skip
Saturday , April 1 2023

20 Candidates Real Experience of IFIC Bank’s Initial Viva In Zoom App

20 জন প্রার্থীর IFIC ব্যাঙ্কের প্রাথমিক ভাইবা জুম অ্যাপের বাস্তব অভিজ্ঞতা দেখে নিনঃ

Candidate (1)

TSO Initial Viva Experience (31.1.23)-3:30 PM
আসসালামুআলাইকুম স্যার
– ওয়ালাই……!
১) আপনি ব্যাংকিং এন্ড ফিন্যান্সে পড়েছেন?
– না স্যার, ফিন্যান্স এন্ড ব্যাংকিং
২) বর্তমান অর্থমন্ত্রীর নাম কি?
– মোস্তফা কামাল স্যার
৩) বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে?
-আব্দুর রউফ তালুকদার স্যার
৪) ২ টাকার নোট কে ইস্যু করেন? কার স্বাক্ষর থাকে?
– অর্থমন্ত্রনালয়, অর্থসচিব স্বাক্ষর করেন।
৫) কেন এটাতে গভর্নর স্বাক্ষর করেন না?
– স্যার, এটা ব্যাংক নোট না, গভর্নমেন্ট নোট তাই।
৬) এই বিষয়ে ফিন্যান্সে কোথায় লেখা আছে বা কোন জায়গায় বিষয়টি বর্ননা করা আছে জানেন?
– জ্বি না স্যার, এই বিষয়টি এই মুহুর্তে জানা নেই।😃
– ওকে সমস্যা নেই।
৭) আপনি যে পোস্টে এপ্লাই করেছেন তার নাম কি?
– Answered
৮) IFIC এর ফুল ফর্ম এবং এর অথোরাইসড প্রোডাক্টগুলোর নাম বলেন!
– Answered! থামতে বলার আগ পর্যন্ত😃।
৯) ওকে ফাইন, এবার বলেন BCS এ এপ্লাই করেছেন এ পর্যন্ত কয় বার?
– স্যার, ছোটবেলা থেকেই ব্যাংকিং ড্রিম হওয়াই কোনো বিসিএস এ এপ্লাই করা হয় নি!😛
১০) আরামের পজিশন রেখে কেনো এতো কষ্টকর জায়গায় আসতে চান? কোন বিষয়টা আপনাকে মোটিভেটেড করেছে!
– মূলত স্যার এসএসসি লেভেল থেকেই ব্যবসায় শিক্ষা নিয়ে পড়াশুনা এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং এ এমবিএ করার একমাত্র লক্ষ্য আমার ব্যাংকিং এ আসা। সেই সাথে আমার মামা একজন ব্যাংকার স্যার, তার লাইফস্টাইল এবং ব্যাংকের একটিভিস গুলোই আমাকে খুব মোটিভেট করেছে।
১০) ওকে ধন্যবাদ, Best Wishes and Good Luck for you.
– Thank you Sir, Assalamualikum

Candidate (2)

Initial Viva for TSO & My personal experience…
আজ আমার TSO এর জন্য ইনিশিয়াল ভাইবা ছিলো। এই গ্রুপে জয়েন করে আমি নিজে উপকৃত হয়েছি, অনেকের অভিজ্ঞতা পড়েছি। তাই আমি কৃতজ্ঞতাস্বরূপ নিজের অভিজ্ঞতাও শেয়ার করলাম।
গতকাল রাতে মেইল পেলাম, আজ ১১.৩০ এ আমার ভাইবা হবে। আজ ১১.২৯ এ মেইলে জুম মিটিং এর লিংক পেলাম। তখনই জয়েন করলাম। প্রায় ৪০/৪৫ মিনিট পরে উনারা আমার জয়েন রিকুয়েষ্ট এক্সেপ্ট করেছেন। পুরো কথোপকথনটি নিম্নরূপ:
-Hello Arko, How are you?
-Alhamdulillah Sir, I’m good.
-Introduce yourself.
-Answered.(বলে রাখা ভাল, আমি গ্রাফিক ডিজাইন, ফটোশপের কাজ ভাল পারি এবং একটি স্কিল ডেভেলপমেন্ট ক্লাবে কম্পিউটার এর বিভিন্ন ওয়ার্কশপ করাই। সেটা উল্লেখ করছিলাম)
– So, you are an entrepreneur?
-No sir, I’m not an entrepreneur. I learned those thing from YouTube and did some free courses and those organisation requested me to teach them the basic thing of computer and i accept their request.
-Okay, i got it. Tell me about your family.
-Answered.
-Tell me the responsibilities of a TSO.
-Answered.
-Tell me what you kbow about IFIC.
-Answerd.
-Who is the running Governor of Bangladesh Bank.
-Answerd
-Tell me about some products of IFIC
-Answered.
-If you are posted anywhere, will you work there?
-Ins Sha Allah, I’ll try my best!
-Thank you Arko, it was a nice conversation.
-Thank you Sir.

