যেকোনো স্কুল বা কলেজের শিক্ষক নিয়োগে আবেদন করার জন্য এই জীবনবৃত্তান্তটি পেরন করা যেতে পারে । উল্লেখিত স্থানে আপনার নিজের তথ্য দিয়ে পূরণ করে নিন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি স্বহস্তে লিখতে পারেন বা কম্পিউটার কম্পোজ করে নিতে পারেন , তবে কোনো প্রতিষ্ঠান যদি উল্লেখ করে দেয় স্বহস্তে লিখতে হবে তবে সেটি অনুসরণ করতে হবে ।
বরাবর,
প্রধান শিক্ষক
**** স্কুল এ্যান্ড কলেজ
মিরপুর, ঢাকা
বিষয়: সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রসঙ্গে।
জনাব,
১. নাম:
২. পিতার নাম:
৩. মাতার নাম:
৪. ঠিকানা:
৫. জন্ম তারিখ:
৬. ধর্ম:
৭. জাতীয়তা:
৮. শিক্ষাগত যোগ্যতা:
পরিক্ষা – বিভাগ – পাশের সন – বোর্ড/ বিশ্ববিদ্যালয় – প্রাপ্ত জিপিএ
৯. অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ
১০. কোচিং ও প্রাইভেট ব্যাচে পাঠদানে প্রায় ১০ বছরের বাস্তব অভিজ্ঞাতা ।
বিনীত নিবেদক,
নিজের নাম
সংযুক্তি :
১. সকল শিক্ষা সনদ
২. জাতীয় পরিচয় পত্রের কপি
৩. পাসপোর্ট ছবি ২ কপি
—————-End—————–
শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিত অন্যান্য সকল প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করতে পারেন –
বরাবর,
ব্র্যাক হিউম্যান রিসোর্স এন্ড লার্নিং ডিভিশন,
আর ডি এ সেকশন,
ব্র্যাক সেন্টার (৫ম তলা),
৭৫ মহাখালি, ঢাকা – ১২১২
বিষয়ঃ ঋণ কর্মকর্তা ,প্রগতি’’ পদে চাকরির জন্য আবেদন ।
জনাব,
সবিনয়ে নিবেদন এই যে , গত ১৩/০৯/১৯ ইং তারিখে প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, ব্র্যাক এ ঋণ কর্মকর্তা (প্রগতি) পদে লোক নিয়োগ করা হবে । উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমি আমার শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় তথ্যাবলি আপনার সমীপে পেশ করলাম ।
নাম :
পিতার নাম :
মাতার নাম :
বর্তমান ঠিকানা:
স্থায়ী ঠিকানা :
নিজ জেলা:
জন্ম তারিখ:
জাতীয়তা :
ধর্ম :
জাতীয় পরিচয় পত্র নম্বর:
মোবাইল:
শিক্ষাগত যোগ্যতা:
পরিক্ষার নাম
বিভাগ
পাশের সন
বোর্ড/বিশ্ববিদ্যালয়
প্রাপ্ত গ্রেড
অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষন প্রাপ্ত ও অভিজ্ঞ ।
অতএব, মহোদয়ের সমীপে আকুল আবেদন এই যে, আমাকে উক্ত পদে নিয়োগ দান করলে আমি আমার সততা ও কর্ম প্রচেষ্টার দ্বারা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের পাশাপাশি নিজের ক্যারিয়ার গড়তে সক্ষম হবো ।
বিনীত নিবেদক,
নিজের নাম
সংযুক্তি,
১. সকল পরিক্ষার সত্যায়িত সনদপত্র
২.পাসফোর্ট সাইজের সত্যায়িত ২ কপি ছবি
৩. জাতীয় পরিচয় পত্র
More Viewed Post In Recent Time:
Nice blog!
You may also visit my blog and leave your sweet comment.
Online Study Care 24
ENGLISH FOR TODAY | Class Eight
ENGLISH FOR TODAY | Classes Nine-Ten
ENGLISH FOR TODAY | Classes Eleven-Twelve