skip
Wednesday , May 31 2023

Primary Teachers Exam Analysis MCQ Model-1

প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis-2023

Model Test-1

1. He Works Hard to manage the hard work. Here the word ‘hard’ is a/an –
a. Adverb
b. Adjective
c. Adverbial adjunct
d. Adjectival complement
2. I Don’t lose, but yours was a better buy. In this sentence ‘buy’ is used as –
a. Verb
b. Noun
c. Adjective
d. A subject
3. What is the adjective of the word ‘Heart’?
a. Heart
b. Hearten
c. Heartening
d. Heartful
4. The word diabetic is –
a. Noun
b. Adjective
c. Pronoun
d. Both a&b
5. Noun of the ‘Know’ is –
a. Knowing
b. Known
c. Knowledge
d. Unknown
6. The cricket match was telecast live. Here the word ‘live’ is a/an –
a. A noun
b. A verb
c. An Adjective
d. An adverb
7. He is little known – Here ‘little’ is –
a. Pronoun
b. Verb
c. Adjective
d. Adverb
8. A rolling stone gathers no moss. Here ‘rolling’ is a/an –
a. Gerund
b. Verbal adjective
c. Verbal noun
d. Perfect participle
9. He actually wanted to have motherly affection from her. The ‘motherly’ word is a/an –
a. Noun
b. Adjective
c. Adverb
D. None of these
10. Priya has slept only three hours. Here the word ‘three’ is a/an –
a. Noun
b. Adjective
c. Adverb
d. Preposition
11. Look before you leap. The word ‘before’ used in the sentence is –
a. Preposition
b. Conjunction
c.Adverb
d. Noun
12. Which one is Reflexive Pronoun?
a. Each
b. Who
c. Myself
d. He
13. What kind of noun is ‘Girl’?
a. Profer
b. Common
c. Collective
d. Material
14. Which one is abstract noun?
a. Man
b. Jury
c. Long
d. Hight
15. Which one of the following is not a collective noun?
a. Class
b. Audience
c. Peer
d. Public
16. He sat beside me. Here ‘beside’ is –
a. An adverb
b. A Preposition
c. An adjective
d. An adverb
17. Man cannot live alone. The word alone is used here as-
a. Pronoun
b. Preposition
c. Adjective
d. Adverb
18. Which of the following words can be used as a verb?
a. Mister
b. Master
c. Mistress
d. Mastery
19. Who, Which, What’ are –
a. Demonstrative pronoun
b. Relative pronoun
c. Reflexive pronoun
d. Indefinite pronoun
20. Which of the following is not a collective noun?
a. Navy
b. Public
c. Love
d. Orchestra
Answer sheet:
1.A 2.B 3.C 4.D 5.C 6.D 7.D 8.B 9.B 10.C 11.B 12.C 13.B 14.D 15.C 16.B 17.D 18.B 19.B 20.C
২১. দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অংক দুটির অন্তর ২, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ। অপেক্ষা ৬ কম। সংখ্যাটি কত?
ক. ৪৬
খ, ৩৫
গ. ২৪
ঘ. ৫৭
২২. একটি সংখ্যা থেকে ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত?
ক. ৬০
খ. ৩০
গ. ৫০
ঘ. ৫৬
২৩. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৭২০ হলে সংখ্য তিনটির যোগফল হবে-
ক. ২৪
খ. ২৭
গ. ৩০
ঘ. ২১
২৪. ৫, ৫, ৬, ৭, ৭ সংখ্যাগুলো থেকে ৩ অঙ্কের কতগুলো সংখ্য গঠন করা যাবে?
ক. ২৬
খ. ২৮
গ. ২২
ঘ. ২৪
২৫. দুটি ধনাত্নক সংখ্যার বর্গের সমষ্টি ২৫০ এবং সংখ্যা দুটির গুণফল ১১৭ হলে সংখ্যা দুটি কি কি?
