দেয়া থাকে বাকিটা করতে বলে বা সুত্র দিয়ে কাজ করতে বলে। পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে সাধারন ৩ টা স্লাইড বানাতে বলে। সাথে নিচের ইচ্ছে মত এনিমেশন এড করতে হয়।
৪. ফাইনাল ভাইভাঃ ফাইনাল ভাইভা তেও তেমন প্রশ্ন করেনা। কথা বলার স্টাইল আর ড্রেস আপ শুধু দেখে(এটা আমার ধারনা)। আমাকে শুধু আমি কি করি আর আমার বাবা কি করে জিজ্ঞেস করে। আর বর্তমান জব সম্পর্কে জেনেছে । মাত্র ২ মিনিটে খেল খতম।
এটা কি ধরনের জব এখানে কি কি কাজ করতে হয় ? বা এটি আসলে কোন গ্রেডের জব ?
আমি যতটুকু বুঝি ব্যাংক জব মানেই সম্মান আর এই সেক্টরে প্রবেশ করাটাও কঠিন তাই কেউ যদি এই চাকরি পেয়ে থাকেন অবশ্যই করবেন । যতক্ষন না এর চেয়ে বেটার কিছু পান । এটা আমার চিন্তাভাবনা তবে যারা জব পেয়েছেন তারা এই জব সম্পর্কে ফেসবুক গ্রুপে তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছেন নিচে দেওয়া আছে দেখে নিনঃ
জব এর ডিটেইলসঃ
- এটা এসিস্ট্যান্ট অফিসার গ্রেডের জব। ১ বছর প্রবিশনে ট্রেইনি এসিস্ট্যান্ট অফিসার। এর পরেই পার্মানেন্ট এবংএসিস্ট্যান্ট অফিসার। প্রথম ১ বছর বেতন বেসিক ১৭২০০ টাকা। সর্বসাকুল্যে ২৮৩৭০ টাকা। ব্রাঞ্চে দিলে সাধারণ ২০০০ টাকা ভাতা পাওয়া যায় মান্থলি। প্রবেশন পিরিয়ড শেষ (১ বছর পর) হলে মোট বেতন সর্বসাকুল্যে ৩৫৯৯০ টাকা।
- এছাড়া অথরাইজড ব্রাঞ্চ (এডি ব্রাঞ্চ) হলে শনিবারে অফিসের জন্য ৪০০ করে পে করে পারডে (শনিবারে ১০ টা থেকে ২ টা পর্যন্ত)। আপনার নিয়োগ হওয়ার পরে থেকেই গ্রুপ ইন্সুরেন্স এর আওতায় আসবেন। আইএফআইসি ব্যাংক আপনার হয়ে মান্থলী প্রিমিয়াম আলাদা ভাবে পে করবে। আপনি বা আপনার স্পাউস বা আপনার ২ বাচ্চা (সর্বোচ্চ) এই ৪ জনের জন্য বছরে ৪ লাখ করে সর্বোচ্চ কাভারেজ পাবেন চিকিৎসার জন্য।
- সবার জন্য ১৬ লাখ। ডকুমেন্ট জমা দেয়া সাপেক্ষ এই ইন্সুরেন্স কাভারেজ পাওয়া যায়। তাছারা কোন কারনে মারা গেলে নমিনেটেড ব্যাক্তি বা ব্যাক্তিরা এক কালিন ১৫ লক্ষ টাকা পাবেন। এছারা ব্যাংকের অন্যান্য সুবিধা তো আছেই। যেমনঃ স্যালারী একাউন্ট ফ্রী সাথে একটা পারসোনাল “আমার একাউন্ট” সেটাও কার্ড ফি, চেক ইত্যাদি ফ্রি। সার্ভিসের মান ভাল হলে কয়েক বছরে সিনিয়র অফিসার হওয়ার সুযোগ আছে। ব্রাঞ্চে হলে মাসে আরো অতিরিক্ত ২০০০ এবং এডি ব্রাঞ্চ হলে এক্সট্রা ডে এর জন্য ভাতা পাওয়া যাবে।
Step | Exam | More Details |
---|---|---|
1 | ইনিসিয়াল ভাইভা | Click Here ! |
2 | লিখিত | Click Here ! |
3 | কম্পিউটার টেস্ট | Click Here ! |
4 | ফাইনাল ভাইভা | Click Here ! |