—–

Candidate (3)




#My today’s initial viva experience of IFIC Bank-
Dated: 26/10/22
Post: TSO
Tracking ID: 72..09
SL: 15
Board: 01(Sir & Mam)
### Viva Questions###
1.What’s your name?
2.Who was Abu Horayra?
3.What are you doing now?
4.What kinds of job preparation are you taking?
5.What is the work of bank?
6.What are the uses of Statistics in bank?
7.All statistical tasks can be completed through software but why should we hire you?
8.How do you use regression analyses in banking sector?
9.What about your Master’s?
## Viva duration was approximately 3 to 4 minutes & all the questions were in English. I’ve answered all questions.

Candidate (4)

Experienced Today:
initial viva
১.স্যারঃ রাহুল, আপনি কি এখন কোথায়ও জব করেন?
উত্তরঃ না
২ প্রশ্নঃ ব্যাংকে কি ধরনের কাজ করা হয়
উত্তরঃ মোটামুটি উত্তর দিছি
3.স্যারঃ Best of Luck,apni ekhon Leave nite paren.
কোনো চান্স আছে রিটেনে কল আসার?

Candidate (5)

Initial viva দিলাম, মাত্র ২ টা প্রশ্ন করলো ।
১. আপনার সম্পর্কে বলেন?
২. Bank load and deposit ki?
option: 1. asset 2. liability

Candidate (6)

Initial viva experience.. board -04
স্যার বললেন আপনার তো এমবিএ চলমান ! কি পর্যায়ে আছে, আমি বললাম প্রথম সেমিস্টার শেষ এক্সাম বাকি আছে চারটা,, আর সেগেন্ড সেমিস্টার ক্লাস চলছে,, উনি বললেন কিভাবে জব করবে তাহলে,, বললাম জুমে ক্লাস হচ্ছে।
আপনি তো মার্কেটিং এমবিএ করছেন,, বলেন তো ডি মার্কেটিং কি! ক্রস সেলিং কি! এবং আইএফসিআই ফুল মিনিং জানতে চাইছে… এই ছিলো ভাইভা.. প্রথম ভাইবা এটা.. একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি..

—–

Candidate (7)




Today Viva experience:
What I do?
Elements of marketing?
Why place is important? How place work?
What is blue ocean economy?
What is B2B & B2C? tell in detail.
Bangla english both format
It was my 3rd initial viva in IFIC.

Candidate (8)

initial viva dilam
Board no-4
Question korlo:
what is ratio accounting? Ratio accounting ki ki?
PSO mane ki? Etar kaj ki?

Candidate (9)

19-04-22… Aj ke ke initial viva dilen?? Ar kemon dilen?? Question kemon koreche?? Amk 3ta question korechen madam(board 4)…. 2 minutes approx viva hyeche.. 😢😢😢
1. Introduce yourself
2. Bank a career gora amr dream.. eita niye 3-4 ta bishoy ask koreche..(dream banking, so BBA na pore CSE kn??)
3. Background CSE, So banker sathe connection ki?
All question are answered.

Candidate (10)

এইমাত্র IFIC Bank initial Viva শেষ করলাম।
ভাইভা অভিজ্ঞতা।
প্রথম প্রশ্ন: Introduce yourself with academic background.
দ্বিতীয় প্রশ্ন: বর্তমানে কি করেন?
তৃতীয় প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের কাজ কি?
চতুর্থ প্রশ্ন : আইএফআইসি ব্যাংকের কয়টি প্রোডাক্ট এর নাম বলেন।
পঞ্চম প্রশ্ন: CRR সম্পর্কে কিছু জানেন?
ষষ্ঠ প্রশ্ন : One Stop Serving কি?
ইত্যাদি ইত্যাদি।।
CRR বাদে আমি মোটামুটি সব কিছু কনফিডেন্স এর সাথে বলতে পারছি।আমি সর্বশেষ ধন্যবাদ দিয়ে শেষ করে দিলাম।।
দেখা যাক পরবর্তীতে কি হয়।