ক. ১৪, ৮
খ. ১৫, ৫
গ. ১২, ৬
ঘ. ১৩, ৯
২৬. একটি সংখা ৭৪২ থেকে যত বড়, ৮৩০ থেকে তত ছোট, সংখাটি কত?
ক. ৭৮৫
খ. ৭৮৬
গ. ৭৮৮
ঘ. ৭৮৭
২৭. কোন সংখার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪-এর বর্গ হবে?
ক. ৩৬
খ. ৯
গ. ১৬
ঘ. ২৫
২৮. দুটি সংখার যোগফল ৮। যদি সংখাগুলো ৩ঃ১ অনুপাতে থাকে তবে সংখাগুলোর গুনফল হবে –
ক. ১০
খ. ১২
গ. ১৫
ঘ. ১৮
২৯. তিনটি ক্রমিক সংখার গুনফল ২১০ হলে, সংখা তিনটির যোগফল হবে –
ক. ১২
খ. ১৪
গ. ১৬
ঘ. ১৮
৩০. দুটি ক্রমিক জোড় সংখার অনুপাত ১ঃ২। সংখা দুটি নির্নয় করো?
ক. ১ এবং ২
খ. ২ এবং ৪
গ. ৪ এবং ৮
ঘ. ৮ এবং ১৬
৩১. একটি সংখার বর্গের সাথে ৪ যোগ করলে যোগফল ৪০ হয়। সংখাটি কত?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
৩২. ০, ১, ২, এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখার বিয়োগফল কত?
ক. ৩১৪৭
খ. ২২৮৭
গ. ২৯৮৭
ঘ. ২১৮৭
৩৩. নিঃশেষে বিভাজ্য না হলে কোনটি নির্ভুল?
ক. ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
খ. ভাজ্য = (ভাজক + ভাগশেষ) × ভাগফল
গ. ভাজ্য = (ভাগশেষ × ভাগফল) = ভাজক
ঘ. ভাজ্য = (ভাজক + ভাগফল) × ভাগশেষ
৩৪. ৩১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখা কতটি?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
৩৫. ৭০ থেকে ৮০ এর মধ্যে মৌলিক সংখা কতটি?
ক. ৩ টি
খ. ৫ টি
গ. ৭ টি
ঘ. ২ টি
৩৬. ৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখাগুলোর গুনফল কত হবে?
ক. ২০
খ. ২৫
গ. ৩০
ঘ. ৩৫
৩৭. ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা-
ক. ৫
খ. ৩
গ. ৭
ঘ. ৪
৩৮. নিচের কোন সংখ্যাটি মৌলিক?
ক. ৪৯
খ. ৫১
গ. ৫৩
ঘ. ৫৫
৩৯. নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখা বেজোড়?
ক. ২০৪৮
খ. ১০২৪
গ. ৫১২
ঘ. ৪৮
৪০. ‘x’ সংখ্যক ক্রমিক সাধারন বিজোড় সংখার যোগফল কত?
ক. x
খ. 2x
গ. x2
ঘ. 2x + 1
২১.গ ২২.গ ২৩.খ ২৪.ঘ ২৫.ঘ ২৬.খ ২৭.ক ২৮.খ ২৯.ঘ ৩০.খ ৩১.গ ৩২.ঘ ৩৩.ক ৩৪.খ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.গ ৩৯.খ ৪০.গ
৪১. ‘পরশ্ব’ শব্দটির অর্থ কি?
ক. পরশু
খ. কোকিল
গ. পরের ধন
ঘ. পার্শ্ববর্তী
৪২. কোনটি রাত্রি শব্দের সমার্থক শব্দ নয়?
ক. শর্বরী
খ. কাদম্বিনী
গ. যামিনী
ঘ. যশদা
৪৩. ‘নির্বন্ধ’ অর্থ-
ক. বিধান
খ. আগ্রহ
গ. নিবিড়
ঘ. সত্যাসত্য
৪৪. ‘অনিল’ শব্দের অর্থ কি?
