Hisab somikoron ki - Hisab somikoron er babohar

হিসাব সমীকরণ :
হিসাব সমীকরণের মৌলিক সমিকরন হলো , সম্পত্তি=দায়+মালিকানা
বর্ধিত সমীকরণ হলো , সম্পদ = দায় +মূলধন - উত্তোলন +আয়- ব্যয়
অথবা , সম্পদ – দায়= মূলধন – উত্তোলন +আয় – ব্যয়
অথবা, সম্পদ+ উত্তোলন = দায়+ মূলধন +আয় –ব্যয়
কৌশলঃ গাণিতিক নিয়মেই সমীকরণের পরিবর্তন হবে। (=) চিহ্নের ডানে যদি যোগ অবস্থায় থাকে , তা বামে আসলে বিয়োগ হয়ে যাবে।
একমালিকানা মৌলিক সমীকরণঃ সম্পত্তি=দায়+মালিকানা
একমালিকানা প্রসারিত সমীকরণঃ সম্পত্তি=দায়+মালিকানা- উত্তোলন +আয়-ব্যয়
কোম্পানির প্রসারিত সমীকরণঃ সম্পত্তি=দায়+ পরিশোধিত মূলধন+ জমাকৃত মুনাফা- ট্রেজারি স্টক –লভ্যাংশ +আয়- ব্যয়

হিসাব সমীকরণে সম্পদ ও দায়ের পরিবর্তনঃ
সম্পদঃ স্বভাবিক ব্যালেন্স – ডেবিট

বৃদ্ধি পেলে –ডেবিট
হ্রাস পেলে – ক্রেডিট
দায়ঃ স্বভাবিক ব্যালেন্স – ক্রেডিট

বৃদ্ধি পেলে – ক্রেডিট
হ্রাস পেলে – ডেবিট

হিসাব সমীকরণে মালিকানা স্বত্বের পরিবর্তনঃ
মালিক কতৃক বিনিয়োগ, আয় বৃদ্ধি, খরচ হ্রাস ইত্যাদি মালিকানা বৃদ্ধি করে।
মালিক কতৃক উত্তোলন, ব্যয় বৃদ্ধি, আয় হ্রাস ইত্যাদি মালিকানা হ্রাস করে।

খরচ কম দেখানো হলে/না দেখানো হলেঃ

মোট ব্যয় কম দেখানো হবে
মোট লাভ/নীট লাভ/মালিকানা/কর বেশি দেখানো হবে।

খরচ বেশী দেখানো হলেঃ

মোট ব্যয় বেশী দেখানো হবে
মোট লাভ/নীট লাভ/মালিকানা/কর কম দেখানো হবে।
[NB: আয়ের ক্ষেত্রে ঠিক ব্যয় এর ঊল্টা টা হবে ]

হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব নির্ণয়ের উপায়ঃ [ সহজ উপায় ]
Step 1: লেনদেনটির জাবেদা নির্ণয় করতে হবে।
Step 2: জাবেদা থেকে সমীকরণের উপাদান (আয়, ব্যয়,মালিকের সত্ত্ব,, খরচ,উত্তোলন ) চিহ্নিত করতে হবে।
Step 3: উপাদান গুলোর স্বাভবিক ব্যালেন্স ও বর্তমান ব্যালেন্স তুলনা করে প্রভাব নির্ধারণ করতে হবে।
হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব এবং উদ্বর্তপত্রের ২ পাশের পরিবর্তন বা প্রভাব একই বিষয়।

সমীকরণের পরিবর্তনের ধরনঃ
আর্থিক অবস্থার পরিবর্তন ২ ধরনের হয়।

পরিমাণগত/ নীট পরিবর্তন
গুনগত/ কাঠামোগত পরিবর্তন
পরিমানগত/ নীট পরিবর্তনঃ যদি কোন লেনদেনের ফলে উদ্বৃত্ত পত্রের যোগ ফল প্রভাবিত হয় তাকে নীট পরিবর্তন বলে।
গুনগত/ কাঠামোগত পরিবর্তনঃ যদি কোন লেনদেনের ফলে উদ্বৃত্ত পত্রের যোগ ফল প্রভাবিত না হয় তাকে গুনগত/ কাঠামোগত পরিবর্তন বলে।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.