Candidate (11)

Initial Viva Experience (20 nov, 2022) (TSO)
10.30 e লিংকে প্রবেশ করি তারপর ১২ টা পর্যন্ত ওয়েট করতে থাকি পরে খেয়াল করলাম নামের পাশে সিরিয়াল লিখি নাই। নামের পাশে সিরিয়াল লিখার পর আমাকে Entry করানো হয়। 🙂
ম্যামঃ আপনার নামের পাশে সিরিয়াল লিখেন নি বলে আপনাকে এত সময়ে ওয়েট করত হল।
আমিঃ sorry ম্যাম, আমি ইন্সট্রাকশন মিসআওট করে ফেলছিলাম।
ম্যামঃ ইন্সট্রাকশন মিস করলে চাকরি কিভাবে করবেন!
আমিঃ সরি ম্যাম। পারব।
ম্যামঃ যে পোস্টে এপ্লাই করেছেন তার কাজ গুলা কি।
আমিঃ One Stop সার্ভিস দেয়া, এবং ব্যাংকের প্রডাক্ট সেল করা।
ম্যামঃ One Stop সার্ভিস সম্পর্কে বলেন।
আমিঃ একটি কাউন্টারে সকল ব্যাংকিং সেবা প্রদান করা।
ম্যামঃ আমাদের প্রডাক্ট গুলোর নাম বলুন।
আমিঃ আমার একাউন্ট, আমার ঋন, আমার বাড়ি আর একটি বলতে গিয়ে আটকে গিয়েছিলাম তারপর বললাম আর গুলো মনে নাই।
ম্যামঃ আমার একাউন্ট সম্পর্কে কি জানেন?
আমিঃ সহজে খোলা যায়, এটি একটি কারেন্ট একাউন্ট এবং ইন্টারেস্ট ক্যাল্কুলেট করা হয় ডেইলি ব্যাসিসে।
ম্যামঃ একজন ব্যাংকারের কোন স্কিল স্কিল থাকা উচিৎ।
আমিঃ কোন কিছু না ভেবে, “ম্যানেজিং পিপল এবং বিল্ডিং রিলেশনশিপ”
ম্যামঃ আপনি কি এভাবেই বেয়ারড (দারি) রাখেন?.
আমিঃ জ্বি ম্যাম।
ম্যামঃ আপনার ছবিতে বেয়ারড নেই, আর আপনি একেবারে ইনফরমাল একটি ছবি ব্যবহার করেছেন। পরবর্তীতে নিজেকে গুছিয়ে ইন্টারভিউতে আসবেন আর ইন্সট্রাকশন ভাল করে পরবেন। (আমি ফরমাল গেট-আপ নিয়ে ছিলাম যেমনঃ কোট, টাই পড়া অবস্থায়)
আমিঃ সরি ম্যাম, আসলে যখন এপ্লাই করেছিলাম তখন আমার বাবা অসুস্থ ছিলেন, তাই নিজেকে গুছিয়ে প্রেজেন্ট করতে পারি নি। পরবর্তীতে আমি নিজেকে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করব।
তিনি শুনলেন এবং আমাকে বের করে দিলেন।
কোন আশা আছে? মতামত জানাবেন।

Candidate (12)

Date-15/11/22
Serial-18 , Time-2.30-4.00
HR- কেমন আছেন?
আমি- আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি কেমন আছেন?
HR- আমিও ভালো আছি, ধন্যবাদ প্রশ্ন করার জন্য 😁
আপনি তো সিএসসি তে বিএসসি করছেন, তারপর “ডাটা সায়েন্স” এ মাস্টার্স , ২ টাতেই ত জব ফিল্ড ভালো , ঐসব বাদ দিয়ে ব্যাংকে কেনো?
আমি- উত্তর দিলাম।
HR- আপনার বাবা তো সরাকারি ব্যাংকে আছেন, আপনি কি সরকারি তে ট্রাই করতেছেন?
আমি- উত্তর দিলাম।
HR- What Is Data Science? Difference between Data Mining and Data Analysis
আমি- উত্তর দিলাম
HR- ব্যাংকের মূলত প্রধান কিছু কাজ বলেন
আমি- উত্তর দিলাম।
HR- IFIC এর ফুল মিনিং ?
আমি- উত্তর দিলাম।
HR- ওকে, আপনি লিভ নিতে পারেন। আরেকজন স্যার ছিলো, তাকে জিজ্ঞাসা করলেন আমাকে কোন প্রশ্ন করবে কিনা। উনি না করাতে আমাকে লিভ নিতে বললেন 😐😐
আমার কাছে মনে হয় সাবজেক্টের সাথে এ পোস্ট উনি পছন্দ করেন নাই। রিটেনে ডাকার সম্ভবনা ৪০% 😐😐
বোর্ড অনেক ফ্রেন্ডলি আর হাসিখুশি ছিলো

—–

Candidate (13)




Initial Viva
স্যারঃআপনি মি. x?
আমিঃজ্বি স্যার
স্যারঃআপনি ত ইকোনমিকসের স্টুডেন্ট?
আমিঃজ্বী স্যার
স্যারঃবলেন ত ব্যাংক রেট কী?
আমিঃউত্তর দিলাম
স্যারঃসিডিউল ব্যাংক এবং নন সিডিউল ব্যাংক কী?
আমিঃউত্তর দিলাম।
স্যারঃনন শিডিউল ব্যাংকের উদাহরণ দিন।
আমিঃদিলাম
স্যারঃTSO পোস্টে আপনার কাজ কী কী থাকবে জানেন?
আমিঃবললাম
স্যারঃআমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা আছে?
আমিঃউত্তর দিলাম
(এই পর্যন্ত সবগুলো উত্তরেই সন্তুষ্ট ছিলেন)
স্যারঃ বলেন ত ব্যাংকগুলো শাখা না খোলে উপশাখা কেন খুলছে?
আমিঃস্যরি স্যার। এই মুহুর্তে মনে পড়ছে না।(এই উত্তরে স্যার খুশি হননি দেখেই বুঝতে পারলাম)
স্যারঃআচ্ছা ঠিক আছে।আপনি এখন লিভ নিতে পারেন।।

Candidate (14)

আমার TSO initial viva অভিজ্ঞতা…01..
১ম ইনিশিয়াল ভাইভা :
Sir: introduce yourself
আমি বলছিলাম বিসিএস আর ব্যাংক জবের প্রেপ নিচ্ছি।
এখানেই সম্ভবত আমি শেষ
বিসিএসের কথা বলাতে।আর আমি introduce probably vlo kora dita pari nai…
Written dak pai ni
Experience 2…
এবার প্র্যাকটিস করলাম introduce ভাল ভাবে।
এবারে এ জবের প্রতি আমার আগ্রহ কেমন এটা টেকনিকালি জিজ্ঞেস করল। আমি ও প্রচুর জোর দিয়ে বলছি প্রাইভেট ব্যাংকে জবের পোস্ট বেশি থাকার কারণে ভাল করে প্রস্তুতি নিচ্ছি। দ্রুত চাকরি দরকার।সেশন জটের কারণে বয়স শেষের দিকে তাই।
এবার মনে হলো তারা খুশি হলো।
এরপর বিভিন্ন প্রশ্ন করল।
tso er kaj ki
Baba ki koren
One stop service ki
Je kono jaigai kaj korta parben?
Master’s er ki obosta..?
আপনারা মাস্টার্স করে ফেলেছেন অথবা করবেন না।এরকম বলিয়েন।মাস্টার্স রানিং prefer করে না।
যে কোন জায়গায় কাজ করতে পারবেন?
দ্বিতীয় ভাইভার রিটেনের জন্য ডাক পেয়েছি।

Candidate (15)

Initial Viva Experience:
Interviewer 1(Female): কেমন আছেন?
Me: Answered.
Interviewer 1(Female): আপনার নিজের সম্পর্কে বলুন।
Me: Started to introduce in Bangla…
শুরু করতেই মাঝপথে আমাকে থামিয়ে দিয়ে Interviewer 2(Male): In English.
Me: Completed introductory part in English.
Interviewer 1(Female): আপনার ফ্যামিলি সম্পর্কে বলুন। কে কে আছে পরিবারে?
Me: Answered.
Interviewer 1(Female): আপনি কোন পদে এপ্লাই করেছেন? এই পদের কাজ কি জানেন? কি কি কাজ?
Me: Answered.
Interviewer 1(Female): আপনাকে কোথায় পোস্টিং দেওয়া হবে জানেন তো?
Me: জি.. উপশাখাগুলোতে।
Interviewer 1(Female): সেক্ষেত্রে আপনি MBA করতে পারবেন না আর। এটা নিয়ে ভেবেছেন?
Me: জব হলে, উইকেন্ড এম্বিএ নিয়ে ভাববো।
Interviewer 2(Male): CAPM সম্পর্কে কি জানেন?
Me: সরি, মনে নেই ভালো করে।
Interviewer 2(Male): “****” স্পম্পর্কে কি জানেন? (ফিন্যান্স রিলেটেড প্রশ্ন.. প্রশ্ন মনে নেই)
Me: সরি স্যার।
Interviewer 2(Male): আপনার সিজিপিএ More than 3.80. আপনার সিজিপিএ তো বলে এগুলো আপনার পারা উচিৎ।
Me: Sorry Sir.
Interviewer 2(Male): ব্যাংক লোন কত প্রকার?
Me: সরি স্যার, মনে নেই।
Interviewer 2(Male): Fourth year এ কি কি কোর্স ছিলো?
Me: Working Capital Management, Investement Management, Bank Fund Management, Finanial Analysis and Control..
থামিয়ে দিয়ে Interviewer 2(Male): Bank Fund Management এ কি কি টপিক ছিলো?
Me: সরি স্যার, মনে নেই।
Interviewer 2(Male): আপনি ফিন্যান্সে মেজর করেছেন বিবিএতে, এগুলো পারেন না? আপনি যখন একটা ভাইভা দিবেন তখব আপনাকে ফিন্যান্স থেকেই প্রশ্ন করবে এটাই তো আপনার ধরে রাখার কথা।
Me: সরি স্যার, আসলে এগুলো পড়েছি ১-১.৫ বছর হয়ে গেছে তো, তাই সব মনে নেই ভালো করে।
Interviewer 2(Male): আপনার ১-১.৫ বছর। আমি এগুলো ১৮ বছর আগে পড়েছি। আমার মনে আছে, আর আপনি এর মধ্যেই ভুলে গেলেন?! MD Sir আপনি কোনো প্রশ্ন করবেন?
Interviewer 3(Someone in male voice without video): No, I have no question.
Interviewer 2(Male): Okay. You can leave now.
ফিন্যান্স নিয়ে প্রশ্ন করবে ভাবিই নাই। এজন্য হঠাৎ প্রশ্ন করায় পারা জিনিস ও মাথা থেকে আউট হয়ে গেছে 😪

Candidate (16)

Initial Viva Experience:
Board 6
Interviewer 1(Male): Shameem Ahmed ?
Shameem- Yes Sir Asclamualaikum
Interviewer 1(male): আপনার নিজের সম্পর্কে বলুন।
Me: Answered
শুরু করতেই আমাকে থামিয়ে দিয়ে Interviewer 1(Male): আপনি কি কোথাও job করছেন?
Shameem- Yes sir
Interviewer 1(Male ): কোথায় আছেন?
Shameem- Answered.
Interviewer 1 (male): কি ধরনের কাজ করছেন?
Shameem- Answered.(Accounts)
Interviewer 1(male): আপনি কেন BANK এ আসতে চাচ্ছেন?
Shameem–Answered( BBA শেষ করে Bank এ intern করে ছিলাম) Job Stability and others
Interviewer 1(male): TSO এর কাজ কি একটু বলতে পারেন?
Shameem – Answered.( Accounts Opening, Fund Transfer, মাঝে মাঝে Front Desk এ বসতে হতে পারে)
Interviewer 2(Male): Shameem আপনি তো Marketing নিয়ে পড়াশোনা করেছেন?
Shameem- Yes Sir
Interviewer 2- তারপর ও একটা প্রশ্ন করছি, আলম সাহেব একজন আসবাবপত্র বিক্রেতা, তিনি 30000 টাকার আসবাবপত্র কিনলেন, এটার জাবেদা টা একটু বলবেন?
Shameem– ভুল বলেছিলাম, মনে হয়, তারপর sorry বলেছি
Interviewer 2(Male): আপনার জেলা তো দিনাজপুর , আপনাকে যদি Cox Bazar Posting দেয়া হয়, তাহলে আপনি কি যেতে পারবেন?
Shameem- অবশ্যই যেতে পারব স্যার।
Interviewer 2(Male): পড়ালেখা বিষয় কোন প্রবলেম হবে না তো?
Shameem – No Sir . কারণ আমার বিবিএ এবং এমবিএ শেষ হয়ে গিয়েছে, আর আমি মূলত এখন ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছিলাম বা ভবিষ্যতে নিব।
Interviewer 2
Sir আপনারা কোনো প্রশ্ন করবেন?
Other Interviewer No, We have no question.
Interviewer 2(Male): Okay. You can leave now.
Shameem – Thank You Sir Asclamualaikum

Candidate (17)

Initial viva experiance for IFIC tso post : 27-4-2022
Host:কথা শুনতে পাচ্ছি না
me: ঠিক করে নিলাম
Sir: Please introduce yourself.
me: বলা শুরু করার মাঝেই প্রশ্ন
Sir:why do you want to join bank.
me:বলা শুরু করলাম এর পর বুঝতে পারছিলো না বলে বললাম স্যার ক্যান আই স্পিক বাংলা?
Sir:বলল হ্যাঁ বাংলায় বলেন। পরে বলল ফরেইন ক্লাইন্ট আসলে কিভাবে হ্যান্ডেল করবেন?
Disconnected from the meeting room.
🙂
লিখিত পরীক্ষার জন্য ডাক পাই, না পাই, যা অভিজ্ঞতা পেলাম, কম কি 🙂
Any hope?

Candidate (18)

Initial viva experience
Board:4
Me:May I come in sir?
Sir: Yes,come in.
Me: Assalamu alikum.good afternoon to evryone!
Sir: Gd aftrnoon.plz tk ur seat.
Me: Thank u sir 😊
Sir: so u r mrs….?
Me: Sir my name is kamrun nahar and m from dhaka.I have………. sir stop kriye dice amk 😒
Sir: so,amk apnr weakness, strngth and hobby bpr e bolen!!!
(Wkns er ktha shune automaticly amr mind e j sb korean singder proti amr crush ase tder ktha mone pore gclo! Tarai amr wkns actually 😂)
Me:amr hby holo traveling.
Amr strngth hocche ami science er student so amI easily kono mthmtcl prb slv krte prbo! R amr wkns holo ami khb olpote e nervous hoye zai 😞
Sir: its ok,relax!
Me:thank u,sir.
Sir: so apni physics e honours cmplt krcn bt bank e job krte chan? Physics kivbe bank er sthe rltd?
Me: jh2 ami physics er stdnt so ami jni kono critcl equatn nd mathmtcl qs kivbe easily solve krte hoi so I hope ami bank er cmplctd prb gula solve krte prbo easily!!! ☺
Sir: bt,bank toh sudhu mtro mthmtcl prb solve krena!apni ki jnen tso er kaj ki? Seigula apni kivbe handle krbn?
Me:hae,jni kaj gula ki.training nile kaj gula easily solve krte prbo!
Sir: accha,apni toh m.sc cmplt kreni.krbn naa?
Me.yes,ai yr kore nibo.
Sir: bt,apnr posting jdi dhakar bhire hoi tobe kivbe krbn?
Me: bhire jeye e kore nibo! 😒
sir: bt,apnr toh lab cls ase!!! Tkn apni kivbe cls r kaj ek sthe krbn? Tkn kivbe handle krbn?
Me:…………………….
pura blank hoye gci tkn!!! 😞
Sir: apnr birthplc? Baba ki kre?
Me: dhaka.baba bsns kore.
Sir: apnk dhakar bhire posting krle apni job kivbe krbn? Jh2 apni always dhakay e chilen?
Me: prblm ny sir.ami korte parbo.fmly theke k kono prb ny dhkr bhire job krar khetre!
Sir: apni aI jobtar jnno ato e desperate j
posting dhakar bhire hole o krbn? Kno drkr ai job er ato? 😒
me: sir ami always life e risk nd challenge nite like kori so dhkr bhire pstng hole o amr prb ny that’s why amr ai job er drkr!!!!
Sir: ok,apni akn zan.
Me: assalamualaikum…
Sir:walaikum assalam.
Akn,ami confused! Ami ki written er jnno prprtn nibo nki na! 😞
Amr life er first interview chilo aita

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আপনার লেখা পোষ্ট পাবলিশ করুন এবং সেই পোষ্ট থেকে অর্থ উপার্জন করুন
See More & Sign Up !