ক. বাতাস
খ. যা নীল নয়
গ. কোকিল
ঘ. জল
৪৫. ‘সুপ্ত’ শব্দের সঠিক অর্থ কি?
ক. সহৃদ
খ. সুন্দর
গ. গরমিল
ঘ. নিদ্রিত
৪৬. ‘অপলাপ’ শব্দের অর্থ কি?
ক. মিথ্যাচার
খ. অস্বীকার
গ. প্রলাপ
ঘ. সদালাপ
৪৭. ‘মনোরম’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. কটিন
খ. উদ্ধত
গ. অকল্পনীয়
ঘ. অনুপম
৪৮. ‘নেত্র’ শব্দের সঠিক অর্থ কোনটি?
ক. চোখ
খ. চন্দ্র
গ. সূর্য
ঘ. ক্ষেত্র
৪৯. ‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কি?
ক. পোষক
খ. সাজসজ্জা
গ. উপকরণ
ঘ. কেনাবেচা
৫০. ‘নন্দিনী এর সমার্থক শব্দ কোনটি?
ক. ননতিনী
খ. নারী
গ. তনয়া
ঘ. সুন্দরী
৫১. কোন বানানটি শুদ্ধ?
ক. বিভিষীকা
খ. বিভীষিকা
গ. বীভিষিকা
ঘ. বীভিষীকা
৫২. নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?
ক. শিরচ্ছেদ
খ. শিরশ্ছেদ
গ. শিরোচ্ছেদ
ঘ. শিরচ্ছেদ
৫৩. নির্ভূল বানান কোনটি?
ক. স্বায়ত্ব
খ. স্বায়াত্ব
গ. স্বায়ত্ত্ব
ঘ. স্বায়ত্ত
৫৪. কোন বানানটি শুদ্ধ?
ক. শান্তনা
খ. শান্ত্বনা
গ. সান্ত্বনা
ঘ. সান্তনা
৫৫. নিম্নোক্ত শব্দ সমূহের মধ্যে অশুদ্ধ শব্দটি চিহৃিত করুন-
ক. বীণাপাণি
খ. মূঢ়
গ. চরিত্র
ঘ. প্রত্যুষ
৫৬. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. শ্রদ্ধঞ্জলি
খ. শ্রদ্ধাঞ্জলি
গ. শ্রদ্ধাঞ্জলী
ঘ. শ্রদ্ধাঞ্জলী
৫৭. কোন শব্দের বানান শুদ্ধ?
ক. শাশুড়ি
খ. শাসুড়ি
গ. সাশুড়ি
ঘ. শ্বাশুড়ি
৫৮. কোন বানানটি শুদ্ধ?
ক. বুদ্ধিজীবি
খ. বুদ্ধিজীবী
গ. বুদ্ধিজিবি
ঘ. বুূ্দ্ধিজিবী
৫৯. ‘চাদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. যামিনী
খ. বিধু
গ. তটিনী
ঘ. ঊর্মি
৬০. ‘আফতাব’ শব্দের অর্থ কি?
ক. অর্ণব
খ. রাতুল
গ. অর্ক
ঘ. জলধি
৪১.ক ৪২.খ ৪৩.ক ৪৪.ক ৪৫.ঘ ৪৬.ঘ ৪৭.ঘ ৪৮.ক ৪৯.ঘ ৫০.গ ৫১.খ ৫২.খ ৫৩.ঘ ৫৪.গ ৫৫.ঘ ৫৬.খ ৫৭.ক ৫৮.খ ৫৯.খ ৬০.গ
৬১. খনার বচনে প্রধান্য পেয়েছে-
ক. শিল্প
খ. কৃষি
গ. সাহিত্য
ঘ. বিজ্ঞান
৬২. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
ক. পদ্মগোখরা
খ. পদ্মপূরাণ
গ. পদ্মাবতী
ঘ. পদ্মরাগ
৬৩. ‘আমার ঘরের চাবি পরের হাতে’ – গানটির রচয়িতা কে?
