কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – স্টোর কিপার।
Exam: 0১/12/2017:
৭১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি
নাটক –
কৃষ্ণকুমারী ।
৭২) সৈয়দ মুজতবা আলী রচিত ‘দেশে বিদেশে’ একটি
–
ভ্রমন কাহিনী।
৭৩) পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের উপজীব্য
বিষয়
হলো – মুক্তিযুুদ্ধ।
৭৪) বাগধার অর্থ নির্ণয় করুন:ঘটিরাম – মূর্খ।
৭৫) নিচের কোন বানানটি সঠিক – বিভীষিকা।
৭৬) জসীমউদ্দীন কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের
অন্তর্ভূক্ত – রাখালী।
৭৭) এককথায় প্রকাশ করুন: ফল পাকলে যে গাছ মরে
যায় –
ওষধি।
৭৮) লাবণ্য কোন উপন্যাসের চরিত্র – শেষের
কবিতা।
৭৯) নিচের কোনটি সমরেশ বাবুর ছদ্দনাম – কালকূট।
৮০) নিচের কোনটি ক্রমবাচক সংখ্যা – সপ্তম।
৮১) সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত বিষয়
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের অধীন BRTA –
মোটরযান পরিদর্শক।
Exam: 08/12/2017:
৩৯) ‘মা , তোর বদলখানি মলিন হলে আমি নয়নজলে
ভাসি’ – চরনটির রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর।
৪০) ’সবার উপর মানুষ সত্য , তাহার উপর নাই- পঙক্তিটি কে রচনা করেন – চন্ডীদাস।
৪১) ‘কুয়াসার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়ায়’- কে আসবেন – জীবনানন্দ দাশ।
৪২) সেলিনা হোসেন কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে – পোকামাকড়ের ঘরবসতি।
৪৩) কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি – নীলপদ্ম।
৪৪) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রয়ারি
গানটির প্রথম সুরকার কে -আবদুল লতিফ।
৪৫) বাংলার গদ্যের জনক বলা হয় – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
৪৬) কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে – তুমি ভাই আমার কাজটি করে দিও তো।
৪৭) কোন শব্দটি শুদ্ধ বানানো লেখা হয়েছে – দ্বন্দ্ব।
৪৮) জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা কোনটি – একাত্তরের দিনগুলি।
৪৯) কোনটি মধ্যযুগের রচনা – মনসামঙ্গল।
৫০) বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশুকিশোর রচনা কোনটি – লাল নীল দীপাবলি।
৫১) ভাষা আন্দোলনের ভিত্তিক ‘কবর’ গ্রন্থটির রচয়িতা কে – মুনীর চৌধুরী।
৫২) ‘ঘর’ শব্দটির সমার্থক কোনটি – সদন।
৫৩) প্রমিত চলিত রীতির বাক্য কোনটি – খেয়ে দেয়ে শুয়ে পড়লাম।
৫৪) মুক্তিযুদ্ধ – ভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো – বন্দী শিবির থেকে।
৫৫) চলিত গদ্য রীতির ধারা প্রবর্তন করে কোন পত্রিকা – সবুজপত্র।
৫৬) খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় – মরমি গানটির রচয়িতা কে – লালন শাহ।
Agrani Bank Limted: Officer (Cash).
Exam: 15/12/2017:
১) নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ – তস্কর।
২ যে বাগধারাটি অন্যগুলো থেকে স্বতন্ত্র-
মানিকজোড়।
৩) পর কে পালন করে যে – পরভৃৎ।
৪) প্রত্যয়বাচক শব্দের দৃষ্টান্ত – শোওয়া।
৫) লাইলী-মজনু প্রণয়োনখ্যান সম্পাদনা করেন – আহমদ শরীফ।
৬) বিভুঁই শব্দে ’বি’ উপসর্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে – ভিন্নতা।
৭) উত্তম পুরুষ উপন্যাসের রচিয়তা – রশিদ করিম।
৮) মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় – অহিংসা, (মানিক বন্দোপাধ্যায়)।
৯) ‘বিদেশী ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষত হইবার পর,আগে নয়।’ লেখাটি কার – আবুল মনসুর আহমদের।
১০) ঠিক বানানটি হলো- পূর্বাহ্ণ।
১১) সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে যে উপন্যাসে – ওস্কার।
১২) OMBUDSMAN ‘ এর বাংলা পরিভাষা হলো – ন্যায়পাল।
১৩) ‘to kick the bucket এর সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দবন্ধ – পটল তোলা।
১৪) আসাদের শার্ট কবিতাটির রচয়িতা – শামসুর রহমান।
১৫) লিপিকা যে ধরনের গ্রন্থ – গদ্য।
১৬) রাত্রিকালীন যুদ্ধের সংক্ষিপ্ত রুপ- সৌপ্তিক।
Uttara Bank Limited: Assistant Officer (Cash).
Exam: 08/12/2017:
১৭) প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যের উদ্দেশ্য হলো –আনন্দ দান।
১৮) নিচের কোন বানানটি শুদ্ধ – নির্মীলিত।
১৯) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি–প্রভাবতী সম্ভাষন।
২০) আলাওলের রচনা নয় কোনটি – ইউসুফ- জোলাখা
( বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর।
২১) বঙ্গভাষা শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত অবলম্বন করেছেন কোন রীতি – শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয়
২২) মুখর এর বিপরীত শব্দ – মৌনী।
২৩) কোনটি শুদ্ধ – সমীচীন।
২৪) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ডিগ্রি প্রদান করে – সম্মানসূচক ডি.লিট।
২৫) কবর কবিতাটি প্রথম যখন স্কুলপাঠ্য হিসেবে অন্তভুক্ত হয় তখন জসীমউদ্দীন ছিলেন – বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
২৬) বাংলা ভাষার যতি চিহ্নর প্রচলন করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
২৭) সংশয় এর বিপরীতর্থক শব্দ – প্রত্যয়।
২৮) কবি সুফিয়া কামলের পৈতৃক নিবাস কোন জেলায় – কুমিল্লায়।
২৯) ‘যে নারীর সন্তান হয না ‘ তাকে এক কথায় কি বলে – বন্ধ্যা।
৩০) ’ফেলো কড়ি, মাখো তেঁল ‘ বলতে বোঝায় – আবদারহীন নগদ কারবার।
৩১) সমভিব্যাহার শব্দের অর্থ কী – একত্রে গমন।
৩২) ’কাকভূষন্ডি’ বাগধারর অর্থ কী – দীর্ঘায়ু ব্যক্তি।
৩৩) কোনটি চাঁদের সমার্থ শব্দ নয় – তুরগ ( ঘোরা) ।
৩৪) বাংলা সাহিত্যে ‘অন্ধকার যুগ’ সম্পর্কিত ধারনাকে খন্ডন করেছেন – আহমদ শরীফ।
৩৫) কোনটি পর্তুগিজ শব্দ নয় – আলবেলা।
৩৬) টষ্কার বলতে বোঝায় – ধনুকের ধ্বনি।
৩৭) ‘যাকে ভাষায় প্রকাশ করা যায় না’ – এককথায় বলে –
অনির্বচনীয়।
৩৮) দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম
বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে – তেতাল্লিশ ।
**৯ম-১০ম শ্রেনীর বাংলা ব্যাকরণ বই হতে গুরুত্বপূর্ণ ও কমন উপযোগী MCQ – যা BCS সহ সকল সরকারি চাকরির পরীক্ষাই ১০০% কমন উপযোগী প্রশ্ন ( View Post )
**Bank, BCS, ও সরকারি চাকরির জন্য কমন উপযোগী গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ ( view post )
**বাংলাদেশের সকল স্মরণীয় দিবস গুলো জেনে রাখুন ( view post )
**সৌমিত্র শেখর স্যার এর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা থেকে বাছাইকৃত এক কথায় প্রকাশ – ৩য় অংশ ( view post )
**এক নজরে বাংলা বর্ণমালা (view post )