skip
Tuesday , June 6 2023

Primary Teachers Exam Math Suggestion

১.ঘন্টার অংক
২.ত্রিভূজের অংক
৩.শতকরার অংক
৪.জনসংখ্যার অংক
৫.আয়তকার ক্ষেত্রফলে অংক
৬.খুঁটি ভাঙ্গার
৭.চৌবাচ্চার অংক
৮.ভগ্নাংশের
৯.বর্গের অংক
১০.স্বাভাবিক সংখ্যার অংক
১১. দুরত্বের অংক
১২.গ.সা.গু এর অংক
১৩.ধারার অংক
১৪.মান নির্ণয়ের অংক
১৫.সমকোণী ত্রিভূজের অংক

অনেকেই জানতে চেয়েছেন সেরা প্রস্তুতির জন্য গণিত কোথায় পাবো বা কোন বই থেকে গনিত করলে ভালো হয়  ?

যাদের প্রিপারেশন মোটামুটি তাদের জন্য বেস্ট হবে রিছেন্ট গভমেন্ট জব সলিউশন থেকে গনিত করতে পারেন । কারন এখানে আপনি সকল ধরনের গনিত পাবেন । তবে এই বই থেকে অফিস সহকারী এবং এই জাতীয় পোষ্ট গুলোর অংকগুলো বেশি ভালো করে করবেন । হুবহু রিপিট না হলেও কিছুটা এই জাতীয় গনিত পাবেন । এছাড়াও Khairuls Basic Math বইটা দেখে গনিত করতে পারেন এখানে গনিতগুলো পরিপাটি করে সাজানো আছে আপনার বুঝতে সুবিধা হবে । Inception Plus বইটিতে বেশ কিছু অংক পাবেন । ক্লাস ১০ পর্যন্ত বেশ কিছু গনিত দেওয়া আছে । করতে পারেন ।

** Professors Job Solution থেকে প্রথমে বিগত Primary Teachers Exam এর প্রশ্নগুলো দেখে নিতে পারেন একটা প্রাথমিক ধারনা পাবেন ।

বিঃদ্রঃ ডাউনলোড করতে গিয়ে বেশি বিচলিত হবেন না বা তাড়াহুরো করবেন না । আমাদের ওয়েবসাইটে কোনো ফেইক ডাউনলোড বা ফাইল মিসিং নেই । একটু সময় নিয়ে পড়ুন এবং যেভাবে বলা আছে সেই অনুযায়ী ডাউনলোড করুন ।

অনেকে আছেন যারা অযথা কমেন্ট করে জিজ্ঞাসা করেন কিভাবে ডাউনলোড করব তাদের উদ্দেশে বলে দেয় আমাদের এই সাইটের সকল ফাইল আপনি অবশ্যই ডাউনলোড করতে পারবেন । আমরা সাধারণত গুগোল ড্রাইভ এর লিংক শেয়ার করে থাকি এখান থেকে আপনি নিরাপদ এবং খুব দ্রুত যেকোনো পিডিএফ বা অন্যান্য সকল ফাইল সংগ্রহ করতে পারবেনআর একটি কথা বলে রাখা দরকার এই সাইটটি কোন প্রকার ফেইক ডাউনলোড পোস্ট করে থাকে না সুতরাং যেখানে দেখবেন পিডিএফ ডাউনলোড বা ফাইল ডাউনলোডের কথা বলা আছে মনে রাখবেন আপনি অবশ্যই সেই পোষ্টটি থেকে আপনার কাংখিত পিডিএফ বা অন্যান্য ফাইল গুলো ডাউনলোড করে নিতে পারবেন । প্রতিটি ডাউনলোড বাটনে একটি টাইমার সংযুক্ত করা আছে । মূলত ফাইল গুলো প্রস্তুত হতে বেশ কিছুটা সময় লাগে সেকারণে ডাউনলোড টাইমার দেওয়া হয় । কিছু কিছু স্বয়ংক্রিয় ডাউনলোড টাইমার থাকতে পারে, সেক্ষেত্রে টাইমার দেখলে ভয় পাবার কিছু নেই টাইমার শেষ হলে কোন দুর্ঘটনা ঘটবে না আপনার মুল্যবান সময়ের কিছুটা দিয়ে সেখানে অপেক্ষা করুন টাইমার পুরোপুরি শেষ হলে ডাউনলোড বাটন পেয়ে যাবেন ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !