
Professor’s Primary Teacher Exam’s Suppliment 2021
লিখিত পরীক্ষা নেওয়া হবে বহু নির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে ।
প্রশ্ন করা হবে –
* বাংলা
* ইংরেজি
* গণিত
* সাধারণ জ্ঞান
* তথ্য-প্রযুক্তি ও কম্পিউটার
প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি এমসিকিউ প্রশ্ন থাকবে । প্রতিটি প্রশ্নের মান ১ ।
নেগেটিভ মার্কিং মানবণ্টনে পরিবর্তন না এলেও এবার চালু হচ্ছে নেগেটিভ মার্কিং । একটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর । ফলে চারটি প্রশ্নের ভুল উত্তর দিলে ১ নম্বর কাটা যাবে । তাই নিশ্চিত না হয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়া ঠিক হবে না ।
বাংলা:
*বিপরীত শব্দ
সমার্থক শব্দ
শুদ্ধ বানান
এককথায় প্রকাশ
বাগধারা
*সমাস
সন্ধি
কারক-বিভক্তি
দ্বিরুক্ত শব্দ
ধ্বনি
বর্ণ
বাক্য (সরল,জটিল,যৌগিক)
পদ নির্ণয়
*ছদ্মনাম/উপাধি
প্রচীন যুগ,মধ্যযুগ: থেকে ১ অথবা ২ মার্কস আসতে পারে তবে মধ্যযুগ বেশি গুরুত্বপূর্ণ,আধুনিক যুগের সাহিত্য কর্মের মধ্যে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস/রচনাসমগ্র(১/২ মার্কস)এবং পরিচিত কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যু নিয়ে ১/২ মার্কস আসতে পারে যেগুলো পারার মত ।
ইংরেজি:
*Grammar –
Right forms of verb,
Tense,
Preposition,
Parts of Speech,
Voice,
Narration,
Spelling,
Sentence
Correction
Phrase and Idioms,
Synonym,
Antonym.
Translation (Bangla To English | English To Bangla)
গণিত:
* পাটিগণিতঃ
ঐকিক নিয়ম
ল.সা.গু
গ.সা.গু
শতকরা
লাভ-ক্ষতি – মুনাফা
দশমিকের (যোগ,বিয়োগ,গুণ*,ভাগ*)
অনুপাত:সমানুপাত
সংখ্যা পদ্ধতি
*বীজগাণিতিকঃ
মান নির্ণয়
উৎপাদক নির্ণয়
*পরিসংখ্যানঃ
গড়
মধ্যক
প্রচুরক নির্ণয়
*জ্যামিতিঃ
ত্রিভুজক্ষেত্র
বর্গক্ষেত্র
আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংক সমূহ
সরলরেখা
ধারা
*পরিমিতিঃ
উচ্চতা সঙ্ক্রান্ত থাকেত পারে
সাধারণ জ্ঞান:
সাধারণ জ্ঞান অংশে ১৪/১৫ টার মত প্রশ্ন আসতে পারে তার ভিতর ১০-১২ টাই হবে সালের রিপিট প্রশ্ন । বাকী ২/৩ টা সাম্প্রতিক বিষায়াবলী দিতে পারে ।
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জনপদ, নদ-নদী, বাংলাদেশের লোকজ ঐতিহ্য অন্তর্জাতিক সংগঠন,জাতিসংঘের অঙ্গসংগঠন,বিশ্বের বিভিন্ন শহরের নাম প্রভৃতি থাকতে পারে ।
তথ্য-প্রযুক্তি ও কম্পিউটারঃ
এই অংশে ভাল করার জন্য খুব বেশি পড়তে হবেনা ।
বিজ্ঞান থেকে দু’তিনটি কমন প্রশ্ন আসবে যেগুলো রিপিটেড সাল ।কম্পিউটার থেকে একটি বা দু’টি প্রশ্ন আসবে যা একেবারেই বেসিক ।
1. Primary Teacher Exam Question Bank – Download
Professor’s Suppliment:
* Suppliment For বাংলা – Download
* Suppliment For ইংরেজি – Download
* Suppliment For গণিত – Download
* Suppliment For সাধারণ জ্ঞান – Download
* Suppliment For তথ্য-প্রযুক্তি ও কম্পিউটার – Download