শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST) এর ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রস্তুতির দিকনির্দেশনা:
সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেয়া যায় । তবে, সেকেন্ড টাইমারদের এক্সট্রা ৩ নাম্বার কাটা হয় । তারপরেও প্রতিবছর সেকেন্ড টাইমাররাই বেশি চান্স পায় ।
ইউনিটসমূহের আসন সংখ্যা :
A unit:
For Science(220)
Humanities(310)
Business(83)
B unit:
Only for Science(990)
B unit: এ রয়েছে দুইটি গ্রুপ-
বি – ১(গ্রুপ – ১)
ভর্তি যোগ্যতাঃ
A – unit এ আবেদন করার জন্য এইচ এস সি/সমমান ও এস এস সি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম
GPA 3.0 (with additional subject) সহ মোট 6.5 পেতে হবে ।
B – unit এ আবেদন করার জন্য এইচ এস সি/সমমান ও এস এস সি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম
GPA 3.0 (with additional subject) সহ মোট 7.0 পেতে হবে ।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা A & B দুইটি ইউনিটেই পৃথক পৃথক ভাবে আবেদন করতে পারবে ।
(SUST) এ যারা আবেদন করবে, তাদের সবাই ই পরীক্ষা দিতে পারবে
পরীক্ষা পদ্ধতিঃ
MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে
প্রতিটি MCQ এর জন্য নম্বর ১
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ করে নম্বর কাটা যাবে
(SUST) পরীক্ষায় সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পাশ করতেহয়না
জিপিএ সহ টোটাল ৪০% নম্বর পেলেই পাশ
পরীক্ষার নম্বরঃ
ভর্তি পরীক্ষার জন্য মোট নির্ধারিত নম্বর ১০০
এর মধ্যে ৭০ নম্বর আসবে পরীক্ষা হতে
এবং ৩০ নম্বর আসবে SSC+HSC এর GPA থেকে
(বি২ এর ক্ষেত্রে ১০০+৩০)
পরীক্ষায় যা যা করতে হবেঃ
A unit-Science:
ইংরেজি(২০)
বাংলা(১০)
পদার্থবিজ্ঞান(১০)
রসায়ন(১০)
গণিত/জীববিজ্ঞান(১০)
বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ(১০)
Humanities:
ইংরেজি(২০)
বাংলা(১০)
অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ইতিহাস এবং ইসলামের ইতিহাস, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ(৩০)
মাধ্যমিক পর্যায়ের সাধারণ গণিত(১০)
Business: ইংরেজি(২০)
বাংলা(১০)
হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ(৩০)
মাধ্যমিক পর্যায়ের সাধারণ গণিত(১০)
B unit-
B1- ইংরেজি(১০)
পদার্থবিজ্ঞান(২০)
রসায়ন(২০)
গণিত(২০)
B2- ইংরেজি(১০)
পদার্থবিজ্ঞান(২০)
রসায়ন(২০)
গণিত(২০)
ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞান(৩০)
B ইউনিটে আসন সংখ্যা ১০ টি বাড়িয়ে এখন আসন সংখ্যা হয়েছে ৯৯০ টি (কোটা ছাড়া)
কোটাতে আসন সংখ্যা ৪ টি বাড়িয়ে এখন হয়েছে ১০০ টি
তবে A ইউনিটের আসন সংখ্যা অপরিবর্তীত আছে
গণিতে ন্যূনতম A- না পেলে বি ইউনিটে আবেদন করা যাবে না । আগে আবেদন করা যেতো কিন্তু সাবজেক্ট পাওয়া যেতো না । তবে A ইউনিটে আবেদন করতে এবং সাবজেক্ট পেতে এরকম কোনো সমস্যা নেই ।
এসএসসির জিপিএকে ২ দ্বারা ও এইচএসসির জিপিএকে ৪ দ্বারা গুণ করা হবে । আগে দুইটার জিপিএ মিলিয়ে ৩ দ্বারা গুণ করা হতো ।
সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে SSC GPA কে ১.৮ দ্বারা
এবং HSC GPA কে ৩.৬ দ্বারা গুণ করা হবে
আবেদন করতে হবে সাস্টের নিজস্ব ওয়েবসাইট থেকে । এবং ফি প্রদান করতে হবে বিকাশ বা রকেটের মাধ্যমে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদনের নূন্যতম যোগ্যতা :
A ইউনিট =6.5 ( এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় নূন্যতম 3.00 থাকতে হবে )
B ইউনিট =7.00 ( এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় নূন্যতম 3.00 থাকতে হবে। ও গনিতের 3.5 থাকতে হবে )
বিজ্ঞান বিভাগের সাবজেক্ট গুলোর জন্য অর্থাৎ পদার্থ, জীববিজ্ঞান, গণিত, রসায়ন এই সাবজেক্ট গুলোতে বেস্ট প্রিপারেশন নিতে ” ছায়ামঞ্চ ” সিরিজের বই গুলো ফলো করো
SUST এর প্রশ্নের প্যাটার্ন বুঝতে ও কোন কোন টপিক গুলো বেশি গুরুত্বপূর্ন তা বুঝতে সংগ্রহ করো ” SUST POWER “. / ইউনিক ভার্সিটি সলুশন । এই দুটোর যেকোনো একটা সংগ্রহ করো ।
A ইউনিটে সকল গ্রুপের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারে এবং ১০ টি প্রশ্ন থাকে General Math থেকে । এর জন্য ফলো করো ” MATH SUMMIT ”
A ইউনিটের ” অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ইতিহাস এবং ইসলামের ইতিহাস ” এর জন্য ফলো করো ” Bangla GK SUMMIT ”
বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ এর জন্য ফলো করো ” তথ্য জগৎ ” ও ” সাম্প্রতিক ক্যাপ্টেন ”
অল্প পরিশ্রমে বাংলা ও ইংরেজিতে বেশি নাম্বার পেতে চাইলে সংগ্রহ করো ” ছায়ামঞ্চ বাংলা + English ” বইটি