ক. লালন শাহ
খ. হাসন রাজা
গ. পাগলা কানন
ঘ. রাধারমণ দত্ত
৬৪. জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় –
ক. ৪ মে
খ. ২ এপ্রিল
গ. ৪ এপ্রিল
ঘ. ২ মে
৬৫. কালবৈশাখীর ইংরেজি –
ক. Dark Westerline
খ. West Westerline
গ. North Westerline
ঘ. Black Westerline
৬৬. BIMSTEC – এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ব্যাংকক
খ. থিম্বু
গ. ঢাকা
ঘ. দিল্লী
৬৭. ‘অঙ্গ জুড়ে তোমার ছায়ায় এসে’ – এখানে ‘ছায়া’ বলতে কি বোঝানো হয়েছে?
ক. গাছের ছায়া
খ. জন্মভূমির আশ্রয়
গ. মায়ের কোল
ঘ. জন্মভূমির প্রকৃতি
৬৮. বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?
ক. ২০০৪
খ. ২০১৫
গ. ২০০৮
ঘ. ২০১১
৬৯. ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে?
ক. ১৫
খ. ১৬
গ. ১৩
ঘ. ১৪
৭০. নিচের কোনটি ‘সুনীল অর্থনীতি’র সাথে সম্পর্কিত?
ক. খনিজ সম্পদ
খ. মৎস সম্পদ
গ. সমুদ্র সম্পদ
ঘ. বনজ সম্পদ
৭১. উইকিপিডিয়া কি?
ক. ডেটাবেইজ
খ. মুক্ত বিশ্বকোষ
গ. স্টার্ট ফোন
ঘ. উন্মুক্ত সফটওয়্যার
৭২. কত বছরের গড় আবহাওয়াকে কোন অঞ্চলের জলবায়ু বলে?
ক. ১০-১২
খ. ২০-৩০
গ. ৩০-৪০
ঘ. ২৫-৩৫
৭৩. ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?
ক. হাসান আজিজুল হক
খ. সৈয়দ শামসুল হক
গ. হুমায়ুন আজাদ
ঘ. জাহানারা ইমাম
৭৪. ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হয়?
ক.১২৬
খ. ১২৩
গ. ১২৪
ঘ. ১২৫
৭৫. মুক্তিযুদ্ধকালে জর্জ হারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?
ক. কনসার্ট ১৯৭১
খ. কনসার্ট ফর বাংলাদেশ
গ. কান্ট্রি কনসার্ট
ঘ. লিবারেশন কনসার্ট
৭৬. শেখ মুজিবুর রহমান কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হয়?
ক. ১৯৬৯
খ. ১৯৭১
গ. ১৯৫২
ঘ. ১৯৬৬
৭৭. উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্ব কত কি. মি?
ক. ২৫
খ. ২৫.১০
গ. ২০.১০
ঘ. ২০.৫০
৭৮. এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরী রড’- এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?
ক. শিকাগো আর্ট মিউজিয়াম
খ. প্যারিস মিউজিয়াম
গ. বিট্রিশ মিউজিয়াম
ঘ. কায়রো মিউজিয়াম
৭৯. ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?
ক. এলডিএল
খ. এইচডিএল
গ. এমডিএল
ঘ. টিডিএল
৮০. GPS এর পূর্ণাঙ্গ রুপ কি?
ক. General Pointing System
খ. Global Processing System
গ. Global Positioning System
ঘ. General Positioning System
৬১.খ ৬২.ক ৬৩.ক ৬৪.খ ৬৫.গ ৬৬.গ ৬৭.খ ৬৮.ঘ ৬৯.ক ৭০.গ ৭১.খ ৭২.গ ৭৩.ঘ ৭৪.গ ৭৫.খ ৭৬.ক ৭৭.গ ৭৮.খ ৭৯.খ ৮০.গ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !